ETV Bharat / politics

পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল, দার্জিলিংয়ে ফের পদ্ম ফোটাতে বদ্ধপরিকর বিজেপি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Darjeeling constituency West Bengal Lok Sabha election 2024 party wise candidates: ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্র ৷ পাহাড়, ঘন জঙ্গল ও সমতল-তিনের মেলবন্ধন এখানে ৷ গত তিনটি লোকসভা নির্বাচনে এই কেন্দ্র বিজেপির দখলে এসেছে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের সেই ফলাফল ফিরে দেখল ইটিভি ভারত ৷

DARJEELING LOK SABHA CONSTITUENCY
দার্জিলিংয়ে ফের পদ্ম ফোটাতে বদ্ধপরিকর বিজেপি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 11:46 AM IST

পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল (ইটিভি ভারত)

দার্জিলিং, 21 এপ্রিল: দার্জিলিং লোকসভা কেন্দ্র ৷ রাজ্যের পাশাপাশি গোটা দেশে এই লোকসভা কেন্দ্রর নাম নির্বাচনের সময় শীর্ষে উঠে আসে। রাজ্য রাজনীতির চর্চিত কেন্দ্র দার্জিলিং ৷ পাহাড়, সমতল, ঘন জঙ্গলে বেষ্টিত এই লোকসভা কেন্দ্রটি বরাবরই পাখির চোখ করে প্রত্যেকটি রাজনৈতিক দল ৷ মহানন্দা, বালাসন, করোতোয়া, তিস্তা, মেচি, চেঙার মতো নদী বয়ে গিয়েছে এই জায়গা দিয়ে ৷ একসময় দার্জিলিং ছিল বামেদের দুর্গম ঘাটি ৷ সমতলের বিধানসভা থেকে পঞ্চায়েত কিংবা শিলিগুড়ি পৌরনিগম প্রত্যেকটি ছিল বাম এবং কংগ্রেসের দখলে ৷ কিন্তু রাজ্যে ও কেন্দ্রে পালাবদলের পর থেকেই এখানকার রাজনৈতিক সমীকরণেও বদল আসতে শুরু করে ৷

একসময় দার্জিলিং তথা পাহাড় ছিল সুভাষ ঘিসিংয়ের জিএনএলএফের দখলে ৷ জিটিএ-তে তখন দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল ৷ পরে তা চলে যায় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার দখলে ৷ কিন্তু, 2017 সালে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলনের পর, এখন পাহাড়ের রাশ তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে ৷ জিটিএ, পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে ক্ষমতায় রয়েছে বিজিপিএম ৷

DARJEELING LOK SABHA CONSTITUENCY
পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল (ইটিভা ভারত)

দার্জিলিং লোকসভার অধীনে রয়েছে, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, ফাঁসিদেওয়া, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও চোপড়া বিধানসভা ৷ পাশাপাশি রয়েছে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন, শিলিগুড়ি পৌরনিগম, মিরিক পৌরসভা, কার্শিয়াং পৌরসভা, দার্জিলিং পৌরসভা ও কালিম্পং পৌরসভা। এছাড়া রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ ৷

দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটার 17 লক্ষ 53 হাজার 699 জন ৷ যার মধ্যে 8 লক্ষ 78 হাজার 148 জন পুরুষ, 8 লক্ষ 75 হাজার 509 জন মহিলা এবং 42 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৷ দার্জিলিং লোকসভায় 2014 ও 2019 সালে পরপর জয় পায় বিজেপি ৷ তার আগে ওই আসনটি ছিল কংগ্রেসের দখলে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 7 লক্ষ 50 হাজার 67টি ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 3 লক্ষ 36 হাজার 624 টি ভোট ৷ বাম ও কংগ্রেস পেয়েছিল 1 লক্ষ 15 হাজার 710 ভোট ৷

2019 সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে চার লক্ষের বেশি ব্যাবধানে বিজেপি প্রার্থী রাজু বিস্তা জয়লাভ করেছিলেন ৷ লোকসভা নির্বাচনে বিজেপির ঝোড়ো ইনিংসের রেশ দেখা গিয়েছিল বিধানভা নির্বাচনেও ৷ সাতটি বিধানসভার মধ্যে কালিম্পং বিধানসভাটিতে জয় লাভ করে বিজিপিএম এবং চোপড়া বিধানসভায় জেতে তৃণমূল কংগ্রেস ৷ বাকি পাঁচটি বিধানসভা ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং ও কার্শিয়াংয়ে জয় পায় বিজেপি ৷

Darjeeling constituency
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

বিজেপি রাজু বিস্তাকে ফের দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে ৷ তাঁর বিরুদ্ধে সম্প্রতি কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা জলপ্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন ৷ এমনকি পাহাড় ও চা বাগানের উন্নয়নের ক্ষেত্রেও রাজু বিস্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সেখানে ৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেস দার্জিলিং লোকসভায় প্রার্থী করেছে গোপাল লামাকে ৷ ভূমিপুত্র তথা রাজ্যের প্রাক্তন আমলাকে অনিত থাপার বিজিপিএমের সঙ্গে জোটে প্রার্থী করেছে শাসকদল ৷

লোকসভা নির্বাচন নিয়ে দার্জিলি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "আমাদের উন্নয়নই আমাদের হাতিয়ার ৷ মহকুমা পরিষদ ও পৌরনিগম নির্বাচনে আমরা জয় পেয়েছি ৷ এবার লোকসভা নির্বাচনেও আমাদের জয় নিশ্চিত ৷" কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার বলেন, "বিজেপি খালি 15 বছর জুমলা করেছে ৷ কোন উন্নয়ন করেনি। প্রতিশ্রুতি পূরণ করেনি ৷ এবার মানুষ বিকল্প চাইছে ৷ কংগ্রেসই মানুষের প্রত্যাশাপূরণ করবে ৷" অন্যদিকে, বিজেপির সম্পাদক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "আমরা জিতেই রয়েছি ৷ বিজেপি পাহাড় থেকে সমতল উন্নয়ন করেছে ৷ বাকিরা দ্বিতীয় বা তৃতীয় হওয়ার জন্য লড়ছে ৷"

আরও পড়ুন:

  1. টিগ্গাকে টক্কর দিয়ে কি আলিপুরদুয়ারে ঘাসফুলের প্রকাশ ঘটাতে পারবেন বরাইক ?
  2. জলপাইগুড়িতে কি আবার ফুটবে পদ্ম, নাকি ফিরবে ঘাসফুলের আধিপত্য !
  3. পাঁচ বছরে যাদবপুরের মানুষের প্রত্যাশা কি পূরণ করতে পেরেছেন মিমি চক্রবর্তী ?

পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল (ইটিভি ভারত)

দার্জিলিং, 21 এপ্রিল: দার্জিলিং লোকসভা কেন্দ্র ৷ রাজ্যের পাশাপাশি গোটা দেশে এই লোকসভা কেন্দ্রর নাম নির্বাচনের সময় শীর্ষে উঠে আসে। রাজ্য রাজনীতির চর্চিত কেন্দ্র দার্জিলিং ৷ পাহাড়, সমতল, ঘন জঙ্গলে বেষ্টিত এই লোকসভা কেন্দ্রটি বরাবরই পাখির চোখ করে প্রত্যেকটি রাজনৈতিক দল ৷ মহানন্দা, বালাসন, করোতোয়া, তিস্তা, মেচি, চেঙার মতো নদী বয়ে গিয়েছে এই জায়গা দিয়ে ৷ একসময় দার্জিলিং ছিল বামেদের দুর্গম ঘাটি ৷ সমতলের বিধানসভা থেকে পঞ্চায়েত কিংবা শিলিগুড়ি পৌরনিগম প্রত্যেকটি ছিল বাম এবং কংগ্রেসের দখলে ৷ কিন্তু রাজ্যে ও কেন্দ্রে পালাবদলের পর থেকেই এখানকার রাজনৈতিক সমীকরণেও বদল আসতে শুরু করে ৷

একসময় দার্জিলিং তথা পাহাড় ছিল সুভাষ ঘিসিংয়ের জিএনএলএফের দখলে ৷ জিটিএ-তে তখন দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল ৷ পরে তা চলে যায় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার দখলে ৷ কিন্তু, 2017 সালে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলনের পর, এখন পাহাড়ের রাশ তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে ৷ জিটিএ, পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে ক্ষমতায় রয়েছে বিজিপিএম ৷

DARJEELING LOK SABHA CONSTITUENCY
পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল (ইটিভা ভারত)

দার্জিলিং লোকসভার অধীনে রয়েছে, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, ফাঁসিদেওয়া, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও চোপড়া বিধানসভা ৷ পাশাপাশি রয়েছে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন, শিলিগুড়ি পৌরনিগম, মিরিক পৌরসভা, কার্শিয়াং পৌরসভা, দার্জিলিং পৌরসভা ও কালিম্পং পৌরসভা। এছাড়া রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ ৷

দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটার 17 লক্ষ 53 হাজার 699 জন ৷ যার মধ্যে 8 লক্ষ 78 হাজার 148 জন পুরুষ, 8 লক্ষ 75 হাজার 509 জন মহিলা এবং 42 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৷ দার্জিলিং লোকসভায় 2014 ও 2019 সালে পরপর জয় পায় বিজেপি ৷ তার আগে ওই আসনটি ছিল কংগ্রেসের দখলে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 7 লক্ষ 50 হাজার 67টি ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 3 লক্ষ 36 হাজার 624 টি ভোট ৷ বাম ও কংগ্রেস পেয়েছিল 1 লক্ষ 15 হাজার 710 ভোট ৷

2019 সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে চার লক্ষের বেশি ব্যাবধানে বিজেপি প্রার্থী রাজু বিস্তা জয়লাভ করেছিলেন ৷ লোকসভা নির্বাচনে বিজেপির ঝোড়ো ইনিংসের রেশ দেখা গিয়েছিল বিধানভা নির্বাচনেও ৷ সাতটি বিধানসভার মধ্যে কালিম্পং বিধানসভাটিতে জয় লাভ করে বিজিপিএম এবং চোপড়া বিধানসভায় জেতে তৃণমূল কংগ্রেস ৷ বাকি পাঁচটি বিধানসভা ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং ও কার্শিয়াংয়ে জয় পায় বিজেপি ৷

Darjeeling constituency
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

বিজেপি রাজু বিস্তাকে ফের দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে ৷ তাঁর বিরুদ্ধে সম্প্রতি কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা জলপ্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন ৷ এমনকি পাহাড় ও চা বাগানের উন্নয়নের ক্ষেত্রেও রাজু বিস্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সেখানে ৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেস দার্জিলিং লোকসভায় প্রার্থী করেছে গোপাল লামাকে ৷ ভূমিপুত্র তথা রাজ্যের প্রাক্তন আমলাকে অনিত থাপার বিজিপিএমের সঙ্গে জোটে প্রার্থী করেছে শাসকদল ৷

লোকসভা নির্বাচন নিয়ে দার্জিলি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "আমাদের উন্নয়নই আমাদের হাতিয়ার ৷ মহকুমা পরিষদ ও পৌরনিগম নির্বাচনে আমরা জয় পেয়েছি ৷ এবার লোকসভা নির্বাচনেও আমাদের জয় নিশ্চিত ৷" কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার বলেন, "বিজেপি খালি 15 বছর জুমলা করেছে ৷ কোন উন্নয়ন করেনি। প্রতিশ্রুতি পূরণ করেনি ৷ এবার মানুষ বিকল্প চাইছে ৷ কংগ্রেসই মানুষের প্রত্যাশাপূরণ করবে ৷" অন্যদিকে, বিজেপির সম্পাদক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "আমরা জিতেই রয়েছি ৷ বিজেপি পাহাড় থেকে সমতল উন্নয়ন করেছে ৷ বাকিরা দ্বিতীয় বা তৃতীয় হওয়ার জন্য লড়ছে ৷"

আরও পড়ুন:

  1. টিগ্গাকে টক্কর দিয়ে কি আলিপুরদুয়ারে ঘাসফুলের প্রকাশ ঘটাতে পারবেন বরাইক ?
  2. জলপাইগুড়িতে কি আবার ফুটবে পদ্ম, নাকি ফিরবে ঘাসফুলের আধিপত্য !
  3. পাঁচ বছরে যাদবপুরের মানুষের প্রত্যাশা কি পূরণ করতে পেরেছেন মিমি চক্রবর্তী ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.