বোলপুর, 30 জানুয়ারি: গত 24 জানুয়ারি বীরভূমে তৃণমূলের কোর কমিটি নয় থেকে কমিয়ে 5 সদস্যের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুব্রত মণ্ডলের অনুগামীদের সেখানে গুরুত্ব দিয়েছেন মমতা ৷ আর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ক্ষমতা খর্ব করেছেন ৷ যার পরেই বীরভূম জেলা জুড়ে সক্রিয় হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা ৷ আর তারই প্রভাব দেখা গেল গতকাল রাতে ৷ বীরভূমের বিভিন্ন ব্লকে মমতা ও অভিষেকের সঙ্গে অনুব্রতর ছবি দিয়ে নয়া কোর কমিটির সদস্যদের ব্যানার ও গেট তৈরি করা হয়েছে ৷
কালীঘাটে কোর কমিটির সেই বৈঠকে অনুব্রতকে জেল থেকে মুক্তির পরেই সসম্মানে পুরনো পদে ফেরানো কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো ৷ সেই সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ নেতাদের দূরে রেখে বীরভূম জেলায় তৃণমূলের সংগঠন চালানো যাবে না বলেও মমতা নির্দেশ দেন বলে সূত্রের খবর ৷ আর তার পর থেকেই বীরভূমে ফের সক্রিয় হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা ৷ এতদিন যে সমস্ত নেতারা অনুব্রতর গ্রেফতারির পরে পিছনের সারিতে চলে গিয়েছিলেন, তাঁরা ধীরে ধীরে উঠে আসছেন ৷
সোমবার রাত থেকেই অনুব্রত অনুগামীদের উত্থানের আরও একটি ছবি দেখা গেল ৷ সিউড়ি ও বোলপুরে অনুব্রতর ছবি-সহ পাঁচ সদস্যের কোর কমিটির ছবি দিয়ে গেট তৈরি হয়েছে ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কোর কমিটির সদস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের ছবি দেওয়া ৷ উল্লেখ্য, এই কমিটির তত্ত্বাবধানে রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ যিনি অনুব্রত শিবিরের সদস্য বলেই পরিচিত ৷
বীরভূমে তৃণমূলের অন্দরে এই হাওয়া বদলের মাঝে আরও একটি হাওয়া উঠছে ৷ জোর চর্চা শুরু হয়েছে, অনুব্রত মণ্ডল খুব দ্রুত তিহাড়ের জেল থেকে মুক্তি পাবেন ৷ এমনকি আসন্ন লোকসভা নির্বাচনে অনুব্রতর মডেলেই বীরভূমে ভোট হবে ৷ এ নিয়ে তৃণমূলের বীরভূম জেলার মুখপাত্র জামশেদ আলি খান বলেন, "অনুব্রত মণ্ডল আমাদের নেতা ৷ স্বয়ং নেত্রী তাঁর পাশে আছেন ৷ আর তিনি অভিযুক্ত, দোষী সাব্যস্ত হননি ৷ তাই তাঁর ছবি দিয়ে পাঁচ কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া হয়েছে ৷ লোকসভা নির্বাচনে আমরা কোর কমিটির সদস্যদের নেতৃত্বে লড়াই করব ৷"
আরও পড়ুন: