কলকাতা, 27 মার্চ: বাম-কংগ্রেস জোট নিয়ে জট যেন মিটতেই চায় না । কখনও নেতৃত্বের বোঝাপড়ার সমস্যা, কখনও আবার প্রার্থী নিয়ে ক্ষোভ নিচুতলায় । যেমন - কলকাতা উত্তর৷ ওই লোকসভা কেন্দ্রে এবার সিপিএম প্রার্থী দেয়নি । এখানে জোট প্রার্থী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য । সংগঠন বা ভোট ব্যাংক কোনোটাই না থাকা সত্ত্বেও জোট স্বার্থে সিপিএম নেতৃত্ব এই আসনে কংগ্রেসকে সমর্থন করেছে । আর সংগঠন ও ভোট থাকার পরেও কেন দলের প্রার্থী নয়, এই নিয়ে লোকসভা জুড়ে সিপিএমের নিচুতলার কর্মীদের একাংশ মধ্যে প্রকাশ পাচ্ছে চাপা ক্ষোভ ।
দক্ষিণে কাউন্সিলর ভোটের মতো এক্কেবারে পাড়ায় পাড়ায় কর্মীরা সিপিএম প্রার্থী নিয়ে চষে ফেলছেন । আর উত্তরে দীর্ঘদিন অপেক্ষার পর মিলেছে কংগ্রেস প্রার্থী । সোশাল মিডিয়া থেকে টুকটাক কয়েকটি এলাকায় দুয়েকটা দেওয়াল প্রদীপ ভট্টাচার্যর নামে লেখা শুরু করা হয়েছে সিপিএমের তরফে । তবে কংগ্রেসের এখনও দেখা মিলছে না । সবে গতকাল বৈঠক হয়েছে । প্রার্থী পথে-প্রচারে নামতে আগামী মাসের শুরু । পুরোটাই ভরসা সিপিএমের উপর ।
বৌবাজার এলাকার সিপিএমের এক স্থানীয় নেতার কথায়, ‘‘কবে বিরিয়ানি খেয়েছিল এখনও হাতে গন্ধ শুকলে হবে কী করে ? এক সময় কংগ্রেসের গড় ছিল, এটা ঠিক ৷ কিন্তু পরবর্তী সময়ে একাধিক নির্বাচনের ফলাফল তো স্পষ্ট করেছে কংগ্রেসের ভোট আর সেই অর্থে নেই । কংগ্রেসের সংগঠনই বা কোথায় ? এর পরেও আমাদের মুখ বুজে প্রদীপবাবুর জন্য রাস্তায় নামতে হবে । দেওয়াল লিখিয়েছি ৷ দল যেমন বলবে করব । কিন্তু আমদের কর্মীদের কতটা চাঙ্গাভাবে কাজ করাতে পারব বলতে পারছি না ।’’
মানিকতলা বিধানসভা এলাকার সিপিএমের এক বুথকর্মীর কথায়, ‘‘তৃণমূলের বিরুদ্ধে ভোট লড়তে বুথে বসি ৷ দলের জন্য মার খেয়েছি । এখনও দল করি । আমাদের দলে নিচুতলার কর্মীদের কথা মতামত নেওয়া ও বিবেচনা করাটাই রীতি ছিল । তবে এবার তো জোটের স্বার্থে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হল । দলের জন্য তৃণমূলের হতে মার খেয়েও হুমকি সহ্য করেও লড়াই করি । সেটা অন্যের জন্য করব না । আমরা অনেকেই এই ভোটে বুথে বসব না ।’’
কাশীপুর-বেলগাছিয়া অঞ্চলের এক সিপিএম কর্মী বলছেন, ‘‘দেখুন কংগ্রেসের ভোট প্রায় নেই । লোকবল নেই । তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রচার থেকে শুরু করে ভোটের দিন বুথ আগলে রাখতে হবে আমাদের । তার পরেও এই আসন কংগ্রেসকে দেওয়া হল বৃহত্তর স্বার্থে । আমাদের উত্তর থেকে দক্ষিণে ভোট ও সংগঠন ভালো । সেখানে কংগ্রেস প্রার্থী দেবে বলেছিল, আমরা না করেছি । ওরা দেয়নি । এমন বেশ কয়েকটি জায়গায় আলোচনা করে করতে হয়েছে । তাই ইচ্ছে না থাকলেও উপায় নেই । তবে সিপিএম ভোটাররা তারা কতটা হাতে ভরসা রাখবে, সেটাও আমাদের কাছে আশঙ্কার বিষয় । তবে লড়াইয়ের স্বার্থে পুরনো ভোটারদের পরিচিত ভোটারদের বোঝাবো তৃণমূল ও বিজেপিকে রুখতে বাম কংগ্রেস জোট প্রার্থীকে ভোট দিতে ।’’
এই নিয়ে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, ‘‘এই সময় জোট প্রক্রিয়া চলছে । তাই এই বিষয় নিয়ে এখন কোনও মন্তব্য করতে চাইছি না ।’’ অন্যদিকে উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত সিপিএম নেতা তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা আঞ্চলিক নয়, সারা দেশজুড়ে কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া ৷ আমাদের মূল লক্ষ্য সারা দেশে বিজেপিকে পরাস্ত করা এবং রাজ্য়ে তৃণমূল-বিজেপি উভয়কে পরাস্ত করা ৷ সর্বোচ্চ বোঝাপড়া থেকেই উত্তর কলকাতায় বামফ্রন্ট আসন দেয়নি৷ সেখানে কংগ্রেস দিয়েছে ৷’’
তিনি আরও বলেন, ‘‘সিপিএমের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকেই সমর্থন করা হয়েছে ৷ সেই অনুসারে দিকে দিকে প্রচার থেকে ভোটের সমস্তরকম কাজকর্ম করা হবে ৷ এখানে সমস্যার কিছু নেই ৷ যদি কোনও অংশে নিচুতলার কর্মীদের মধ্যে এমন ক্ষোভ-বিক্ষোভ থেকে থাকে, তা আমরা কর্মিসভায় আলোচনা করে মিটিয়ে ফেলব ৷’’
আরও পড়ুন: