নয়াদিল্লি, 19 মার্চ: 2004 সালের মতোই পরিণতি হবে বিজেপির ৷ সেবার লোকসভা নির্বাচনে যেমন বিজেপির ‘ইন্ডিয়া সাইনিং’ স্লোগান মুখ থুবড়ে পড়েছিল ৷ এবারও একই অবস্থা হবে বর্তমান মোদি সরকারের ৷ এমনটাই মনে করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি এই কথাই জানিয়েছেন ৷ কেন এই কথা বলছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন খাড়গে ৷ তাঁর মতে, দেশবাসী এবার সরকার পরিবর্তনের জন্য উদগ্রীব হয়ে রয়েছে ৷
এ দিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি মূলত লোকসভা নির্বাচনের ইস্তেহার চূড়ান্ত করার জন্য বৈঠকে বসেছে ৷ সেখানে খাড়গে ছাড়াও উপস্থিত রয়েছেন কংগ্রেসের দুই প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ৷ এছাড়াও অম্বিকা সোনি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, পি চিদম্বরম, দ্বিগ্বিজয় সিং, অজয় মাকেন ও কুমারী সৈলজা-সহ ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য ৷ তাঁরা কংগ্রেসের ইস্তেহার কমিটির তৈরি করা খসড়া ইস্তেহার নিয়ে আলোচনা করছেন ৷ ইস্তেহার কমিটির চেয়ারম্যান পি চিদম্বরম ৷
কংগ্রেস সূত্রে খবর, যে পাঁচটি ন্যায়বিচার দেওয়ার গ্যারান্টির কথা বলা হয়েছে তাদের তরফে, সেটাও এই ইস্তেহারে থাকতে চলেছে ৷ কংগ্রেসের তরফে ঘোষণা করা ওই পাঁচটি ন্যায়বিচার হল - ভাগিদারী ন্যায়, কিষাণ ন্যায়, নারী ন্যায়, শ্রমিক ন্যায় ও যুব ন্যায় ৷ মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধি গত কয়েকদিনে বেশ কয়েকটি সভায় এই পাঁচটি গ্যারান্টির কথা বারবার তুলে ধরেছেন ৷
বৈঠকের শুরুতেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, দেশের প্রতিটি গ্রাম ও প্রতিটি বাড়িতে গিয়ে কংগ্রেসের ইস্তেহার তুলে ধরতে হবে নেতাদের ৷ যাতে মানুষ জানতে পারেন যে কংগ্রেসের সরকার এলে দেশের জন্য কী কী কাজ করা হবে ৷ আর ইস্তেহারে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া থাকবে, তা কঠোরভাবে পালন করা হবে ৷ ওই বৈঠকে রাহুল গান্ধির নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রশংসা করেছেন ৷ এই কর্মসূচি ভারতের আসল সমস্যাগুলিকে মানুষের মনোযোগ কাড়তে সাহায্য করেছে ৷
এদিকে কংগ্রেস এখনও লোকসভা নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেনি ৷ এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে দু’দফায় 82টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে ৷ বাকি আসনগুলির জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে এ দিন সন্ধ্যায় কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বসবে ৷ ওই বৈঠকের পৌরহিত্য করবেন মল্লিকার্জুন খাড়গে ৷
সংবাদসংস্থা - পিটিআই
আরও পড়ুন: