নয়াদিল্লি, 2 এপ্রিল: ঘুষের বিনিময়ে প্রশ্ন কেলেঙ্কারির মামলায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে আর্থিক তছরুপের ঘটনায় পৃথক মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কৃষ্ণনগরের তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী দর্শন হিরানন্দানি দু'জনের বিরুদ্ধেই পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে খবর ৷
মঙ্গলবার ইডি সূত্রে খবর, এজেন্সি সিবিআইয়ের অভিযোগকে গুরুত্ব দিয়ে দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ দু-তিন দিন আগে ইডি'র তরফে পৃথক মামলা দায়ের করা হয়েছিল। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা)-এর দেওয়ানী ধারাগুলির অধীনে তারা তদন্ত করছে ইডি ৷ এক্ষেত্রে মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী হিরানন্দানিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ৷ তাঁরা দু'জনেই ব্যস্ততার কথা বলে এখনও পর্যন্ত সেই তলব এড়িয়ে গিয়েছেন ৷
কৃষ্ণনগর আসনের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরে সিবিআই গত মাসে তল্লাশি চালিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁকে ফের মনোনয়ন দিয়েছে। সিবিআই লোকপালের নির্দেশে তাঁর এবং হিরানন্দানির বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে যা সংস্থাকে ছয় মাসের মধ্যে তার রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে, সিবিআই আধিকারিকরা জানিয়েছেন। লোকসভা গত ডিসেম্বরে মহুয়া মৈত্রকে "অনৈতিক আচরণের" জন্য বহিষ্কার করেছিল। তাঁর বহিষ্কারকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জও করেছেন এই সাংসদ।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি লোকসভা সদস্য নিশিকান্ত দুবের করা অভিযোগের প্রাথমিক তদন্তের ফলাফল পাওয়ার পরে লোকপাল সিবিআইকে নির্দেশ জারি করেছে। তিনি অভিযোগ করেছেন যে মহুয়া হিরানন্দানির কাছ থেকে নগদ অর্থ এবং উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন। শিল্পপতি গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করাই ছিল মূল লক্ষ্য।
(পিটিআই)
আরও পড়ুন
'আমিই জিতব, আর সেটাই হবে মোক্ষম জবাব'
রাজা কৃষ্ণচন্দ্রের বংশ নিয়ে অবমাননাকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি