ETV Bharat / politics

'কেউ আঘাত পেলে দুঃখিত', মমতাকে নিয়ে মন্তব্যে কমিশনকে চিঠি দিলীপের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Dilip Ghosh replies to ECI show-cause: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যে জাতীয় নির্বাচন কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, কেউ আঘাত পেলে তিনি দুঃখিত ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 8:09 PM IST

কলকাতা, 29 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দুঃখপ্রকাশ করলেন দিলীপ ঘোষ ৷ তিনি চিঠিতে লিখেছেন, তাঁর মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত ৷

আপত্তিকর মন্তব্য করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের শোকজের উত্তর দিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী আজ ইমেল পাঠিয়েছেন ৷ আজ বিকেল 5টার মধ্যে তাঁর উত্তর দেওয়ার কথা ছিল । সেইমতো তিনি আজ বিকেলে নিজের উত্তর মেল করে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠিয়ে দেন ।

যখন এই প্রতিবেদনটি লেখা হচ্ছে তখনও সেই চিঠি প্রকাশ্যে আসেনি । তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, দিলীপ ঘোষ চিঠিতে তাঁর করা মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন । তিনি চিঠিতে আরও জানিয়েছেন যে, তাঁর বক্তব্যের মাধ্যমে কারওকে তিনি আঘাত করতে চাননি । 'আউট অফ কনটেক্সট'এ তিনি এই বক্তব্য করেছেন । তাঁর বক্তব্যের জন্য কেউ দুঃখ পেয়ে থাকলে তিনি দুঃখিত ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে ব্যক্তিগত ও কুরুচিকর মন্তব্য করার জেরেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করেছিল জাতীয় নির্বাচন কমিশন । দিলীপ ঘোষের করা মন্তব্য নিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের নির্বাচনী আধিকারিকের কাছে আগেই রিপোর্ট তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় । সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছনোর পরে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল দিল্লির জাতীয় নির্বাচনী আধিকারিকদের দফতরে । আগে জানানো হয়েছিল যে, এই বিষয়ে রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে দিল্লি । আর সেই মতোই বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করা হয় ৷

দুর্গাপুরে প্রচারের প্রথম দিনে তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে পরে অনুতাপ প্রকাশ করেছিলেন বিজেপি প্রার্থী । শুধু তাই নয়, ইতিমধ্যেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করে তাঁকে শোকজ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ
  2. ফের বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলে সম্বোধন
  3. মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য, দিলীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

কলকাতা, 29 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দুঃখপ্রকাশ করলেন দিলীপ ঘোষ ৷ তিনি চিঠিতে লিখেছেন, তাঁর মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত ৷

আপত্তিকর মন্তব্য করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের শোকজের উত্তর দিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী আজ ইমেল পাঠিয়েছেন ৷ আজ বিকেল 5টার মধ্যে তাঁর উত্তর দেওয়ার কথা ছিল । সেইমতো তিনি আজ বিকেলে নিজের উত্তর মেল করে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠিয়ে দেন ।

যখন এই প্রতিবেদনটি লেখা হচ্ছে তখনও সেই চিঠি প্রকাশ্যে আসেনি । তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, দিলীপ ঘোষ চিঠিতে তাঁর করা মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন । তিনি চিঠিতে আরও জানিয়েছেন যে, তাঁর বক্তব্যের মাধ্যমে কারওকে তিনি আঘাত করতে চাননি । 'আউট অফ কনটেক্সট'এ তিনি এই বক্তব্য করেছেন । তাঁর বক্তব্যের জন্য কেউ দুঃখ পেয়ে থাকলে তিনি দুঃখিত ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে ব্যক্তিগত ও কুরুচিকর মন্তব্য করার জেরেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করেছিল জাতীয় নির্বাচন কমিশন । দিলীপ ঘোষের করা মন্তব্য নিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের নির্বাচনী আধিকারিকের কাছে আগেই রিপোর্ট তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় । সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছনোর পরে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল দিল্লির জাতীয় নির্বাচনী আধিকারিকদের দফতরে । আগে জানানো হয়েছিল যে, এই বিষয়ে রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে দিল্লি । আর সেই মতোই বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করা হয় ৷

দুর্গাপুরে প্রচারের প্রথম দিনে তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে পরে অনুতাপ প্রকাশ করেছিলেন বিজেপি প্রার্থী । শুধু তাই নয়, ইতিমধ্যেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করে তাঁকে শোকজ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ
  2. ফের বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলে সম্বোধন
  3. মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য, দিলীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.