ETV Bharat / politics

দার্জিলিংয়ে আগের তুলনায় ভালো ফল করবে বাম-কংগ্রেস, আশা অশোকের - Ashok Bhattacharya - ASHOK BHATTACHARYA

Ashok Bhattacharya: দার্জিলিং লোকসভা আসনে এবার কংগ্রেস প্রার্থী মুনিষ তামাং ৷ আগের তুলনায় বাম-কংগ্রেস জোট ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ৷ শুক্রবার ভোট দেওয়ার পর এই কথা বলেন তিনি ৷

Ashok Bhattacharya
Ashok Bhattacharya
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 4:44 PM IST

দার্জিলিংয়ে আগের তুলনায় ভালো ফল করবে বাম-কংগ্রেস, আশা অশোকের

শিলিগুড়ি, 26 এপ্রিল: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে বাংলার তিনটি আসনে ৷ এই তিন আসনের মধ্য়ে অন্যতম দার্জিলিং ৷ ওই কেন্দ্রের ভোটার বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ৷ শুক্রবার ভোটাধিকার প্রয়োগের পর তিনি জানিয়েছেন, যে এবার দার্জিলিংয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর ফলাফল ভালো হবে ৷

শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ তাঁর ভোটদান কেন্দ্র নেতাজিনগর বয়েজ হাইস্কুলের 23/161 নম্বর বুথ ৷ সেখানেই তিনি শুক্রবার সকালে গিয়ে ভোট দেন ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তিনি বলেন, ‘‘দার্জিলিংয়ে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে ৷ গত তিনটি নির্বাচনে বিজেপি এখান থেকে জয়ী হয়েছে ৷ এবার আমরা কংগ্রেসকে সমর্থন করছি৷ যৌথভাবে লড়াই করছি ৷ আমাদের আশা ফলাফল ভালোই হবে ৷’’

রাজ্যে এবার বাম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে৷ সেই সমঝোতা অনুযায়ী, কংগ্রেস দার্জিলিংয়ে লড়াই করছে ৷ কংগ্রেসের প্রার্থী মুনিষ তামাং ৷ কংগ্রেস প্রার্থী হিসেবে মুনিষ তামাংয়ের নাম ঘোষণা করতে অনেকটা দেরি করে দিয়েছিল বলে প্রচার পর্বে বারবার অভিযোগ উঠেছে ৷ এ দিন সেই প্রশ্নের মুখোমুখি হতে উত্তরবঙ্গের এই বামনেতাকে ৷ উত্তরে অশোক ভট্টাচার্য বলেন, ‘‘দিন পনেরো আগে প্রার্থী ঘোষণা হলে আরও ভালো হতো ৷’’

উল্লেখ্য, দার্জিলিংয়ে 2009 সাল থেকে বিজেপি জিতছে ৷ 2009 সালে সেখানে জিতেছিলেন বিজেপির যশবন্ত সিং ৷ 2014 সালে প্রার্থী বদল করে বিজেপি ৷ প্রার্থী হন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ তিনিও জয়ী হন ৷ 2019 সালে আবার প্রার্থী পরিবর্তন করা হয় বিজেপির তরফে ৷ এবার পদ্ম প্রতীকে দার্জিলিংয়ে লড়াই করেন রাজু বিস্তা ৷ তিনিও জিতে সাংসদ হন ৷

এবার অবশ্য প্রার্থী বদল করেনি বিজেপি ৷ আবার রাজু বিস্তাকে প্রার্থী করেছে বিজেপি ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন আমলা গোপাল লামাকে ৷ আর কংগ্রেসের প্রার্থী মুনিষ তামাং ৷ 2009 সাল থেকে দার্জিলিংয়ে ভোট কমেছে কংগ্রেস ও সিপিএমের ৷ 2019 সালে এই আসনে তারা আলাদা লড়াই করেছিল ৷ তারা সব মিলিয়ে ন’শতাংশের কিছু বেশি ভোট পেয়েছিল ৷ অশোক ভট্টাচার্যের কথা মতো আগের তুলনায় ভালো ফল করতে পারেন কি না বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ৷ মুনিষ তামাং ৷

আরও পড়ুন:

  1. বয়সের ভার প্রচারে গতি কমালেও ভোটের ময়দানে এখনও প্রাসঙ্গিক সিপিএমের অশোক ভট্টাচার্য
  2. দার্জিলিংয়ে আজ ভাগ্যপরীক্ষা রাজু-মুনীশের, পারবেন না ভোট দিতে
  3. দিল্লিতে রয়েছে দুই প্রকাণ্ড ফ্ল্যাট, দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী কোটিপতি

দার্জিলিংয়ে আগের তুলনায় ভালো ফল করবে বাম-কংগ্রেস, আশা অশোকের

শিলিগুড়ি, 26 এপ্রিল: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে বাংলার তিনটি আসনে ৷ এই তিন আসনের মধ্য়ে অন্যতম দার্জিলিং ৷ ওই কেন্দ্রের ভোটার বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ৷ শুক্রবার ভোটাধিকার প্রয়োগের পর তিনি জানিয়েছেন, যে এবার দার্জিলিংয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর ফলাফল ভালো হবে ৷

শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ তাঁর ভোটদান কেন্দ্র নেতাজিনগর বয়েজ হাইস্কুলের 23/161 নম্বর বুথ ৷ সেখানেই তিনি শুক্রবার সকালে গিয়ে ভোট দেন ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তিনি বলেন, ‘‘দার্জিলিংয়ে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে ৷ গত তিনটি নির্বাচনে বিজেপি এখান থেকে জয়ী হয়েছে ৷ এবার আমরা কংগ্রেসকে সমর্থন করছি৷ যৌথভাবে লড়াই করছি ৷ আমাদের আশা ফলাফল ভালোই হবে ৷’’

রাজ্যে এবার বাম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে৷ সেই সমঝোতা অনুযায়ী, কংগ্রেস দার্জিলিংয়ে লড়াই করছে ৷ কংগ্রেসের প্রার্থী মুনিষ তামাং ৷ কংগ্রেস প্রার্থী হিসেবে মুনিষ তামাংয়ের নাম ঘোষণা করতে অনেকটা দেরি করে দিয়েছিল বলে প্রচার পর্বে বারবার অভিযোগ উঠেছে ৷ এ দিন সেই প্রশ্নের মুখোমুখি হতে উত্তরবঙ্গের এই বামনেতাকে ৷ উত্তরে অশোক ভট্টাচার্য বলেন, ‘‘দিন পনেরো আগে প্রার্থী ঘোষণা হলে আরও ভালো হতো ৷’’

উল্লেখ্য, দার্জিলিংয়ে 2009 সাল থেকে বিজেপি জিতছে ৷ 2009 সালে সেখানে জিতেছিলেন বিজেপির যশবন্ত সিং ৷ 2014 সালে প্রার্থী বদল করে বিজেপি ৷ প্রার্থী হন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ তিনিও জয়ী হন ৷ 2019 সালে আবার প্রার্থী পরিবর্তন করা হয় বিজেপির তরফে ৷ এবার পদ্ম প্রতীকে দার্জিলিংয়ে লড়াই করেন রাজু বিস্তা ৷ তিনিও জিতে সাংসদ হন ৷

এবার অবশ্য প্রার্থী বদল করেনি বিজেপি ৷ আবার রাজু বিস্তাকে প্রার্থী করেছে বিজেপি ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন আমলা গোপাল লামাকে ৷ আর কংগ্রেসের প্রার্থী মুনিষ তামাং ৷ 2009 সাল থেকে দার্জিলিংয়ে ভোট কমেছে কংগ্রেস ও সিপিএমের ৷ 2019 সালে এই আসনে তারা আলাদা লড়াই করেছিল ৷ তারা সব মিলিয়ে ন’শতাংশের কিছু বেশি ভোট পেয়েছিল ৷ অশোক ভট্টাচার্যের কথা মতো আগের তুলনায় ভালো ফল করতে পারেন কি না বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ৷ মুনিষ তামাং ৷

আরও পড়ুন:

  1. বয়সের ভার প্রচারে গতি কমালেও ভোটের ময়দানে এখনও প্রাসঙ্গিক সিপিএমের অশোক ভট্টাচার্য
  2. দার্জিলিংয়ে আজ ভাগ্যপরীক্ষা রাজু-মুনীশের, পারবেন না ভোট দিতে
  3. দিল্লিতে রয়েছে দুই প্রকাণ্ড ফ্ল্যাট, দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী কোটিপতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.