ETV Bharat / politics

কোচবিহার নিয়ে কংগ্রেসকে জোট-বার্তা, আলোচনার দরজা খোলা রাখার বার্তা বিমানের - Lok Sabha Election 2024

CPIMs Candidate List: লোকসভা নির্বাচনে আরামবাগ ও ঝাড়গ্রাম কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম শুক্রবার ঘোষণা করল বামফ্রন্ট ৷ আরামবাগে প্রার্থী সিপিএমের বিপ্লবকুমার মৈত্র ৷ ঝাড়গ্রামে প্রার্থী সোনামনি টুডু ৷

CPIM
CPIM
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 7:48 PM IST

Updated : Mar 29, 2024, 8:23 PM IST

কলকাতা, 29 মার্চ: প্রথম দফার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন আগামিকাল শনিবার ৷ তার ঠিক আগের দিন শুক্রবার কংগ্রেসকে জোটবার্তা দিলেন বামফ্রন্টের চেয়ারম্যানের বিমান বসু ৷ সরাসরি কোচবিহার নিয়ে ভেবে দেখার কথা বললেন কংগ্রসকে ৷ কারণ, কোচবিহার আসনে আগেই প্রার্থীর নাম ঘোষণা করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে ৷ সেখান থেকে লড়াই করবে ফরওয়ার্ড ব্লক ৷ কিন্তু ওই আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেসও ৷

এ দিন সন্ধ্যায় কলকাতায় সিপিএমের সদর দফতর মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক বৈঠক করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে ৷ সেখানে ফ্রন্টের চেয়ারম্যানের বিমান বসু দু’টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন ৷ তিনি জানান, হুগলির আরামবাগ থেকে ভোটে লড়বেন বিপ্লবকুমার মৈত্র এবং ঝাড়গ্রাম থেকে প্রার্থী হচ্ছেন সোনামনি টুডু ৷ দু’জনেই সিপিএমের প্রার্থী বলে তিনি জানিয়েছেন ৷

এই নিয়ে চার দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট ৷ একসময় যারা ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই সমস্ত আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিত, তারা এখনও রাজ্যের সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারল না ৷ এই বিষয়ে বামফ্রন্টের বক্তব্য, এবার সাত দফায় ভোট ৷ প্রায় আড়াই মাস ধরে ভোট চলবে ৷ তাই তারা সেই সুযোগ নিতে চাইছে ৷ সেই কারণেই ষষ্ঠ ও সপ্তম দফার আসনগুলির প্রার্থীদের নাম ঘোষণা করা হল না ৷

তাদের দাবি, চাইলেই তারা এখনই 42 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারে ৷ কিন্তু যেহেতু রাজ্যে তৃণমূল ও বিজেপি বিরোধিতার ইতিবাচক দিক তৈরি হচ্ছে, তাই তারা সময় নিচ্ছেন ৷ আলোচনার দরজা খোলা রাখছেন তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তিগুলোর জন্য ৷ বিমান বসু বলেন, ‘‘আমরা ভেবেছিলাম আজ বড় লিস্ট ঘোষণা করতে পারব । কিন্তু পারছি না, কারণ আসন সমঝোতা ও অন্যান্য বিষয় নিয়ে সবটা জট খোলা যায়নি । কারণ, এটা শুধু বামফ্রন্টের বিষয় নয় ।’’

একই সঙ্গে তিনি কংগ্রেসকে মনে করিয়ে দিয়েছেন, ‘‘আলোচনার সুযোগ এখনও আছে । কিন্তু একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করবে এটা হবে না । যেমন কোচবিহার-আলিপুরদুয়ারে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা হয়েছে । ঠিক সেখানে যারা জোটে যোগদান করবে, তারা প্রার্থী দেবে না । আমার ধারণা তারা এব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে, যেখানে বোঝাপড়ার বৃত্ত সম্পন্ন হয় ।’’

অন্যদিকে পুরুলিয়াতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেখানেও বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থী দিয়েছে ৷ এই নিয়ে বিমান বসুর বক্তব্য, ‘‘আমাদের নোটিসে আছে । আমরা আলোচনার মাধ্যমে মসৃণ হতে পারব । এটা রাজনৈতিক আলোচনা । অভ্যন্তরীণ বিষয় । ফরওয়ার্ড ব্লক কখনও নেগেটিভ কিছু বলিনি । আমরা নিশ্চিত আমরা সকল বাধা অতিক্রম করতে পারব আলোচনার মাধ্যমে ।’’

এছাড়া আইএসএফ নিয়ে বিমান বসু বলেন, ‘‘যখন বোঝাপড়া হবে, সেটা আইএসএফ হোক বা কংগ্রেস, যদিও কংগ্রেসের সাথে আলোচনা এগিয়েছে । মনে হচ্ছে সবটা মিটবে একটু সময় দিতে হবে । এখনও কোনও কিছুর নিষ্পত্তি হয়নি আলোচনা চলছে । আমরা আশাবাদী সব সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে ।’’

বিমান বসু জানিয়েছেন যে আগামী রবিবারের মধ্য়ে বামফ্রন্টের তরফে লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ৷ আর বরানগরে বিধানসভার উপ-নির্বাচনে প্রার্থীর নাম সময় মতো ঘোষণা করা হবে ৷

আরও পড়ুন:

  1. বামফ্রন্টের চতুর্থ প্রার্থীতালিকা প্রকাশ, দেখুন সরাসরি ...
  2. 'মানুষের অধিকার রক্ষায় লড়াই', দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর
  3. পুজো দিয়ে জেতা যাবে না, ভোটপ্রচারে সায়নীকে খোঁচা সৃজনের

কলকাতা, 29 মার্চ: প্রথম দফার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন আগামিকাল শনিবার ৷ তার ঠিক আগের দিন শুক্রবার কংগ্রেসকে জোটবার্তা দিলেন বামফ্রন্টের চেয়ারম্যানের বিমান বসু ৷ সরাসরি কোচবিহার নিয়ে ভেবে দেখার কথা বললেন কংগ্রসকে ৷ কারণ, কোচবিহার আসনে আগেই প্রার্থীর নাম ঘোষণা করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে ৷ সেখান থেকে লড়াই করবে ফরওয়ার্ড ব্লক ৷ কিন্তু ওই আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেসও ৷

এ দিন সন্ধ্যায় কলকাতায় সিপিএমের সদর দফতর মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক বৈঠক করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে ৷ সেখানে ফ্রন্টের চেয়ারম্যানের বিমান বসু দু’টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন ৷ তিনি জানান, হুগলির আরামবাগ থেকে ভোটে লড়বেন বিপ্লবকুমার মৈত্র এবং ঝাড়গ্রাম থেকে প্রার্থী হচ্ছেন সোনামনি টুডু ৷ দু’জনেই সিপিএমের প্রার্থী বলে তিনি জানিয়েছেন ৷

এই নিয়ে চার দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট ৷ একসময় যারা ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই সমস্ত আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিত, তারা এখনও রাজ্যের সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারল না ৷ এই বিষয়ে বামফ্রন্টের বক্তব্য, এবার সাত দফায় ভোট ৷ প্রায় আড়াই মাস ধরে ভোট চলবে ৷ তাই তারা সেই সুযোগ নিতে চাইছে ৷ সেই কারণেই ষষ্ঠ ও সপ্তম দফার আসনগুলির প্রার্থীদের নাম ঘোষণা করা হল না ৷

তাদের দাবি, চাইলেই তারা এখনই 42 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারে ৷ কিন্তু যেহেতু রাজ্যে তৃণমূল ও বিজেপি বিরোধিতার ইতিবাচক দিক তৈরি হচ্ছে, তাই তারা সময় নিচ্ছেন ৷ আলোচনার দরজা খোলা রাখছেন তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তিগুলোর জন্য ৷ বিমান বসু বলেন, ‘‘আমরা ভেবেছিলাম আজ বড় লিস্ট ঘোষণা করতে পারব । কিন্তু পারছি না, কারণ আসন সমঝোতা ও অন্যান্য বিষয় নিয়ে সবটা জট খোলা যায়নি । কারণ, এটা শুধু বামফ্রন্টের বিষয় নয় ।’’

একই সঙ্গে তিনি কংগ্রেসকে মনে করিয়ে দিয়েছেন, ‘‘আলোচনার সুযোগ এখনও আছে । কিন্তু একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করবে এটা হবে না । যেমন কোচবিহার-আলিপুরদুয়ারে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা হয়েছে । ঠিক সেখানে যারা জোটে যোগদান করবে, তারা প্রার্থী দেবে না । আমার ধারণা তারা এব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে, যেখানে বোঝাপড়ার বৃত্ত সম্পন্ন হয় ।’’

অন্যদিকে পুরুলিয়াতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেখানেও বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থী দিয়েছে ৷ এই নিয়ে বিমান বসুর বক্তব্য, ‘‘আমাদের নোটিসে আছে । আমরা আলোচনার মাধ্যমে মসৃণ হতে পারব । এটা রাজনৈতিক আলোচনা । অভ্যন্তরীণ বিষয় । ফরওয়ার্ড ব্লক কখনও নেগেটিভ কিছু বলিনি । আমরা নিশ্চিত আমরা সকল বাধা অতিক্রম করতে পারব আলোচনার মাধ্যমে ।’’

এছাড়া আইএসএফ নিয়ে বিমান বসু বলেন, ‘‘যখন বোঝাপড়া হবে, সেটা আইএসএফ হোক বা কংগ্রেস, যদিও কংগ্রেসের সাথে আলোচনা এগিয়েছে । মনে হচ্ছে সবটা মিটবে একটু সময় দিতে হবে । এখনও কোনও কিছুর নিষ্পত্তি হয়নি আলোচনা চলছে । আমরা আশাবাদী সব সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে ।’’

বিমান বসু জানিয়েছেন যে আগামী রবিবারের মধ্য়ে বামফ্রন্টের তরফে লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ৷ আর বরানগরে বিধানসভার উপ-নির্বাচনে প্রার্থীর নাম সময় মতো ঘোষণা করা হবে ৷

আরও পড়ুন:

  1. বামফ্রন্টের চতুর্থ প্রার্থীতালিকা প্রকাশ, দেখুন সরাসরি ...
  2. 'মানুষের অধিকার রক্ষায় লড়াই', দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর
  3. পুজো দিয়ে জেতা যাবে না, ভোটপ্রচারে সায়নীকে খোঁচা সৃজনের
Last Updated : Mar 29, 2024, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.