কলকাতা, 19 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে রামমন্দির উদ্বোধন নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদ হাকিম । তাঁর কথায়, ‘‘রামের বা আল্লাহর ভরসায় নয়, আমার কাজই আমাকে নির্বাচনের বৈতরণী পার করবে ।’’ অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে আর মাত্র 72 ঘণ্টা বাকি । সারাদেশে এখন চর্চা শুধুই রামমন্দির নিয়ে । কোথাও প্রত্যক্ষ, আবার কোথাও পরোক্ষে এই কর্মকাণ্ডে জড়িয়ে বিজেপি । বাড়ি বাড়ি প্রচার থেকে অর্থ সংগ্রহ বা ধর্মীয় আচার পালনে আহ্বান করা সবটাই প্রকাশ্যে করছেন বিজেপি নেতা-কর্মীরা । বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের সরকার উদ্বোধনের দিন অর্থাৎ 22 জানুয়ারি ছুটি ঘোষণা করেছেন । এ রাজ্যে বিজেপি সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার রাজ্য সরকারকে চিঠি দিয়ে আবেদন করেছেন ওইদিন ছুটি দেওয়ার জন্য ।
আর এই সমস্ত বিষয় নিয়েই বিরোধীরা সরব । বিরোধীরা দাবি করছে, বেকারত্ব থেকে কৃষক সমস্যা বা পেট্রল-ডিজেলের দাম থেকে মূল্যবৃদ্ধি, এইসব ইস্যু ধামাচাপা দিয়ে আসন্ন লোকসভার বৈতরণী পার হতে বিজেপির একমাত্র অস্ত্র এই রামমন্দির । সেখানেই বিজেপিকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের শাসক দলের শীর্ষ নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম ।
শুক্রবার তিনি বলেন, ‘‘ধর্মীয় ভাবাবেগ নষ্ট করে রাজনৈতিক স্বার্থে শ্রী শ্রী রামকে ব্যবহার করা হচ্ছে । এটা রাজনীতি চলছে। পুরোটাই মেরুকরণের । রামভক্তরা রামমন্দির উদ্বোধন করবেন, রামের কাছে যাবেন, সেটা ভারতজুড়ে পাবলিসিটি করে কী হবে ? এটা নিয়ে দেশজুড়ে মেরুকরণের রাজনীতি অত্যন্ত নিন্দনীয় ।’’
ফিরহাদ আরও দাবি করেন, ‘‘সবটাই নাটক । সবটাই বিজেপির সার্কাস । ভারতকে মেরুকরণ করে নষ্ট করছে । আরএসএস, মুসলিম লিগ আগে এই ঘটনা ঘটিয়েছিল, সেটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের দিন ছিল । আর আজও ঠিক একই কাজ করছে শুধু নির্বাচন জেতার জন্য ।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘আমি রাজনৈতিক ব্যক্তি আমি রামের ভরসায় বা আল্লাহের ভরসায় কেন নির্বাচনে যাব ? আমার কাজ আমায় নির্বাচনে নিয়ে যাবে । আমি মন্দির করেছি, মসজিদ বা গির্জা করেছি, তাই আমায় ভোট দাও কেন ? আমি কাজ করেছি মানুষের জন্য, তাই আমায় ভোট দাও ।’’