ETV Bharat / state

গরুমারায় উপচে পড়া ভিড়, বড়দিন ও নববর্ষের উৎসবের আবহে পর্যটকদের ঢল ডুয়ার্সে - TOURISTS FLOCK TO DOOARS

লাটাগুড়ির জঙ্গল ও গরুমারা জাতীয় উদ্যানের নিজর মিনারে জঙ্গল সাফারিতে পর্যটকদের ভিড় ৷ জঙ্গল সাফারিতে বাড়তি টিকিট কর্তৃপক্ষের ৷

TOURISTS FLOCK TO DOOARS
বড়দিন ও নববর্ষের উৎসবের শুরুতেই পর্যটকদের ঢল ডুয়ার্সে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 12 hours ago

জলপাইগুড়ি, 24 ডিসেম্বর: বড়দিনের আগেই পর্যটকদের ঢল নামল ডুয়ার্সে ৷ গত বছরের তুলনায় সেই সংখ্যাটা অনেকটাই বেশি ৷ আর আগামী দিনে পর্যটকের সংখ্যাটা ডুয়ার্সে আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা ৷ বড়দিনকে কেন্দ্র করে পর্যটকদের উপচে পড়া ভিড় গরুমারা জাতীয় উদ্যানে ৷

স্বাভাবিকভাবেই বছর শেষের আগে পর্যটকদের এই ভিড়ে খুশির হাওয়া ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ৷ আর নতুন বছর যত এগিয়ে আসবে এই ভিড় আরও বাড়বে বলে আশায় ডুয়ার্সে পর্যটন ব্যবসায়ীরা ৷

Tourists Flock to Dooars
গরুমারা জাতীয় উদ্যানে যাত্রাপ্রসাদ ওয়াচ-টাওয়ারে পর্যটকরা ৷ (নিজস্ব চিত্র)

চলতি বছর পুজোর সময় পর্যটকদের তেমন দেখা না-মিললেও, ডিসেম্বরের শেষে পর্যটকের ঢল নামায় আশার আলো দেখছে পর্যটনমহল ৷ গোটা বছর ধরে বিক্ষিপ্তভাবে কখনও কম, আবার কখনও বেশি পর্যটকের আনাগোনা ছিল ডুয়ার্সের প্রাণকেন্দ্র লাটাগুড়িতে ৷ কিন্তু, বড়দিনের আগেই ডুয়ার্সের লাটাগুড়িতে উপচে পড়েছে পর্যটকদের ভিড় ৷ লাটাগুড়ির জঙ্গল ও গরুমারা জাতীয় উদ্যানের নিজর মিনারের জঙ্গল সাফারিতে বাড়ছে পর্যটকদের আনাগোনা ৷

লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব জানান, "বড়দিন এবং নতুন বছরের আগেই পর্যটকদের বুকিং গত বছরের তুলনায় এবার বেড়েছে ৷ 25 ডিসেম্বর থেকে নতুন বছরের শুরুর দিক পর্যন্ত ডুয়ার্স এলাকায় পর্যটকদের ভিড় বাড়বে ৷ মরশুমের বিশেষ দিনগুলিতে জঙ্গল সাফারি ও গরুমারা সাফারির জন্য আরও অতিরিক্ত টিকিটের দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা ৷"

ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদক বিপ্লব দে জানান, "এবছর পর্যটকদের ভিড় বেশি থাকবে বলে মনে করছি ৷ রিসর্টগুলো ভালোই বুকিং হয়েছে ৷" তবে, বাড়তি টিকিটের ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের ডিএফও বিকাশ ভি জানান, "জঙ্গল সাফারির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টিকিটের বরাদ্দ রয়েছে ৷ তবে, পর্যটকদের রাশ যদি বেশি থাকে, সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷"

এদিকে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতীম সেন বলেন, "পর্যটক ভালোই আসছে গরুমারা জাতীয় উদ্যানে ঘুরতে ৷ গত বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা বাড়বে ৷" উল্লেখ্য, সম্প্রতি দ্বিজপ্রতীম সেন জানিয়েছিলেন, নতুন বছরের শুরু থেকেই গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি 17 কিলোমিটারের বদলে আরও কিছুটা বৃদ্ধি করা হবে ৷ সাফারির সেই পরিধি আরও 4-5 কিলোমিটার বৃদ্ধির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের ৷

জলপাইগুড়ি, 24 ডিসেম্বর: বড়দিনের আগেই পর্যটকদের ঢল নামল ডুয়ার্সে ৷ গত বছরের তুলনায় সেই সংখ্যাটা অনেকটাই বেশি ৷ আর আগামী দিনে পর্যটকের সংখ্যাটা ডুয়ার্সে আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা ৷ বড়দিনকে কেন্দ্র করে পর্যটকদের উপচে পড়া ভিড় গরুমারা জাতীয় উদ্যানে ৷

স্বাভাবিকভাবেই বছর শেষের আগে পর্যটকদের এই ভিড়ে খুশির হাওয়া ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ৷ আর নতুন বছর যত এগিয়ে আসবে এই ভিড় আরও বাড়বে বলে আশায় ডুয়ার্সে পর্যটন ব্যবসায়ীরা ৷

Tourists Flock to Dooars
গরুমারা জাতীয় উদ্যানে যাত্রাপ্রসাদ ওয়াচ-টাওয়ারে পর্যটকরা ৷ (নিজস্ব চিত্র)

চলতি বছর পুজোর সময় পর্যটকদের তেমন দেখা না-মিললেও, ডিসেম্বরের শেষে পর্যটকের ঢল নামায় আশার আলো দেখছে পর্যটনমহল ৷ গোটা বছর ধরে বিক্ষিপ্তভাবে কখনও কম, আবার কখনও বেশি পর্যটকের আনাগোনা ছিল ডুয়ার্সের প্রাণকেন্দ্র লাটাগুড়িতে ৷ কিন্তু, বড়দিনের আগেই ডুয়ার্সের লাটাগুড়িতে উপচে পড়েছে পর্যটকদের ভিড় ৷ লাটাগুড়ির জঙ্গল ও গরুমারা জাতীয় উদ্যানের নিজর মিনারের জঙ্গল সাফারিতে বাড়ছে পর্যটকদের আনাগোনা ৷

লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব জানান, "বড়দিন এবং নতুন বছরের আগেই পর্যটকদের বুকিং গত বছরের তুলনায় এবার বেড়েছে ৷ 25 ডিসেম্বর থেকে নতুন বছরের শুরুর দিক পর্যন্ত ডুয়ার্স এলাকায় পর্যটকদের ভিড় বাড়বে ৷ মরশুমের বিশেষ দিনগুলিতে জঙ্গল সাফারি ও গরুমারা সাফারির জন্য আরও অতিরিক্ত টিকিটের দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা ৷"

ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদক বিপ্লব দে জানান, "এবছর পর্যটকদের ভিড় বেশি থাকবে বলে মনে করছি ৷ রিসর্টগুলো ভালোই বুকিং হয়েছে ৷" তবে, বাড়তি টিকিটের ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের ডিএফও বিকাশ ভি জানান, "জঙ্গল সাফারির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টিকিটের বরাদ্দ রয়েছে ৷ তবে, পর্যটকদের রাশ যদি বেশি থাকে, সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷"

এদিকে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতীম সেন বলেন, "পর্যটক ভালোই আসছে গরুমারা জাতীয় উদ্যানে ঘুরতে ৷ গত বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা বাড়বে ৷" উল্লেখ্য, সম্প্রতি দ্বিজপ্রতীম সেন জানিয়েছিলেন, নতুন বছরের শুরু থেকেই গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি 17 কিলোমিটারের বদলে আরও কিছুটা বৃদ্ধি করা হবে ৷ সাফারির সেই পরিধি আরও 4-5 কিলোমিটার বৃদ্ধির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.