ETV Bharat / politics

কংগ্রেস নেতাকে রায়গঞ্জে প্রার্থী হওয়ার প্রস্তাব তৃণমূলের! মোহিত সেনগুপ্তের পোস্ট ঘিরে তোলপাড় রাজনীতি

Congress Leader Mohit Sengupta: কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্তর সোশাল মিডিয়া পোস্ট ঘিরে উত্তাল উত্তর দিনাজপুরের রাজনীতি ৷ তাঁর দাবি, রায়গঞ্জ লোকসভা থেকে তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে তৃণমূল ৷ কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন ৷ অন্যদিকে এমন ঘটনার কথা অস্বীকার করেছে শাসক দলও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 1:44 PM IST

Updated : Feb 28, 2024, 4:24 PM IST

Congress Leader Mohit Sengupta
Congress Leader Mohit Sengupta
কংগ্রেস নেতাকে রায়গঞ্জে প্রার্থী হওয়ার প্রস্তাব তৃণমূলের! মোহিত সেনগুপ্তের পোস্ট ঘিরে তোলপাড় রাজনীতি

রায়গঞ্জ, 28 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট হবে না ঘোষণা করে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পরও কংগ্রেসের জাতীয় নেতৃত্ব আশা ছাড়ছেন না ৷ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত ৷ তাঁর দাবি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করতে চায় বাংলার শাসক দল ৷ সেই কারণে তাঁকে নানা প্রলোভন দেখানো হচ্ছে ৷

এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মোহিত সেনগুপ্ত ৷ সেখানে তিনি এই নিয়ে বিস্তারিত লিখেছেন ৷ যদিও এই প্রস্তাব সরাসরি আসেনি বলেই জানিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের মাধ্যমে এই কাজ করা হয়েছে ৷ আইপ্যাকের নাম শুনে বিষয়টিকে ‘প্রতারণার ফাঁদ’ বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল ৷ জেলার তৃণমূল নেতাদের দাবি, রায়গঞ্জ লোকসভা আসনে বাইরের কাউকে প্রার্থী করা হবে না ৷

কিন্তু মোহিত সেনগুপ্তর এই পোস্ট ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে উত্তর দিনাজপুরে ৷ স্বাভাবিকভাবেই সকলের আগ্রহ তৈরি হয়েছে ওই পোস্ট ঘিরে ৷ কী লিখেছেন মোহিত সেনগুপ্ত সেখানে, এটাই সকলে জানতে চান ৷ পুরো পোস্টেই তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি ৷ লিখেছেন, "জেলায় কি তৃণমূলের কোনও নিভর্রযোগ্য নেতা নেই, যিনি লোকসভায় প্রার্থী হবেন ? কী জানি হয়তো নেই ! তাই হয়তো দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) দূত পাঠান বারবার । মোহিতবাবু আপনাকে তৃণমূল দলে আসতেই হবে ৷ আপনাকে সব দেওয়া হবে ৷ লোকসভার প্রার্থী, জেলা সভাপতি আর আপনি যা চান ! রায়গঞ্জ পৌরসভা, বিধানসভা, সব আপনার পছন্দ মতো করা হবে ।’’

Congress Leader Mohit Sengupta
কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্তর সোশাল মিডিয়া পোস্ট

তিনি যে তৃণমূলের দেওয়া এই ‘প্রলোভনে’ সম্মত হবেন না, সেটাও ওই পোস্টে জানিয়ে দিয়েছেন ৷ পাশাপাশি কেন তাঁকে এই প্রলোভন দেওয়া হচ্ছে সেই ব্যাখ্যাও দিয়েছেন ৷ রাহুল গান্ধির দলের এই নেতা আরও লিখেছেন, ‘‘কেন দিদিমণি, আপনার দলে সবাই তো রত্ন ! আমরা নিঃস্ব । তবুও আমাদেরই চাই কেন ? কারণ, আপনিও জানেন দল পালটানো শিল্পপতি লোকসভায় প্রার্থী হয়ে যদি জিতে যায় (তৃণমূলে থেকে বিরোধী হিসেবে পিএসি কমিটির চেয়ারম্যান) তাঁকে আটকে রাখা অসম্ভব ৷ যদি বা কোনও মন্ত্রী প্রার্থী হন, তাঁকেও আটকে রাখা অসম্ভব ৷ কারণ, আজও দাড়িভিটের রক্ত তাঁর হাতে লেগে আছে । তাই সব ছেড়ে মোহিত সেনগুপ্তকে ধরো । বাহ ! আজও এতো ভয় কংগ্রেসকে ?’’

পোস্টের একেবারে শেষে তিনি স্পষ্ট করেছেন যে তিনি কোনওভাবেই কংগ্রেস ছাড়ছেন না ৷ তাঁর কথায়, ‘‘দলত্যাগের থেকে দেহত্যাগ অনেক বেশি আনন্দের ৷’’ তৃণমূলের বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ সরব হয়েছেন ৷ তাই সেই দলে তিনি নাম লেখাবেন না বলে জানিয়েছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন যে তৃণমূলের তরফে সরাসরি তাঁর কাছে রায়গঞ্জ লোকসভায় ঘাসফুলের প্রার্থী হওয়ার প্রস্তাব আসেনি ৷ প্রস্তাব এসেছিল আইপ্যাকের মাধ্যমে ৷

এই নিয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, বিষয়টি তাঁর জানা নেই । সেই কারণে কোনও মন্তব্য করতে চান না । তবে তিনি বলেন, ‘‘রাজ্য তথা এই জেলায় তৃণমূল কংগ্রেসে কোনও সংকট নেই । সংগঠন যথেষ্ট মজবুত রয়েছে ।’’

Congress Leader Mohit Sengupta
কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত

জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম সরকার জানান, দলের নিয়ম অনুসারে জেলা কমিটি থেকে নাম প্রস্তাব করে রাজ্যে পাঠানো হয় । রাজ্য সেই প্রস্তাব অনুসারে নাম ফাইনাল করে । এই জেলায় এখনও পর্যন্ত এমন কোনও বৈঠক হয়নি । তবে মোহিতবাবু যে আইপ্যাকের ফোনের কথা বলছেন, সেটি প্রতারণা চক্রের ফাঁদও হতে পারে । তাই তিনি এই ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য কংগ্রেস নেতাকে সাবধানও করেন ৷

যদিও বুধবার মোহিত সেনগুপ্তের বক্তব্য বা তাঁর পোস্টকে কটাক্ষ করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । তিনি বলেন, ‘‘2021 সালে মোহিতবাবুর জমানত জব্দ হয়েছে । উনি নিরাশায় ভুগছেন ।’’

আরও পড়ুন:

  1. শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে কংগ্রেস ছাড়লেন কৌস্তভ
  2. যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছেন মমতা, জামিনে মুক্ত হয়ে বিস্ফোরক নিরাপদ
  3. আসন সমঝোতা নিয়ে অখিলেশ-কেজরির পর মমতারও ‘মান’ ভাঙানো যাবে, আশাবাদী কংগ্রেস

কংগ্রেস নেতাকে রায়গঞ্জে প্রার্থী হওয়ার প্রস্তাব তৃণমূলের! মোহিত সেনগুপ্তের পোস্ট ঘিরে তোলপাড় রাজনীতি

রায়গঞ্জ, 28 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট হবে না ঘোষণা করে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পরও কংগ্রেসের জাতীয় নেতৃত্ব আশা ছাড়ছেন না ৷ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত ৷ তাঁর দাবি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করতে চায় বাংলার শাসক দল ৷ সেই কারণে তাঁকে নানা প্রলোভন দেখানো হচ্ছে ৷

এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মোহিত সেনগুপ্ত ৷ সেখানে তিনি এই নিয়ে বিস্তারিত লিখেছেন ৷ যদিও এই প্রস্তাব সরাসরি আসেনি বলেই জানিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের মাধ্যমে এই কাজ করা হয়েছে ৷ আইপ্যাকের নাম শুনে বিষয়টিকে ‘প্রতারণার ফাঁদ’ বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল ৷ জেলার তৃণমূল নেতাদের দাবি, রায়গঞ্জ লোকসভা আসনে বাইরের কাউকে প্রার্থী করা হবে না ৷

কিন্তু মোহিত সেনগুপ্তর এই পোস্ট ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে উত্তর দিনাজপুরে ৷ স্বাভাবিকভাবেই সকলের আগ্রহ তৈরি হয়েছে ওই পোস্ট ঘিরে ৷ কী লিখেছেন মোহিত সেনগুপ্ত সেখানে, এটাই সকলে জানতে চান ৷ পুরো পোস্টেই তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি ৷ লিখেছেন, "জেলায় কি তৃণমূলের কোনও নিভর্রযোগ্য নেতা নেই, যিনি লোকসভায় প্রার্থী হবেন ? কী জানি হয়তো নেই ! তাই হয়তো দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) দূত পাঠান বারবার । মোহিতবাবু আপনাকে তৃণমূল দলে আসতেই হবে ৷ আপনাকে সব দেওয়া হবে ৷ লোকসভার প্রার্থী, জেলা সভাপতি আর আপনি যা চান ! রায়গঞ্জ পৌরসভা, বিধানসভা, সব আপনার পছন্দ মতো করা হবে ।’’

Congress Leader Mohit Sengupta
কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্তর সোশাল মিডিয়া পোস্ট

তিনি যে তৃণমূলের দেওয়া এই ‘প্রলোভনে’ সম্মত হবেন না, সেটাও ওই পোস্টে জানিয়ে দিয়েছেন ৷ পাশাপাশি কেন তাঁকে এই প্রলোভন দেওয়া হচ্ছে সেই ব্যাখ্যাও দিয়েছেন ৷ রাহুল গান্ধির দলের এই নেতা আরও লিখেছেন, ‘‘কেন দিদিমণি, আপনার দলে সবাই তো রত্ন ! আমরা নিঃস্ব । তবুও আমাদেরই চাই কেন ? কারণ, আপনিও জানেন দল পালটানো শিল্পপতি লোকসভায় প্রার্থী হয়ে যদি জিতে যায় (তৃণমূলে থেকে বিরোধী হিসেবে পিএসি কমিটির চেয়ারম্যান) তাঁকে আটকে রাখা অসম্ভব ৷ যদি বা কোনও মন্ত্রী প্রার্থী হন, তাঁকেও আটকে রাখা অসম্ভব ৷ কারণ, আজও দাড়িভিটের রক্ত তাঁর হাতে লেগে আছে । তাই সব ছেড়ে মোহিত সেনগুপ্তকে ধরো । বাহ ! আজও এতো ভয় কংগ্রেসকে ?’’

পোস্টের একেবারে শেষে তিনি স্পষ্ট করেছেন যে তিনি কোনওভাবেই কংগ্রেস ছাড়ছেন না ৷ তাঁর কথায়, ‘‘দলত্যাগের থেকে দেহত্যাগ অনেক বেশি আনন্দের ৷’’ তৃণমূলের বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ সরব হয়েছেন ৷ তাই সেই দলে তিনি নাম লেখাবেন না বলে জানিয়েছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন যে তৃণমূলের তরফে সরাসরি তাঁর কাছে রায়গঞ্জ লোকসভায় ঘাসফুলের প্রার্থী হওয়ার প্রস্তাব আসেনি ৷ প্রস্তাব এসেছিল আইপ্যাকের মাধ্যমে ৷

এই নিয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, বিষয়টি তাঁর জানা নেই । সেই কারণে কোনও মন্তব্য করতে চান না । তবে তিনি বলেন, ‘‘রাজ্য তথা এই জেলায় তৃণমূল কংগ্রেসে কোনও সংকট নেই । সংগঠন যথেষ্ট মজবুত রয়েছে ।’’

Congress Leader Mohit Sengupta
কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত

জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম সরকার জানান, দলের নিয়ম অনুসারে জেলা কমিটি থেকে নাম প্রস্তাব করে রাজ্যে পাঠানো হয় । রাজ্য সেই প্রস্তাব অনুসারে নাম ফাইনাল করে । এই জেলায় এখনও পর্যন্ত এমন কোনও বৈঠক হয়নি । তবে মোহিতবাবু যে আইপ্যাকের ফোনের কথা বলছেন, সেটি প্রতারণা চক্রের ফাঁদও হতে পারে । তাই তিনি এই ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য কংগ্রেস নেতাকে সাবধানও করেন ৷

যদিও বুধবার মোহিত সেনগুপ্তের বক্তব্য বা তাঁর পোস্টকে কটাক্ষ করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । তিনি বলেন, ‘‘2021 সালে মোহিতবাবুর জমানত জব্দ হয়েছে । উনি নিরাশায় ভুগছেন ।’’

আরও পড়ুন:

  1. শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে কংগ্রেস ছাড়লেন কৌস্তভ
  2. যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছেন মমতা, জামিনে মুক্ত হয়ে বিস্ফোরক নিরাপদ
  3. আসন সমঝোতা নিয়ে অখিলেশ-কেজরির পর মমতারও ‘মান’ ভাঙানো যাবে, আশাবাদী কংগ্রেস
Last Updated : Feb 28, 2024, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.