কোচবিহার, 19 এপ্রিল: ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস ও উদয়ন গুহর বিরুদ্ধে সরব হলেন নিশীথ প্রামাণিক ৷ শুক্রবার তিনি সরাসরি উদয়ন গুহর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুললেন ৷ তাঁর আরও অভিযোগ, হেরে যাওয়ার ভয়ে অশান্তি ছড়াচ্ছে তৃণমূল ৷ তাই তিনি নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন ৷
কোচবিহারের দিনহাটা বিধানসভা এলাকার বাসিন্দা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ সেখানকার ভেটাগুড়ি হাইস্কুলে তাঁর ভোটদান কেন্দ্র ৷ শুক্রবার সকালে সেখানে ভোট দিতে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তিনি বলেন, ‘‘সাধারণ মানুষ ভোট দিচ্ছেন ৷ পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি ৷ তাই এবার মানুষ গণপ্রতিরোধ তৈরি করেছেন ৷ তৃণমূলের গুন্ডাবাহিনী বাধা দিলে মানুষ প্রতিরোধ করছেন ৷’’
নির্বাচন কমিশনের কাছে রাজ্যের মন্ত্রী তথা কোচবিহারে তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছিলেন ৷ উদয়নকে তাঁর বুথ এলাকাতেই সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছিলেন তিনি ৷ যদিও কমিশন উদয়নকে নিজের বিধানসভা এলাকার বাইরে যেতে নিষেধ করেছে ৷
এই নিয়ে এ দিন ক্ষোভ প্রকাশ করেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৷ তিনি বলেন, ‘‘আমি বারবার বলেছিলাম উদয়ন গুহকে নিজের বুথে রাখা হোক ৷ নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিলাম ৷ উদয়ন গুহ যেখানে যাচ্ছেন, তাঁর কর্মীদের উস্কানি দিচ্ছেন ৷ মানুষ ও সংবাদমাধ্যমের উপর হামলার উস্কানিমূলক বার্তা দিচ্ছে ৷ আমরা বারবার সাবধান করেছিলাম নির্বাচন কমিশনকে যে উদয়ন গুহকে ছাড় দিলে এই পরিস্থিতি তৈরি হতে পারে ৷’’
তৃণমূলের বিরুদ্ধে নিশীথের অভিযোগ, ‘‘তৃণমূল যতদিন আছে, ততদিন হিংসা হবে ৷ তৃণমূল আমাদের কর্মীদের বাড়িতে বোমা রাখছে ৷ পুলিশ সহযোগিতা করছে৷ কেন্দ্রীয়বাহিনী আছে বলে কিছুটা শান্তিপূর্ণ হচ্ছে ৷ হেরে যাওয়ার ভয়ে অশান্তি ছড়াচ্ছে তৃণমূল ৷’’
তাঁর আরও দাবি, ভোট যতটা শান্তিপূর্ণ হওয়ার কথা ছিল, ততটা হচ্ছে না ৷ তাই তিনি মনে করেন, শান্তিপূর্ণ ভাবে ভোট প্রক্রিয়া সামলানোর নির্বাচন কমিশনের আরও সক্রিয় হওয়া উচিত ছিল ৷ রাজ্য পুলিশের উপর কম নির্ভর করলে আরও ভালো হতো বলে তাঁর মত ৷
আরও পড়ুন: