দামোহ (মধ্যপ্রদেশ), 19 এপ্রিল: হিন্দু বিশ্বাস এবং আস্থাকে অপমান করতে ব্যস্ত কংগ্রেস এবং 'ইন্ডিয়া' জোট ৷ এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, বিরোধী জোটের দলগুলি রামের পুজোকে 'ভণ্ডামি' বলে উল্লেখ করেছে ৷ আজ প্রথমদফার নির্বাচনের মাঝে মধ্যপ্রদেশের দামোহতে নির্বাচনী প্রচারে যান মোদি ৷ সেখানেই 'ইন্ডিয়া' জোটকে হিন্দুত্ব ও রাম বিরোধী বলে কটাক্ষ করেন তিনি ৷
মোদি তাঁর ভাষণে বলেন, "কংগ্রেস এবং 'ইন্ডিয়া' জোট আমাদের বিশ্বাসকে অপমান করে চলেছে ৷ ওই লোকগুলি বলছে, আমাদের সনাতন ধর্ম ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো ৷ ওরা অযোধ্যায় তৈরি হওয়া রামমন্দিরের বিরোধী ৷ এই লোকগুলি ভগবান শ্রীরামের পুজোকে 'ভণ্ডামি' বলে ৷ এরাই সেই সমস্ত লোকজন যাঁরা, অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আসেননি ৷ আর এটা শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য ৷"
তবে, বর্তমান বিজেপি সরকার কারও সামনে মাথা নোয়াবে না বলে জানিয়ে দেন মোদি ৷ তাঁর কথায়, বিজেপির সরকারের কাছে সবার আগে দেশ ৷ মোদি বলেন, "আজ দেশে সেই বিজেপি সরকার রয়েছে, যে না কারও চাপে দমিত হয়, না কারও কাছে মাথানত করে ৷ আমাদের নীতি হল- 'দেশ সবার আগে' ৷" এ প্রসঙ্গে দেশের অর্থনীতির কথা তুলে ধরেন মোদি ৷ তিনি বলেন, "যখনই আমরা কোনও সিদ্ধান্ত নিই, তখন আমাদের কাছে অগ্রাধিকার পায় ভারতের সস্তায় তেল পাওয়ার বিষয়টি ৷ বর্তমানে অনেক দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ ৷ অনেক দেশ দেউলিয়া হয়ে গিয়েছে ৷"
চলতি লোকসভা নির্বাচনে শক্তিশালী সরকার গঠন ও তার গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে, মোদি মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিবেশের প্রসঙ্গ তুলে ধরেন ৷ তিনি বলেন, "এটা সেই নির্বাচন যা ভারতকে বিশ্বের দরবারে বড় শক্তি হিসেবে তুলে ধরবে ৷ যখন বিশ্বে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, তখন ভারতে যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী কাজ করা সরকার খুব প্রয়োজন ৷ সেই পরিস্থিতিতে ভারতের প্রয়োজন একটা সংখ্যাগরিষ্ঠ সরকার ৷ আর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একমাত্র বিজেপি সরকার সেটা করতে পারবে ৷"
আরও পড়ুন: