ETV Bharat / politics

জোটে জট ! বামফ্রন্টের পর বাগদায় প্রার্থী দিল কংগ্রেস, রায়গঞ্জের প্রার্থীও নাম ঘোষণা - Congress Candidates for By Polls - CONGRESS CANDIDATES FOR BY POLLS

Congress Candidates for By Polls: আগামী 10 জুলাই চারটি বিধানসভা আসনে উপ-নির্বাচন ৷ এই চার আসনের মধ্যে তিনটি বামফ্রন্ট ও একটি কংগ্রেসের লড়ার কথা ছিল ৷ কিন্তু মঙ্গলবার কংগ্রেস দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে ৷ ফলে এই নিয়ে জটিলতা তৈরি হল বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্য়ে ৷

Congress Candidates for By Polls
উপ-নির্বাচনের জন্য কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 5:24 PM IST

Updated : Jun 18, 2024, 5:38 PM IST

কলকাতা, 18 জুন: আলোচনা করেও এড়ানো গেল না সংঘাত । লোকসভা ভোটের ছবি ফিরল বিধানসভার উপ-নির্বাচনে । বাম-কংগ্রেস জোট থাকলেও উত্তর 24 পরগনার বাগদা আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণার পর সেখানে প্রার্থী দিল কংগ্রেস । সেখান থেকে প্রার্থী করা হল অশোক হালদারকে । পাশাপশি রায়গঞ্জ কেন্দ্রে প্রত্যাশা মতোই প্রার্থী করা হয়েছে কংগ্রেসের মোহিত সেনগুপ্তকে ।

লোকসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোট করে লড়লেও বেশ কিছু ক্ষেত্রে ছন্দপতন হয় । মূলত, বামফ্রন্টের বড় শরিক সিপিএমের সঙ্গে বোঝাপড়া ঠিক হলেও শরিক আরএসপি, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বহু ক্ষেত্রে কংগ্রেসের বনিবনা হয়নি । কোচবিহারে আরএসপি প্রার্থী দিলে সেখানে কংগ্রেসের তরফেও প্রার্থী দেওয়া হয় । অন্যদিকে পুরুলিয়া কংগ্রেস প্রার্থী দিলেও ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয় । ফলে দুই শরিকের সঙ্গে কংগ্রেসের গন্ডগোল চরমে উঠেছিল । ভোটের ফলে অবশ্য লাভের লাভ কিছু হয়নি । শূন্যের গেরোও কাটাতে পারেনি বামেরা। কংগ্রেসের শক্তি কমে হয়েছে 1 ।

লোকসভার পর রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন হচ্ছে । সেখানে বামফ্রন্ট বৈঠক করে সিদ্ধান্ত নেয় কংগ্রেসকে রায়গঞ্জ ছেড়ে বাকি তিন কেন্দ্রে তারা প্রার্থী দেবে । সেই মতো বাগদা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয় । আর মানিকতলা ও রানাঘাট দক্ষিণ দুই কেন্দ্রে সিপিএম ।

Congress Candidates for By Polls
বাগদা ও রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থীদের নাম (ইটিভি ভারত)

সূত্রের খবর, শরিকরা কংগ্রেসের অবস্থান জানতে চায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর থেকে । সেখানে বিমান বসু জানান যে কংগ্রেসের সঙ্গে প্রাথমিক আলোচনার পরেই বাগদা কেন্দ্রে ফ্রন্ট প্রার্থী দিচ্ছে । সেই বৈঠকের পরেই বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে । বাগদা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাসকে প্রার্থী করা হয় ।

এর পরেই কংগ্রেসের একাংশ দাবি করে, ওই কেন্দ্রে 2021 ভোটও জোট করে কংগ্রেসকে ছাড়া হয়েছিল । এবারও ওই কেন্দ্রে তারা প্রার্থী দেবে । শেষমেষ গতকাল কংগ্রেস ও বামফ্রন্ট আলোচনায় বসে ওই আসন নিয়ে । আলিমুদ্দিনের বৈঠকে কংগ্রেস সাফ জানায়, ওই আসনে তারা প্রার্থী দেবে । সেই সিদ্ধান্তে অনড় থেকে আজ মঙ্গলবার কংগ্রেস বাগদায় প্রার্থী দিল ৷

কলকাতা, 18 জুন: আলোচনা করেও এড়ানো গেল না সংঘাত । লোকসভা ভোটের ছবি ফিরল বিধানসভার উপ-নির্বাচনে । বাম-কংগ্রেস জোট থাকলেও উত্তর 24 পরগনার বাগদা আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণার পর সেখানে প্রার্থী দিল কংগ্রেস । সেখান থেকে প্রার্থী করা হল অশোক হালদারকে । পাশাপশি রায়গঞ্জ কেন্দ্রে প্রত্যাশা মতোই প্রার্থী করা হয়েছে কংগ্রেসের মোহিত সেনগুপ্তকে ।

লোকসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোট করে লড়লেও বেশ কিছু ক্ষেত্রে ছন্দপতন হয় । মূলত, বামফ্রন্টের বড় শরিক সিপিএমের সঙ্গে বোঝাপড়া ঠিক হলেও শরিক আরএসপি, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বহু ক্ষেত্রে কংগ্রেসের বনিবনা হয়নি । কোচবিহারে আরএসপি প্রার্থী দিলে সেখানে কংগ্রেসের তরফেও প্রার্থী দেওয়া হয় । অন্যদিকে পুরুলিয়া কংগ্রেস প্রার্থী দিলেও ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয় । ফলে দুই শরিকের সঙ্গে কংগ্রেসের গন্ডগোল চরমে উঠেছিল । ভোটের ফলে অবশ্য লাভের লাভ কিছু হয়নি । শূন্যের গেরোও কাটাতে পারেনি বামেরা। কংগ্রেসের শক্তি কমে হয়েছে 1 ।

লোকসভার পর রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন হচ্ছে । সেখানে বামফ্রন্ট বৈঠক করে সিদ্ধান্ত নেয় কংগ্রেসকে রায়গঞ্জ ছেড়ে বাকি তিন কেন্দ্রে তারা প্রার্থী দেবে । সেই মতো বাগদা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয় । আর মানিকতলা ও রানাঘাট দক্ষিণ দুই কেন্দ্রে সিপিএম ।

Congress Candidates for By Polls
বাগদা ও রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থীদের নাম (ইটিভি ভারত)

সূত্রের খবর, শরিকরা কংগ্রেসের অবস্থান জানতে চায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর থেকে । সেখানে বিমান বসু জানান যে কংগ্রেসের সঙ্গে প্রাথমিক আলোচনার পরেই বাগদা কেন্দ্রে ফ্রন্ট প্রার্থী দিচ্ছে । সেই বৈঠকের পরেই বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে । বাগদা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাসকে প্রার্থী করা হয় ।

এর পরেই কংগ্রেসের একাংশ দাবি করে, ওই কেন্দ্রে 2021 ভোটও জোট করে কংগ্রেসকে ছাড়া হয়েছিল । এবারও ওই কেন্দ্রে তারা প্রার্থী দেবে । শেষমেষ গতকাল কংগ্রেস ও বামফ্রন্ট আলোচনায় বসে ওই আসন নিয়ে । আলিমুদ্দিনের বৈঠকে কংগ্রেস সাফ জানায়, ওই আসনে তারা প্রার্থী দেবে । সেই সিদ্ধান্তে অনড় থেকে আজ মঙ্গলবার কংগ্রেস বাগদায় প্রার্থী দিল ৷

Last Updated : Jun 18, 2024, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.