বারাসত, 5 এপ্রিল: এবার মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিপাকে বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের বারাসত থানায়। সূত্রের খবর, শুভ্রশঙ্খ সরকার নামে তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ৷ তার ভিত্তিতে স্বপন মজুমদারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 500, 504 এবং 509 ধারার মামলা রুজু হয়েছে । এর ফলে মনে করা হচ্ছে ভোটের আগে বিড়ম্বনা আরও বাড়ল বিজেপির বিধায়ক-প্রার্থী স্বপন মজুমদারের ।
জানা গিয়েছে, দু'দিন আগে নির্বাচনী জনসংযোগে যোগ দিতে বারাসতের কাজীপাড়ার শংকর মঠে এসেছিলেন স্বপন। সেখানে মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের করা কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে দলীয় নেতার পাশেই দাঁড়ান ৷ তিনি বলেন,"এমনই মুখ্যমন্ত্রী আমাদের যিনি হাজার হাজার মহিলা ধর্ষিতা হওয়ার পরও নির্যাতিতাদের রেট বেঁধে দিচ্ছেন । দিলীপ ঘোষ যেটা বলেছেন সেটা কম বলেছেন । আরও বেশি মহিলাদের রাস্তায় নেমে এসে আরও অনেক কিছু করার দরকার । আমি আর বলছি না।"
এই প্রসঙ্গে বলতে গিয়ে সন্দেশখালির প্রসঙ্গও টেনে আনেন বিজেপি প্রার্থী । তাঁর কথায়,"আরও একটা সন্দেশখালি দেখতে চাই নাকি আমরা ? মহিলা হয়েও উনি বলছেন এটা ছোট ঘটনা । এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা ? মহিলাদের আমরা সম্মান করি ৷ তার মানে এই না যে ডাইনিকেও সম্মান করব । যে রক্ত খেকো মহিলা ক্ষমতার লোভে, গদির লোভে পাঁচ বছরে বিজেপির ২০০ জনের বেশি কার্যকর্তাকে খুন করেছেন সেরকম মহিলাকে চাই আমরা ?"
বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের এই কুরুচিকর মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে । বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল । এই নিয়ে দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে তীব্র প্রতিবাদ জানানো হয় । শুধু তাই নয়, স্বপনের অপমানজনক মন্তব্য সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে । এই আশঙ্কায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় বারাসত থানায় । একাধিক ধারায় রুজু হয়েছে মামলাও । তার ফলে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে । যদিও এতে মচকাচ্ছেন না বিজেপি স্বপন।
বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে উল্টে তিনি হুঁশিয়ারির সুরে বলেন,"যে যেমন তাঁর সঙ্গে সেরকম না করলে শুধরাবেন না ! এর আগে উনি(মুখ্যমন্ত্রী) প্রধানমন্ত্রী-সহ আমাদের দলের সভাপতি জেপি নাড্ডা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তখন সেটা অপমানজনক মনে হয়নি ?"
এদিকে, বিষয়টি যে তৃণমূল কংগ্রেস ভালোভাবে নেয়নি তা কিন্তু স্পষ্ট হয়েছে স্বপন মজুমদারের প্রতিপক্ষ শাসক প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের কথাতেই । তিনি বলেন, " দলের লোকেরাই ওকে ইন্টারন্যাশনাল মাফিয়া বলছে । শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাল করেছে বলে অভিযোগ তুলছে । সেই দলের লোকের মুখ থেকে আমরা এই ধরনের নিম্নমানের কথা শুনব, এটাই স্বাভাবিক । অবাক হওয়ার কিছু নেই । এর জবাব মানুষই দেবে ভোট-বাক্সে ।"
আরও পড়ুন :