ETV Bharat / politics

মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দিলীপ ঘোষকে সতর্ক করল কমিশন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে 'সেনসর' করল জাতীয় নির্বাচন কমিশন ৷ একই সঙ্গে, সতর্ক করা হয়েছে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকেও ৷ সংযত হতে বলেছে কমিশন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 1:04 PM IST

Updated : Apr 1, 2024, 2:02 PM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল: মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে 'সেনসর' করল জাতীয় নির্বাচন কমিশন ৷ একই সঙ্গে, কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকেও সতর্ক করেছে কমিশন ৷

নির্বাচনী আদর্শ আচরণ বিধি (এমসিসি) লঙ্ঘনের অভিযোগে এর আগে দিলীপ ঘোষ এবং সুপ্রিয়া শ্রীনাতের উদ্দেশে নোটিশ জারি করেছিল নির্বাচন কমিশন ৷ সেই জবাব পাওয়ার পরে আদেশে কমিশন জানিয়েছে, কমিশন নিশ্চিত যে দিলীপ ঘোষ অবশ্যই ব্যক্তিগত আক্রমণ করেছেন ৷ একই সঙ্গে তাঁরা আদর্শ আচরণ বিধিও লঙ্ঘন করেছেন।

এর আগে কমিশন সাফ জানিয়ে দিয়েছিল, আদর্শ আচরণ বিধি লাগু থাকাকালীন জনসাধারণের উদ্দেশে বক্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে রাজনৈতিক নেতা-নেত্রীদের ৷ কমিশন সূত্রে খবর, এবার থেকে দিলীপ ঘোষ বা সুপ্রিয়া শ্রীনাতের ক্ষেত্রে তাঁদের নির্বাচন-সংক্রান্ত যোগাযোগ বিশেষভাবে এবং অতিরিক্তভাবে কমিশন পর্যবেক্ষণ করবে।

এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ ৷ একইভাবে, অভিযোগ উঠেছিল, মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে নিয়ে অশালীন পোস্ট করেছিলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে ৷ কমিশন জানিয়েছে, পাবলিক ডোমেনে যোগাযোগ করার সময় সতর্কতা অবলম্বন করার জন্য এবং এমসিসি নির্দেশিকাগুলির লঙঘন বা কোনও অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলগুলিকে সতর্ক করা হয়েছিল আগেই ৷ এমনকী রাজনৈতিক দলগুলির কর্মী-নেতাদের সংবেদনশীল হওয়ার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তিও দিয়েছিল কমিশন ৷ এবার কমিশন জানিয়েছে, দলীয় প্রধানদের উচিত হবে সংবেদনশীল হওয়া ৷ কোনও অসম্মানজনক মন্তব্যের জন্য তাদের নেতাদের আচরণ পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন ৷

এর আগে দিলীপ ঘোষ মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, "বিহার, ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে।" এর পরেই তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ। মমতাকে নিয়ে দিলীপের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তারপরও অবশ্য নিজের অবস্থান থেকে সরে আসেননি দিলীপ ঘোষ ৷ উলটে নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' কটাক্ষ করতে শোনা যায় তাঁকে ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে 'যৌনকর্মী' বলার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে ৷

আরও পড়ুন

  1. 'কেউ আঘাত পেলে দুঃখিত', মমতাকে নিয়ে মন্তব্যে কমিশনকে চিঠি দিলীপের
  2. ফের বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলে সম্বোধন

নয়াদিল্লি, 1 এপ্রিল: মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে 'সেনসর' করল জাতীয় নির্বাচন কমিশন ৷ একই সঙ্গে, কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকেও সতর্ক করেছে কমিশন ৷

নির্বাচনী আদর্শ আচরণ বিধি (এমসিসি) লঙ্ঘনের অভিযোগে এর আগে দিলীপ ঘোষ এবং সুপ্রিয়া শ্রীনাতের উদ্দেশে নোটিশ জারি করেছিল নির্বাচন কমিশন ৷ সেই জবাব পাওয়ার পরে আদেশে কমিশন জানিয়েছে, কমিশন নিশ্চিত যে দিলীপ ঘোষ অবশ্যই ব্যক্তিগত আক্রমণ করেছেন ৷ একই সঙ্গে তাঁরা আদর্শ আচরণ বিধিও লঙ্ঘন করেছেন।

এর আগে কমিশন সাফ জানিয়ে দিয়েছিল, আদর্শ আচরণ বিধি লাগু থাকাকালীন জনসাধারণের উদ্দেশে বক্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে রাজনৈতিক নেতা-নেত্রীদের ৷ কমিশন সূত্রে খবর, এবার থেকে দিলীপ ঘোষ বা সুপ্রিয়া শ্রীনাতের ক্ষেত্রে তাঁদের নির্বাচন-সংক্রান্ত যোগাযোগ বিশেষভাবে এবং অতিরিক্তভাবে কমিশন পর্যবেক্ষণ করবে।

এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ ৷ একইভাবে, অভিযোগ উঠেছিল, মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে নিয়ে অশালীন পোস্ট করেছিলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে ৷ কমিশন জানিয়েছে, পাবলিক ডোমেনে যোগাযোগ করার সময় সতর্কতা অবলম্বন করার জন্য এবং এমসিসি নির্দেশিকাগুলির লঙঘন বা কোনও অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলগুলিকে সতর্ক করা হয়েছিল আগেই ৷ এমনকী রাজনৈতিক দলগুলির কর্মী-নেতাদের সংবেদনশীল হওয়ার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তিও দিয়েছিল কমিশন ৷ এবার কমিশন জানিয়েছে, দলীয় প্রধানদের উচিত হবে সংবেদনশীল হওয়া ৷ কোনও অসম্মানজনক মন্তব্যের জন্য তাদের নেতাদের আচরণ পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন ৷

এর আগে দিলীপ ঘোষ মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, "বিহার, ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে।" এর পরেই তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ। মমতাকে নিয়ে দিলীপের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তারপরও অবশ্য নিজের অবস্থান থেকে সরে আসেননি দিলীপ ঘোষ ৷ উলটে নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' কটাক্ষ করতে শোনা যায় তাঁকে ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে 'যৌনকর্মী' বলার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে ৷

আরও পড়ুন

  1. 'কেউ আঘাত পেলে দুঃখিত', মমতাকে নিয়ে মন্তব্যে কমিশনকে চিঠি দিলীপের
  2. ফের বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলে সম্বোধন
Last Updated : Apr 1, 2024, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.