ETV Bharat / politics

'অব কি বার 400 পার হয়েছে, তবে অন্য দেশে', ব্রিটেনের নির্বাচনী ফলাফলে মোদি সরকারকে কটাক্ষ থারুরের - Shashi Tharoor - SHASHI THAROOR

Shashi Tharoor on UK Poll Result: ব্রিটেনের নির্বাচনে 410 আসন পেয়ে ক্ষমতা দখল করেছে লেবার পার্টি ৷ হেরে গিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা তথা ব্রিটেনের প্রধান ভারতীয় বংশোদ্ভুত প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ এবার সেই নির্বাচনী ফলাফলের প্রসঙ্গ টেনে মোদি সরকারকে কটাক্ষ শীতর্ষ কংগ্রেস নেতার ৷

Shashi Tharoor on UK Poll Result
শশী থারুর (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 12:48 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই: ‘‘অব কী বার 400 পার’’ হয়েছে ঠিকই, কিন্তু অন্য দেশে ৷ ব্রিটেনের নির্বাচনের ফলপ্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারকে কটাক্ষ করে এমনই মন্তব্য বর্ষীয়াণ কংগ্রেস নেতা শশী থারুরের ৷

2024 লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে ‘ইস বার 400 পার’ স্লোগানে ঝড় তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দলের নেতার সুরে সুর মিলিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তোলেন বিজেপির বাকি নেতারাও ৷ তাঁদের দাবি ছিল লোকসভার 543টি আসনের মধ্যে একাই 370-এরও বেশি আসন পাবে বিজেপি ৷ সেইসঙ্গে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্য়ালায়েন্স (এনডিএ) ঝুলিতে আসবে 400-এরও বেশি আসন ৷ যদিও গেরুয়া শিবিরের সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দেয় বিরোধীদের ইন্ডিয়া জোট ৷

ঘটনাচক্রে নির্বাচন ফল প্রকাশের দেখা যায়, মাত্র 240টি আসন পেয়েছে বিজেপি শিবির ৷ অর্থাৎ এককভাবে লোকসভার 272 আসনের 'ম্যাজিক ফিগার'এর গণ্ডিও পেরোতে পারেনি তারা ৷ তবে এনডিএ জোটের প্রাপ্ত আসন সংখ্যা 293টি ৷ অবশেষে শরিকি দলগুলি সঙ্গে নিয়ে দেশে তৃতীয়বার সরকার গঠন করে বিজেপি ৷

ঋষি সুনকের হারের পর সদ্য সমাপ্ত লোকসভার নির্বাচনের প্রসঙ্গ টেনে মোদি সরকারকে কটাক্ষ করেন কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর ৷ এক্স হ্য়ান্ডেলে কটাক্ষের ভঙ্গিমায় লেখেন, "অবশেষে 400 পার হয়েছে ৷ তবে এদেশে নয়, অন্যদেশে ৷"

শুধু থারুর নন ৷ ব্রিটেনের নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এনেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ মোদিকে কটাক্ষ করে তিনি জানান, দলের সাংসদরা তাঁকে নির্বাচিত করেননি ৷ বরং জোটের নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী ৷ অবশ্য জোট সরকারের কোনও হিসেব নেই ব্রিটেনে ৷ কনজারভেটিভ পার্টির প্রতিনিধি হিসেবে লেবার পার্টির নেতা তথা প্রধান প্রতিদ্বন্দ্বী কিয়ের স্টারমারের বিরুদ্ধে লড়াই করেছেন ঋষি সুনক ৷ কিন্তু শত চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি তিনি ৷

শুক্রবার কিয়ের স্টারমারের কাছে হেরে গিয়েছেন ব্রিটেনের প্রধান ভারতীয় বংশোদ্ভুত প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ বিগত 14 বছর ব্রিটেনের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে হারিয়ে দিয়েছে লেবার পার্টি ৷ ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউস অফ কমন্স'-এর মোট আসন সংখ্যা 650টির মধ্য়ে 400-এরও বেশি আসনে জয়ী হয়েছে তারা ৷ লেবার পার্টি পেয়েছে 412টি আসন ৷ কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র 121টি আসন ৷

নয়াদিল্লি, 6 জুলাই: ‘‘অব কী বার 400 পার’’ হয়েছে ঠিকই, কিন্তু অন্য দেশে ৷ ব্রিটেনের নির্বাচনের ফলপ্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারকে কটাক্ষ করে এমনই মন্তব্য বর্ষীয়াণ কংগ্রেস নেতা শশী থারুরের ৷

2024 লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে ‘ইস বার 400 পার’ স্লোগানে ঝড় তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দলের নেতার সুরে সুর মিলিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তোলেন বিজেপির বাকি নেতারাও ৷ তাঁদের দাবি ছিল লোকসভার 543টি আসনের মধ্যে একাই 370-এরও বেশি আসন পাবে বিজেপি ৷ সেইসঙ্গে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্য়ালায়েন্স (এনডিএ) ঝুলিতে আসবে 400-এরও বেশি আসন ৷ যদিও গেরুয়া শিবিরের সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দেয় বিরোধীদের ইন্ডিয়া জোট ৷

ঘটনাচক্রে নির্বাচন ফল প্রকাশের দেখা যায়, মাত্র 240টি আসন পেয়েছে বিজেপি শিবির ৷ অর্থাৎ এককভাবে লোকসভার 272 আসনের 'ম্যাজিক ফিগার'এর গণ্ডিও পেরোতে পারেনি তারা ৷ তবে এনডিএ জোটের প্রাপ্ত আসন সংখ্যা 293টি ৷ অবশেষে শরিকি দলগুলি সঙ্গে নিয়ে দেশে তৃতীয়বার সরকার গঠন করে বিজেপি ৷

ঋষি সুনকের হারের পর সদ্য সমাপ্ত লোকসভার নির্বাচনের প্রসঙ্গ টেনে মোদি সরকারকে কটাক্ষ করেন কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর ৷ এক্স হ্য়ান্ডেলে কটাক্ষের ভঙ্গিমায় লেখেন, "অবশেষে 400 পার হয়েছে ৷ তবে এদেশে নয়, অন্যদেশে ৷"

শুধু থারুর নন ৷ ব্রিটেনের নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এনেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ মোদিকে কটাক্ষ করে তিনি জানান, দলের সাংসদরা তাঁকে নির্বাচিত করেননি ৷ বরং জোটের নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী ৷ অবশ্য জোট সরকারের কোনও হিসেব নেই ব্রিটেনে ৷ কনজারভেটিভ পার্টির প্রতিনিধি হিসেবে লেবার পার্টির নেতা তথা প্রধান প্রতিদ্বন্দ্বী কিয়ের স্টারমারের বিরুদ্ধে লড়াই করেছেন ঋষি সুনক ৷ কিন্তু শত চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি তিনি ৷

শুক্রবার কিয়ের স্টারমারের কাছে হেরে গিয়েছেন ব্রিটেনের প্রধান ভারতীয় বংশোদ্ভুত প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ বিগত 14 বছর ব্রিটেনের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে হারিয়ে দিয়েছে লেবার পার্টি ৷ ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউস অফ কমন্স'-এর মোট আসন সংখ্যা 650টির মধ্য়ে 400-এরও বেশি আসনে জয়ী হয়েছে তারা ৷ লেবার পার্টি পেয়েছে 412টি আসন ৷ কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র 121টি আসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.