ETV Bharat / politics

লড়ে জিতেছি তাই কাউকে পরোয়া করি না, মমতার ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব অধীরের - কংগ্রেস

Adhir Ranjan Chowdhury: মুর্শিদাবাদে অধীর চৌধুরী কোনও ফ্যাক্টর নন বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তৃণমূলের অন্দরে সেই কথা স্পষ্ট করেছেন ৷ সেই নিয়ে শনিবার তৃণমূল নেত্রীকে পালটা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 8:15 PM IST

মমতার ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব অধীরের

শিলিগুড়ি, 20 জানুয়ারি: মমতা বন্দ্য়োপাধ্যায়ের ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ শনিবার তিনি বলেন, "আমি লড়ে জিতেছি ৷ আমি হারিয়ে বড় হয়েছি । আমার কাছে লড়াইটা শেষ কথা । আমি কাউকে পরোয়া করি না ৷ কাউকে পরোয়া করে রাজনীতি করি না । এক বার না, হাজারবার বলেছি ৷ আবার বললাম । যা করার কাজ করে দেখিয়ে দিয়েছি ।"

শনিবার শিলিগুড়িতে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র প্রস্তুতি বৈঠকে যোগ দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী । আর সেই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা জবাব দেন তিনি ।

উল্লেখ্য, শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই বৈঠকে তিনি মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের বলেন, ‘‘আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন । অধীর কোনও ফ্যাক্টর নয় ।’’ এই বক্তব্যে সামনে আসার পর থেকে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয় ৷

কারণ, বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে বরাবরই মুর্শিদাবাদে বড় ফ্যাক্টর বলে মনে করা হয় ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে চারিদিকে যখন ঘাসফুল ও গেরুয়া ঝড়, সেই সময় এই রাজ্য থেকে কংগ্রেসের জেতা দু’টি আসনের মধ্য়ে একটি বহরমপুর ৷ বিশেষ করে মুর্শিদাবাদ জেলার অন্য দু’টি লোকসভা আসনে তৃণমূল জিতলেও বহরমপুরের গড় ধরে রাখতে সক্ষম হন অধীর চৌধুরী ৷

কিন্তু এবার বহরমপুরেও জিততে মরিয়া তৃণমূল ৷ সেই প্রসঙ্গেই দলীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ সেই বার্তা দিতে গিয়েই তিনি অধীর চৌধুরীকে ‘নো ফ্যাক্টর’ বলে উল্লেখ করেছেন ৷ যার জবাব শনিবার দিলেন অধীর ৷

অন্যদিকে বহরমপুরেও যদি তৃণমূল জেতার রণকৌশল তৈরি করতে শুরু করে, তাহলে বাংলায় কংগ্রেস-তৃণমূলের জোট সম্ভাবনা কার্যত বিশবাঁও জলে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এই প্রসঙ্গে অধীর চৌধুরীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ তাঁর কথায়, "দিল্লিতে এগুলো আলোচনা হতে পারে ৷ আমার জানা নেই । আন্দাজে কথা বলতে পারব না । আমি জানি আমাকে লড়তে হবে । লড়ে জিতেছি, তৃণমূল-বিজেপিকে হারিয়ে বড় হয়েছি । আমি সব কিছুতে প্রস্তুত । কংগ্রেস সব কিছু করতে পারে ।"

এখন দেখার শেষ পর্যন্ত কংগ্রেস-তৃণমূলের জোটের সম্ভাবনা বাস্তবায়িত হয় কি না ! না হলে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়ে ফের জিততে পারেন কি না অধীর চৌধুরী !

আরও পড়ুন:

  1. নেতারা ঐক্যবদ্ধ হলে অধীর ফ্যাক্টর নন, মুর্শিদাবাদের জেলা নেতাদের বোঝালেন মমতা
  2. তবে কি রাজ্যে ইন্ডিয়া জোটে জলাঞ্জলি! দলকে 42 আসনেই প্রস্তুত থাকতে বললেন মমতা

মমতার ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব অধীরের

শিলিগুড়ি, 20 জানুয়ারি: মমতা বন্দ্য়োপাধ্যায়ের ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ শনিবার তিনি বলেন, "আমি লড়ে জিতেছি ৷ আমি হারিয়ে বড় হয়েছি । আমার কাছে লড়াইটা শেষ কথা । আমি কাউকে পরোয়া করি না ৷ কাউকে পরোয়া করে রাজনীতি করি না । এক বার না, হাজারবার বলেছি ৷ আবার বললাম । যা করার কাজ করে দেখিয়ে দিয়েছি ।"

শনিবার শিলিগুড়িতে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র প্রস্তুতি বৈঠকে যোগ দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী । আর সেই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা জবাব দেন তিনি ।

উল্লেখ্য, শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই বৈঠকে তিনি মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের বলেন, ‘‘আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন । অধীর কোনও ফ্যাক্টর নয় ।’’ এই বক্তব্যে সামনে আসার পর থেকে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয় ৷

কারণ, বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে বরাবরই মুর্শিদাবাদে বড় ফ্যাক্টর বলে মনে করা হয় ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে চারিদিকে যখন ঘাসফুল ও গেরুয়া ঝড়, সেই সময় এই রাজ্য থেকে কংগ্রেসের জেতা দু’টি আসনের মধ্য়ে একটি বহরমপুর ৷ বিশেষ করে মুর্শিদাবাদ জেলার অন্য দু’টি লোকসভা আসনে তৃণমূল জিতলেও বহরমপুরের গড় ধরে রাখতে সক্ষম হন অধীর চৌধুরী ৷

কিন্তু এবার বহরমপুরেও জিততে মরিয়া তৃণমূল ৷ সেই প্রসঙ্গেই দলীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ সেই বার্তা দিতে গিয়েই তিনি অধীর চৌধুরীকে ‘নো ফ্যাক্টর’ বলে উল্লেখ করেছেন ৷ যার জবাব শনিবার দিলেন অধীর ৷

অন্যদিকে বহরমপুরেও যদি তৃণমূল জেতার রণকৌশল তৈরি করতে শুরু করে, তাহলে বাংলায় কংগ্রেস-তৃণমূলের জোট সম্ভাবনা কার্যত বিশবাঁও জলে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এই প্রসঙ্গে অধীর চৌধুরীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ তাঁর কথায়, "দিল্লিতে এগুলো আলোচনা হতে পারে ৷ আমার জানা নেই । আন্দাজে কথা বলতে পারব না । আমি জানি আমাকে লড়তে হবে । লড়ে জিতেছি, তৃণমূল-বিজেপিকে হারিয়ে বড় হয়েছি । আমি সব কিছুতে প্রস্তুত । কংগ্রেস সব কিছু করতে পারে ।"

এখন দেখার শেষ পর্যন্ত কংগ্রেস-তৃণমূলের জোটের সম্ভাবনা বাস্তবায়িত হয় কি না ! না হলে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়ে ফের জিততে পারেন কি না অধীর চৌধুরী !

আরও পড়ুন:

  1. নেতারা ঐক্যবদ্ধ হলে অধীর ফ্যাক্টর নন, মুর্শিদাবাদের জেলা নেতাদের বোঝালেন মমতা
  2. তবে কি রাজ্যে ইন্ডিয়া জোটে জলাঞ্জলি! দলকে 42 আসনেই প্রস্তুত থাকতে বললেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.