ETV Bharat / politics

বালুরঘাটে সুকান্তকে 'গো-ব্যাক' স্লোগান, রিপোর্ট তলব কমিশনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: বালুরঘাট লোকসভার পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায় বাধা দিলে, তাঁকে মারধর করা হয় ৷ ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 10:20 AM IST

Updated : Apr 26, 2024, 10:47 AM IST

সুকান্ত মজুমদারকে বালুরঘাট ব্লকের 100 নম্বর বুথে গো-ব্যার স্লোগান

বালুরঘাট, 26 এপ্রিল: দ্বিতীয় দফার নির্বাচনে উত্তেজনা বালুরঘাট লোকসভার বালুরঘাট ব্লকের পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথে ৷ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে গো-ব্যাক স্লোগান তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ওই বুথে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে ৷ পুরো ঘটনায় কী ব্য়বস্থা নেওয়া হয়েছে ? 1 ঘণ্টার মধ্যে তার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বালুরঘাট ব্লকের পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথের বাইরে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগকে ঘিরে ৷ অভিযোগ বুথের 100 মিটারের মধ্যে ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ৷ স্থানীয় নেতাদের কাছে সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায় ৷ তিনি পুরো ঘটনার প্রতিবাদ জানান এবং বাধা দেন ৷ অভিযোগ সেই সময় তাঁকে মারধর করা হয় এবং আটকে রাখে তৃণমূলের লোকজন ৷

সেই খবর পেয়ে দ্রুত পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথে পৌঁছান বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ অভিযোগ সুকান্ত মজুমদার সেখানে পৌঁছতেই গো-ব্যাক স্লোগান ওঠে তৃণমূলের তরফে ৷ বিজেপি প্রার্থীকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় তৃণমূল কর্মীদের তরফে ৷ যে ঘটনায় মেজাজ হারান সুকান্ত মজুমদারও ৷ তিনি পালটা কয়েকজন তৃণমূল কর্মীর দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যান ৷ তবে, সুকান্তর সঙ্গে থাকা নিরাপত্তাবাহিনী পরিস্থিতি সামলে নেয় ৷

যদিও, স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ সুকান্ত মজুমদার নিজে 30-40 জনকে নিয়ে বুথে ঢুকে গণ্ডগোল শুরু করেছিলেন ৷ তারই প্রতিবাদে তারা গো-ব্যাক স্লোগান তুলেছেন ৷ পাশপাশি, জ্যোতিষ ঘোষকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ পুরো ঘটনায় 1 ঘণ্টার মধ্যে এটিআর বা অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷

আরও পড়ুন:

  1. সস্ত্রীক ভোট দিলেন সুকান্ত, তিরুঅনন্তপুরমে ভোটাধিকার প্রয়োগ রাজ্যপাল বোসের
  2. তিরুঅনন্তপুরমে ভোটের লাইনে কংগ্রেস প্রার্থী শশী থারুর, মতদান করলেন বিজেপির তেজস্বী
  3. বালুরঘাটে ভোট উৎসবে সামিল তৃতীয় লিঙ্গের 79 জন

সুকান্ত মজুমদারকে বালুরঘাট ব্লকের 100 নম্বর বুথে গো-ব্যার স্লোগান

বালুরঘাট, 26 এপ্রিল: দ্বিতীয় দফার নির্বাচনে উত্তেজনা বালুরঘাট লোকসভার বালুরঘাট ব্লকের পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথে ৷ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে গো-ব্যাক স্লোগান তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ওই বুথে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে ৷ পুরো ঘটনায় কী ব্য়বস্থা নেওয়া হয়েছে ? 1 ঘণ্টার মধ্যে তার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বালুরঘাট ব্লকের পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথের বাইরে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগকে ঘিরে ৷ অভিযোগ বুথের 100 মিটারের মধ্যে ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ৷ স্থানীয় নেতাদের কাছে সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায় ৷ তিনি পুরো ঘটনার প্রতিবাদ জানান এবং বাধা দেন ৷ অভিযোগ সেই সময় তাঁকে মারধর করা হয় এবং আটকে রাখে তৃণমূলের লোকজন ৷

সেই খবর পেয়ে দ্রুত পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথে পৌঁছান বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ অভিযোগ সুকান্ত মজুমদার সেখানে পৌঁছতেই গো-ব্যাক স্লোগান ওঠে তৃণমূলের তরফে ৷ বিজেপি প্রার্থীকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় তৃণমূল কর্মীদের তরফে ৷ যে ঘটনায় মেজাজ হারান সুকান্ত মজুমদারও ৷ তিনি পালটা কয়েকজন তৃণমূল কর্মীর দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যান ৷ তবে, সুকান্তর সঙ্গে থাকা নিরাপত্তাবাহিনী পরিস্থিতি সামলে নেয় ৷

যদিও, স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ সুকান্ত মজুমদার নিজে 30-40 জনকে নিয়ে বুথে ঢুকে গণ্ডগোল শুরু করেছিলেন ৷ তারই প্রতিবাদে তারা গো-ব্যাক স্লোগান তুলেছেন ৷ পাশপাশি, জ্যোতিষ ঘোষকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ পুরো ঘটনায় 1 ঘণ্টার মধ্যে এটিআর বা অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷

আরও পড়ুন:

  1. সস্ত্রীক ভোট দিলেন সুকান্ত, তিরুঅনন্তপুরমে ভোটাধিকার প্রয়োগ রাজ্যপাল বোসের
  2. তিরুঅনন্তপুরমে ভোটের লাইনে কংগ্রেস প্রার্থী শশী থারুর, মতদান করলেন বিজেপির তেজস্বী
  3. বালুরঘাটে ভোট উৎসবে সামিল তৃতীয় লিঙ্গের 79 জন
Last Updated : Apr 26, 2024, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.