ETV Bharat / politics

মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন কিন্তু সন্দেশখালি যাচ্ছেন না: দিলীপ - Mamata Banerjee

Dilip Ghosh slams Mamata Banerjee: মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন, কিন্তু তিনি সন্দেশখালিতে যাচ্ছেন না ৷ বিজেপির ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ভাবেই নিশানা করলেন দিলীপ ঘোষ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 3:39 PM IST

Updated : Feb 28, 2024, 4:40 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: সন্দেশখালি-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে যেতে পারেন, কিন্তু সন্দেশখালির মায়েদের কাছে যেতে পারেন না । তিনি এখন জঙ্গলমহল গিয়েছেন । তাঁর উচিত ছিল সন্দেশখালির মানুষের কাছে যাওয়া ।

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আয়োজিত বিজেপির ধরনা মঞ্চে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের অভিযোগ, শেখ শাহজাহানকে ধরতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী ৷ কারণ শেখ শাহজাহান ধরা পড়লে অনেক কিছু ফাঁস হয়ে যাবে । তাই তাঁকে আগলে রাখা হচ্ছে ৷ দিলীপের কথায়,

"কলকাতা হাইকোর্ট বলার পরও শেখ শাহজাহানকে ধরার ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না পুলিশ । এখন আমরা তো দেখছি, সরকারটা আদালতই চালাচ্ছে । ওরা এমন হয়ে গিয়েছে যে, এখন আদালতের বিরুদ্ধেও আন্দোলন করছে । এই তো বলা হচ্ছে যে, আদালত নাকি শাহজাহানকে ধরতে নিষেধ করেছে । আমরা তো জানি না যে, আদালত এ রকম কোনও নির্দেশ দিয়েছে কি না ।"

এ দিন বসিরহাটের সাংসদ নুসরত জাহানকেও একহাত নেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "একজন সাংসদ হয়ে তিনি জানেন না 144 ধারা কী । বলছেন 174 ধারা । আর উনি তো জানেনই না সন্দেশখালিটা কোথায় ।"

এ দিন গান্ধিমূর্তির পাদদেশে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু'দিনের ধরনা অবস্থান করছে বিজেপি । তাদের দাবি, সন্দেশখালির মানুষকে বিচার দিক সরকার । সেখানকার মা-বোনেরা শেখ শাহজাহান-সহ তৃণমূল বাহিনীর হাতে আক্রান্ত ।

শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে তাঁর দলবলের হাতে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের ৷ সেই থেকেই উত্তপ্ত সন্দেশখালি ৷ গ্রামের পুরুষ ও মহিলারা নিত্যদিন বিক্ষোভ দেখালেও এখনও অধরা শেখ শাহজাহান ৷ আর এই নিয়েই চলছে রাজনৈতিক তরজা ৷

আরও পড়ুন:

  1. মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের ‘সুরক্ষিত হেফাজতে’ রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
  2. অশান্ত সন্দেশখালিতে একশো দিনের বকেয়া টাকা মেটাতে উদ্যোগী রাজ‍্য
  3. সন্দেশখালির মানুষের পাশে গোটা দেশ, রাজ্যে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে: কিরেন রিজিজু

কলকাতা, 28 ফেব্রুয়ারি: সন্দেশখালি-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে যেতে পারেন, কিন্তু সন্দেশখালির মায়েদের কাছে যেতে পারেন না । তিনি এখন জঙ্গলমহল গিয়েছেন । তাঁর উচিত ছিল সন্দেশখালির মানুষের কাছে যাওয়া ।

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আয়োজিত বিজেপির ধরনা মঞ্চে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের অভিযোগ, শেখ শাহজাহানকে ধরতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী ৷ কারণ শেখ শাহজাহান ধরা পড়লে অনেক কিছু ফাঁস হয়ে যাবে । তাই তাঁকে আগলে রাখা হচ্ছে ৷ দিলীপের কথায়,

"কলকাতা হাইকোর্ট বলার পরও শেখ শাহজাহানকে ধরার ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না পুলিশ । এখন আমরা তো দেখছি, সরকারটা আদালতই চালাচ্ছে । ওরা এমন হয়ে গিয়েছে যে, এখন আদালতের বিরুদ্ধেও আন্দোলন করছে । এই তো বলা হচ্ছে যে, আদালত নাকি শাহজাহানকে ধরতে নিষেধ করেছে । আমরা তো জানি না যে, আদালত এ রকম কোনও নির্দেশ দিয়েছে কি না ।"

এ দিন বসিরহাটের সাংসদ নুসরত জাহানকেও একহাত নেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "একজন সাংসদ হয়ে তিনি জানেন না 144 ধারা কী । বলছেন 174 ধারা । আর উনি তো জানেনই না সন্দেশখালিটা কোথায় ।"

এ দিন গান্ধিমূর্তির পাদদেশে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু'দিনের ধরনা অবস্থান করছে বিজেপি । তাদের দাবি, সন্দেশখালির মানুষকে বিচার দিক সরকার । সেখানকার মা-বোনেরা শেখ শাহজাহান-সহ তৃণমূল বাহিনীর হাতে আক্রান্ত ।

শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে তাঁর দলবলের হাতে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের ৷ সেই থেকেই উত্তপ্ত সন্দেশখালি ৷ গ্রামের পুরুষ ও মহিলারা নিত্যদিন বিক্ষোভ দেখালেও এখনও অধরা শেখ শাহজাহান ৷ আর এই নিয়েই চলছে রাজনৈতিক তরজা ৷

আরও পড়ুন:

  1. মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের ‘সুরক্ষিত হেফাজতে’ রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
  2. অশান্ত সন্দেশখালিতে একশো দিনের বকেয়া টাকা মেটাতে উদ্যোগী রাজ‍্য
  3. সন্দেশখালির মানুষের পাশে গোটা দেশ, রাজ্যে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে: কিরেন রিজিজু
Last Updated : Feb 28, 2024, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.