কলকাতা, 3 এপ্রিল: নির্বাচনী বিধিভঙ্গ করে সাধারণ ভোটারদের টাকার লোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার বঙ্গ সিপিএমের তরফে এমনটাই অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে । সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য শমীক লাহিড়ী নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে এই অভিযোগ তুলেছেন । শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, নির্বাচন কমিশনের পদস্থ কর্তাদের বিরুদ্ধেও আঙুল তুলেছেন শমীক। কারণ, নির্বাচন কমিশনের অনুমতির ভিত্তিতেই বিজ্ঞাপনের মাধ্যমে টাকার প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ ।
তিনি আরও জানিয়েছেন যে, বিজ্ঞাপনে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 6 মাসের মধ্যে রাজ্যের সমস্ত সুবিধাভোগীদের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা 31 ডিসেম্বরের আগে দিয়ে দেবেন । সরকারি কোষাগারের সুবিধা ব্যবহার করে ভোটারদের মধ্যে কত টাকা বিতরণ করা হবে তা স্পষ্টভাবে এই বিজ্ঞাপনে নির্দেশ করা হয়েছে । কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি ভোটারকে কোনও প্রলোভন, আর্থিক বা অন্য কোনও প্রস্তাব দিতে পারে না ।
এরপরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে শমীক লেখেন, "আপনার ভালো অফিসের অধীনে 'মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি' দ্বারা এই ধরনের বিজ্ঞাপন কীভাবে প্রত্যয়িত হয় ? আমরা আপনাকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি ।" এই অভিযোগপত্রের সঙ্গে অডিয়ো বিজ্ঞাপনটিও কমিশনে পাঠিয়েছে সিপিএম ।
আরও পড়ুন :