ETV Bharat / politics

স্বরূপনগরে মাথা ফাটলো 4 বিজেপি কর্মীর; টিটাগড়ে 'নিয়ম ভাঙলেন' নির্দল এজেন্ট - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: বনগাঁ লোকসভার স্বরূপনগর নবাবকাটি 127 নম্বর বুথে মাথা ফাটলো মহিলা-সহ চার বিজেপি কর্মীর ৷ জানা গিয়েছে, ভোট দিতে যাওয়া ওই বিজেপি কর্মীদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লোহার রড ও বাঁশ নিয়ে অতর্কিতে হামলা চালায় ৷

ETV BHARAT
স্বরূপনগর নবাবকাটি 127 নম্বর বুথে বিজেপি কর্মীদের উপর হামলা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 10:42 AM IST

Updated : May 20, 2024, 11:13 AM IST

স্বরূপনগর নবাবকাটি 127 নম্বর বুথে বিজেপি কর্মীদের উপর হামলা (ইটিভি ভারত)

বনগাঁ/ব্যারাকপুর, 20 মে: পঞ্চমদফার নির্বাচনে উত্তপ্ত বনগাঁ ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ৷ বনগাঁর স্বরূপনগরে মহিলা-সহ চার বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ চার বিজেপি কর্মী এই মুহূর্তে হাসপাতালে ভরতি রয়েছেন ৷ জানা গিয়েছে, আজ স্বরূপনগরের নবাবকাটি এলাকার 127 নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন তাঁরা ৷ অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে বাঁশ ও লোহার রড দিয়ে তাঁদের উপর হামলা চালায় ৷ তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷

এই মুহূর্তে মহিলা-সহ চার বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন ৷ সকলেরই মাথা থেকে রক্তক্ষরণ হয়েছে ৷ আশঙ্কাজনক না-হলেও, তাঁদের চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে ৷ অন্যদিকে, ব্যারাকপুর লোকসভার টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 211 নম্বর বুথে নির্দল প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, নিয়ম ভেঙে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করেন ওই এজেন্ট ৷ নিরাপত্তাবাহিনী তাঁকে বাধা দিলে, বচসায় জড়ান ওই ব্যক্তি ৷ পরিস্থিতি সামাল দিতে প্রিসাইডিং অফিসার আসরে নামেন ৷

অভিযোগ, নির্দল প্রার্থীর এজেন্ট এরপর প্রিসাইডিং অফিসারের সঙ্গেও বচসায় জড়ান ৷ কী কারণে প্রিসাইডিং অফিসার ওই ব্যক্তিকে বাধা দিচ্ছিলেন ? প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, কোনও বুথে এজেন্ট হতে গেলে, সেই বুথ অথবা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে ওই ব্যক্তিকে ৷ কিন্তু, নির্দল প্রার্থীর এজেন্ট হয়ে যিনি এসেছেন, তিনি 17 নম্বর ওয়ার্ড বা 211 নম্বর বুথে বাসিন্দা নন ৷ পালটা ওই ব্যক্তির দাবি, তিনি কোনও নিয়ম ভাঙেননি ৷ টিটাগড় পৌরসভার অন্য ওয়ার্ড থেকে এসেছেন বলে বসতে দেওয়া হবে না কেন ? যদিও, কেন্দ্রীয় বাহিনী ওই ব্যক্তিকে বাইরে বের করে দেয় ও ভোট প্রক্রিয়া পুনরায় শুরু হয় 211 নম্বর বুথে ৷

অন্যদিকে, টিটাগড়ের 215 নম্বর বুথে সকাল সকাল উত্তেজনা তৈরি হয় ৷ ওই বুথের বিজেপির ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরা হয় ৷ বিজেপির প্রার্থীর এজেন্ট হয়ে এসেছিলেন এক ব্যক্তি ৷ কিন্তু, ভিতরে থাকা অন্যান্য দলের এজেন্টরা তার প্রতিবাদ জানান, তিনি ওই বুথের ভোটার নন বলে অভিযোগ ওঠে ৷ এরপরেই কেন্দ্রীয় বাহিনী ওই ব্যক্তিক বুথ থেকে বের করে দেয় ৷

আরও পড়ুন:

  1. ব‍্যারাকপুরে ভোটের শুরুতেই উত্তেজনা, পার্থকে হুঁশিয়ারি অর্জুনের
  2. উলুবেড়িয়ায় শ্লীলতাহানিতে অভিযুক্ত জওয়ানকে সরিয়ে দিল কমিশন, পঞ্চম দফা সরাসরি
  3. ভোট দিলেন অক্ষয়-অনিল, পশ্চিমবঙ্গে দু’ঘণ্টাতেই একশোর বেশি ইভিএমে সমস্যা

স্বরূপনগর নবাবকাটি 127 নম্বর বুথে বিজেপি কর্মীদের উপর হামলা (ইটিভি ভারত)

বনগাঁ/ব্যারাকপুর, 20 মে: পঞ্চমদফার নির্বাচনে উত্তপ্ত বনগাঁ ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ৷ বনগাঁর স্বরূপনগরে মহিলা-সহ চার বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ চার বিজেপি কর্মী এই মুহূর্তে হাসপাতালে ভরতি রয়েছেন ৷ জানা গিয়েছে, আজ স্বরূপনগরের নবাবকাটি এলাকার 127 নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন তাঁরা ৷ অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে বাঁশ ও লোহার রড দিয়ে তাঁদের উপর হামলা চালায় ৷ তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷

এই মুহূর্তে মহিলা-সহ চার বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন ৷ সকলেরই মাথা থেকে রক্তক্ষরণ হয়েছে ৷ আশঙ্কাজনক না-হলেও, তাঁদের চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে ৷ অন্যদিকে, ব্যারাকপুর লোকসভার টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 211 নম্বর বুথে নির্দল প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, নিয়ম ভেঙে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করেন ওই এজেন্ট ৷ নিরাপত্তাবাহিনী তাঁকে বাধা দিলে, বচসায় জড়ান ওই ব্যক্তি ৷ পরিস্থিতি সামাল দিতে প্রিসাইডিং অফিসার আসরে নামেন ৷

অভিযোগ, নির্দল প্রার্থীর এজেন্ট এরপর প্রিসাইডিং অফিসারের সঙ্গেও বচসায় জড়ান ৷ কী কারণে প্রিসাইডিং অফিসার ওই ব্যক্তিকে বাধা দিচ্ছিলেন ? প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, কোনও বুথে এজেন্ট হতে গেলে, সেই বুথ অথবা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে ওই ব্যক্তিকে ৷ কিন্তু, নির্দল প্রার্থীর এজেন্ট হয়ে যিনি এসেছেন, তিনি 17 নম্বর ওয়ার্ড বা 211 নম্বর বুথে বাসিন্দা নন ৷ পালটা ওই ব্যক্তির দাবি, তিনি কোনও নিয়ম ভাঙেননি ৷ টিটাগড় পৌরসভার অন্য ওয়ার্ড থেকে এসেছেন বলে বসতে দেওয়া হবে না কেন ? যদিও, কেন্দ্রীয় বাহিনী ওই ব্যক্তিকে বাইরে বের করে দেয় ও ভোট প্রক্রিয়া পুনরায় শুরু হয় 211 নম্বর বুথে ৷

অন্যদিকে, টিটাগড়ের 215 নম্বর বুথে সকাল সকাল উত্তেজনা তৈরি হয় ৷ ওই বুথের বিজেপির ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরা হয় ৷ বিজেপির প্রার্থীর এজেন্ট হয়ে এসেছিলেন এক ব্যক্তি ৷ কিন্তু, ভিতরে থাকা অন্যান্য দলের এজেন্টরা তার প্রতিবাদ জানান, তিনি ওই বুথের ভোটার নন বলে অভিযোগ ওঠে ৷ এরপরেই কেন্দ্রীয় বাহিনী ওই ব্যক্তিক বুথ থেকে বের করে দেয় ৷

আরও পড়ুন:

  1. ব‍্যারাকপুরে ভোটের শুরুতেই উত্তেজনা, পার্থকে হুঁশিয়ারি অর্জুনের
  2. উলুবেড়িয়ায় শ্লীলতাহানিতে অভিযুক্ত জওয়ানকে সরিয়ে দিল কমিশন, পঞ্চম দফা সরাসরি
  3. ভোট দিলেন অক্ষয়-অনিল, পশ্চিমবঙ্গে দু’ঘণ্টাতেই একশোর বেশি ইভিএমে সমস্যা
Last Updated : May 20, 2024, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.