নয়াদিল্লি, 27 মার্চ: কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ করল নির্বাচন কমিশন ৷ তাঁর বিরুদ্ধে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানায় বিজেপি ৷ তার প্রেক্ষিতেই এই শোকজ করা হয়েছে বলে এক বিবৃতি জানিয়েছে নির্বাচন কমিশন ৷
ওই বিবৃতিতে বলা হয়েছে, "কমিশন 26 মার্চ, 2024 তারিখে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে একটি অভিযোগ পেয়েছে ৷ সেখানে অভিযোগ করা হয়েছে যে আপনি 25 মার্চ 2024 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বতন টুইটার)-এ আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নিম্নলিখিত অবমাননাকর মন্তব্য-সহ কঙ্গনা রানাওয়াতের একটি ছবি পোস্ট করেছেন ৷ ... ভালো করে পরীক্ষার পর, মন্তব্যটি 'অমর্যাদাপূর্ণ ও খারাপ' বলে প্রমাণিত হয়েছে এবং 1 মার্চ 2024 তারিখের মডেল কোড অফ কন্ডাক্ট ও কমিশনের পরামর্শের বিধানগুলির প্রাথমিকভাবে লঙ্ঘন করা হয়েছে ।"
সেই কারণেই যে সুপ্রিয়াকে শোকজ করা হয়েছে, সেটা উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে ৷ পাশাপাশি সেখানে জানানো হয়েছে, "কেন আপনার বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে আপনাকে 29 মার্চ, 2024 বিকেল 5টার মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হচ্ছে ৷"
কমিশনের তরফে আরও জানানো হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে কোনও উত্তর না পাওয়া গেলে, এই বিষয়ে আপনার বলার কিছু নেই বলে ধরে নেওয়া হবে ৷ তখন নির্বাচন কমিশন আপনাকে আর কিছু না জানিয়েই ব্যবস্থা গ্রহণ করবে ৷
উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াতকে বিজেপি এবার হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে প্রার্থী করেছে ৷ গত রবিবার সন্ধ্যায় তাঁর নাম ঘোষণা করা হয় ৷ এর পর সুপ্রিয়া শ্রীনাতের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় কঙ্গনা সম্পর্কে অবমাননাকর একটি পোস্ট করা হয় ৷ সেই পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হতেই তিনি পোস্টটি সরিয়ে দেন ৷ একই সঙ্গে তিনি দাবি করেন যে অন্য কেউ ওই পোস্টটি করেছেন ৷
তাঁর বিরুদ্ধে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করে ৷ জাতীয় মহিলা কমিশনও চিঠি পাঠায় কমিশনে ৷ বুধবার তাঁকে শোকজ করা হল ৷ একই সঙ্গে শোকজ করা হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও ৷ তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুন: