ETV Bharat / politics

'ও আমাদের সঙ্গেই আছে', দেবের ইস্তফা দেওয়ার কারণ দর্শিয়ে বললেন ফিরহাদ - Dev

Firhad Hakim on Dev: 3 ফেব্রুয়ারি তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিতেই তৃণমূল সাংসদ দেবের দল ছাড়া নিয়ে জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ এই বিষয়ে বিরোধীদের পালটা দিলেন ফিরহাদ হাকিম ৷ সরকারি পদ থেকে দেবের ইস্তফার নেপথ্যে কোন কারণের কথা বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ৷

ETV Bharat
দেবকে নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 9:54 AM IST

দেবকে নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ রবিবার জলপাইগুড়ির ফালাকাটায় এক কর্মীসভায় যোগ দিতে এসে তিনি বলেন, "দেব আমাদের সঙ্গে ছিল, আছে ও থাকবে ।"

তবে সাংসদের একাধিক পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে ফিরহাদ বলেন,"ও এতগুলো কাজে ব্যক্তিগতভাবে সময় দিতে পারছে না ৷ ও চেয়েছে জেলার বিষয়গুলি দেখভালের দায়িত্ব স্থানীয় কাউকে দেওয়া হোক ৷ তাই ইস্তফা দিয়েছে ৷ এর মানে এই নয় যে, ও তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে ৷ দেব মমতাদি'র খুব প্রিয় ৷ আমাদের দলের সবার সঙ্গেই ওর খুব ভালো সম্পর্ক ৷ সুতরাং, দল ছাড়ার প্রশ্ন আসেই না ৷"

এদিকে দেবের একাধিক পদে ইস্তফা দেওয়ার পরই আসরে নামে বিজেপি ৷ দেবকে নিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, "হেরে যাবে জেনেই আগেভাগে ইস্তফা দিয়ে দিয়েছে ৷" আর এই বিষয়ে সুকান্তের পালটা ফিরহাদ বলেন, "দেবকে যদি না দাঁড় করানো যায়, তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন? সুকান্তবাবুর নিজের জায়গা তো ফাঁকা হয়ে গিয়েছে ৷ বালুরঘাটে অন্তত 2 লক্ষ ভোটে হারবে ৷"

লোকসভা ভোটের মুখে 3 ফেব্রুয়ারি তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেন অভিনেতা সাংসদ দেব ৷ এতেই প্রশ্ন উঠতে শুরু করে দেবের দল ছাড়া নিয়ে ৷ তাতেই বিজেপিকে পালটা দেন ফিরহাদ হাকিম ৷ তবে দলীয় নেতৃত্ব মুখ খুললেও সাংসদ নিজে এই বিষয়ে এখনও কিছু জানাননি ৷

পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষ্ণের তুলনা প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষও করেন ফিরহাদ হাকিম ৷ এই বিষয়ে তাঁর বক্তব্য, আমাদের সঙ্গে যারা আছে তারা স্বর্গে আছে ৷ আর যারা বিজেপির সঙ্গে আছে তারা নরকে আছে ।"

আরও পড়ুন :

  1. লোকসভার মুখে ইস্তফা দেবের ! তিনটে পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা-সাংসদ
  2. সুপ্রিমোর গলায় দেবের ভৃয়সী প্রশংসা, ঘাটালে তৃণমূলের প্রার্থী সম্ভবত অভিনেতাই!
  3. ইন্ডাস্ট্রিতে 18 বছর পূর্ণ, টলিউডে সাবালক হয়ে দর্শকদের বিশেষ উপহার দেবের

দেবকে নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ রবিবার জলপাইগুড়ির ফালাকাটায় এক কর্মীসভায় যোগ দিতে এসে তিনি বলেন, "দেব আমাদের সঙ্গে ছিল, আছে ও থাকবে ।"

তবে সাংসদের একাধিক পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে ফিরহাদ বলেন,"ও এতগুলো কাজে ব্যক্তিগতভাবে সময় দিতে পারছে না ৷ ও চেয়েছে জেলার বিষয়গুলি দেখভালের দায়িত্ব স্থানীয় কাউকে দেওয়া হোক ৷ তাই ইস্তফা দিয়েছে ৷ এর মানে এই নয় যে, ও তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে ৷ দেব মমতাদি'র খুব প্রিয় ৷ আমাদের দলের সবার সঙ্গেই ওর খুব ভালো সম্পর্ক ৷ সুতরাং, দল ছাড়ার প্রশ্ন আসেই না ৷"

এদিকে দেবের একাধিক পদে ইস্তফা দেওয়ার পরই আসরে নামে বিজেপি ৷ দেবকে নিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, "হেরে যাবে জেনেই আগেভাগে ইস্তফা দিয়ে দিয়েছে ৷" আর এই বিষয়ে সুকান্তের পালটা ফিরহাদ বলেন, "দেবকে যদি না দাঁড় করানো যায়, তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন? সুকান্তবাবুর নিজের জায়গা তো ফাঁকা হয়ে গিয়েছে ৷ বালুরঘাটে অন্তত 2 লক্ষ ভোটে হারবে ৷"

লোকসভা ভোটের মুখে 3 ফেব্রুয়ারি তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেন অভিনেতা সাংসদ দেব ৷ এতেই প্রশ্ন উঠতে শুরু করে দেবের দল ছাড়া নিয়ে ৷ তাতেই বিজেপিকে পালটা দেন ফিরহাদ হাকিম ৷ তবে দলীয় নেতৃত্ব মুখ খুললেও সাংসদ নিজে এই বিষয়ে এখনও কিছু জানাননি ৷

পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষ্ণের তুলনা প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষও করেন ফিরহাদ হাকিম ৷ এই বিষয়ে তাঁর বক্তব্য, আমাদের সঙ্গে যারা আছে তারা স্বর্গে আছে ৷ আর যারা বিজেপির সঙ্গে আছে তারা নরকে আছে ।"

আরও পড়ুন :

  1. লোকসভার মুখে ইস্তফা দেবের ! তিনটে পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা-সাংসদ
  2. সুপ্রিমোর গলায় দেবের ভৃয়সী প্রশংসা, ঘাটালে তৃণমূলের প্রার্থী সম্ভবত অভিনেতাই!
  3. ইন্ডাস্ট্রিতে 18 বছর পূর্ণ, টলিউডে সাবালক হয়ে দর্শকদের বিশেষ উপহার দেবের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.