ETV Bharat / politics

মালদায় প্রার্থীদের পোস্টার-ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ, পরস্পরকে দুষল রাজনৈতিক দলগুলি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ভোটের আগেই প্রার্থীদের পোস্টার-ফ্লেক্স ছেঁড়ার ও কংগ্রেস নেতার বাড়িতে হামলার অভিযোগ ৷ একে ওপরকে দুষল কংগ্রেস, তৃণমূল ও বিজেপি ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 2:56 PM IST

মালদায় প্রার্থীদের পোস্টার ও ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ

মালদা, 13 এপ্রিল: ভোট বাজারে নতুন রাজনীতির আমদানি মালদায় ৷ কোথাও কংগ্রেস, কোথাও তৃণমূল, আবার কোথাও বিজেপির সমর্থনে লাগানো পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ৷ শুক্রবার রাতে মালদা শহর কংগ্রেস সভাপতির বাড়িতে হামলা চালানোরও অভিযোগ উঠেছে ৷ কংগ্রেস নেতার বাড়িতে হামলার ঘটনায় ইংরেজবাজার থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ এ দিকে ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদে পুরাতন মালদায় শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ বিজেপির দিকে আঙুল তুলেছে তারা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷

গতকাল রাতে মালদা শহরের হায়দারপুরে হানা দেয় রাজনৈতিক দুষ্কৃতীরা ৷ এই পাড়াতেই থাকেন শহর কংগ্রেস সভাপতি নুর ইসলাম মহালদার ৷ তাঁর অভিযোগ, রাত 12টা নাগাদ এলাকার দুই দুষ্কৃতী রিয়াজুল মহালদার ও তাঁর ছেলে মোবারক মহালদারের নেতৃত্বে বেশ কিছু মদ্যপ তাঁর বাড়িতে হামলা চালায় ৷ তাঁকে ও তাঁর ছেলেকে লাঠি আর লোহার রড দিয়ে মারধর করে ৷ তাঁর অফিস ঘরে ভাঙচুর করে ৷ সৌভাগ্যবশত ওই খবর পেয়ে পুলিশ তাঁদের বাড়িতে চলে এলে তাঁরা প্রাণে রক্ষা পান ৷ দুষ্কৃতীরা তখনকার মতো পালিয়ে গেলেও শনিবার সকাল থেকে দুষ্কৃতীরা তাঁকে খুনের হুমকি দিতে শুরু করে ৷ তিনি গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

এ দিকে গতকাল রাতে মোটর বাইক আরোহী দুই দুষ্কৃতী ইংরেজবাজার পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের হায়দারপুর এলাকায় থাকা কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীর সমর্থনে লাগানো সমস্ত ফ্লেক্স ছিঁড়ে ফেলে বলে অভিযোগ ৷ সেই ছবি সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে ৷ রাত থেকেই এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ এ দিন সকালে ঘটনাস্থলে যায় বাম ও কংগ্রেসের জেলা নেতৃত্ব ৷ এই ঘটনায় দুই দলের নেতৃত্ব নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে ৷ একইভাবে পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পালপাড়ায় তৃণমূলের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে ৷ এর প্রতিবাদে পুরাতন মালদা-কালুয়াদিঘি রাজ্য সড়কের জামতলি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন ঘাসফুলের নেতা-কর্মীরা ৷ অবশেষে মালদা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

এ নিয়ে দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী বলেন, "গতকাল শুধু নয়, পরশু রাতে দুষ্কৃতীরা আমাদের পোস্টার-ফ্লেক্স ছিঁড়েছে ৷ দলের তরফে আমরা সব কিছু জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছি ৷ কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সেভাবে তৎপরতা দেখায়নি ৷ পুলিশের কাছে আমাদের দাবি, এদের দ্রুত ধরতে হবে এবং শহর কংগ্রেস সভাপতির নিরাপত্তায় পুলিশি ব্যবস্থার বন্দোবস্ত করতে হবে৷ আসলে দুই শহরে কংগ্রেসের পালে হাওয়া বইতে শুরু করেছে ৷ তাতেই দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটাচ্ছে ৷"

ফ্লেক্স-পোস্টার ছেঁড়ার ঘটনায় অবশ্য সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন পুরাতন মালদা পৌরসভার তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা ৷ তিনি বলেন, "আজ সকালে বিষয়টি আমাদের নজরে আসে ৷ গতকাল খগেন মুর্মু মনোনয়ন জমা দিয়েছেন ৷ তিনি বুঝতে পেরেছিলেন, তিনি এই এলাকায় ভোট পাবেন না ৷ তাই তাঁদের দুষ্কৃতীরা পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে এসব কাজ করছে৷ অশান্তি ছড়িয়ে, ধর্মের সুড়সুড়ি দিয়ে ওরা ভোট বৈতরণী পেরোনোর চেষ্টা করছে ৷ ঊনিশ আর একুশের ভোটেও একই ঘটনা ঘটেছিল ৷ পুলিশ ও প্রশাসনের কাছে আমাদের আবেদন, সিসিটিভির ফুটেজ দেখে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক ৷"

যদিও বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্তের দাবি, "গতকাল আমাদের প্রার্থীর মনোনয়ন পর্বে মানুষের উচ্ছ্বাস দেখে তৃণমূল ভীত ৷ মানুষের মুখ যাতে কিছুটা বিজেপি থেকে ঘোরাতে পারে, তার জন্য ওরা এই কৌশল নিয়েছে ৷ পোস্টার-ফ্লেক্স তো ওরাই ছিঁড়ছে ৷ বুলবুলচণ্ডীতে বিজেপির সমস্ত ফ্ল্যাগ-ফেস্টন সরিয়ে দেওয়া হয়েছিল ৷ আমরা পুলিশ, বিডিওকে অভিযোগ জানিয়েছি ৷ কাজ হয়নি ৷ আর পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে ওরা বিজেপিকে প্রচারই করতে দেয়নি ৷ ওরা সরকারি জায়গায় পোস্টার-ফ্ল্যাগ লাগিয়েছে ৷ আমরা কমিশনকে জানিয়েছি ৷ ওরা আগে এসব অবৈধ পোস্টার-ফ্লেক্স সরাক, তারপর বিজেপির দিকে আঙুল তুলবে ৷"

আরও পড়ুন:

  1. 'ছাড় আমায় ছাড়', মোদির সঙ্গে রামের কার্টুন ঘিরে সরগরম শিলিগুড়ি
  2. রাম-নামে ‘কুরুচিকর’ দেওয়াল লিখন, হিরাপুর থানা ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চের
  3. ভোটের জন্য দেওয়াল চুরিতে অভিযুক্ত তৃণমূল, মুছে ফের লেখার হুঁশিয়ারি বিজেপির

মালদায় প্রার্থীদের পোস্টার ও ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ

মালদা, 13 এপ্রিল: ভোট বাজারে নতুন রাজনীতির আমদানি মালদায় ৷ কোথাও কংগ্রেস, কোথাও তৃণমূল, আবার কোথাও বিজেপির সমর্থনে লাগানো পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ৷ শুক্রবার রাতে মালদা শহর কংগ্রেস সভাপতির বাড়িতে হামলা চালানোরও অভিযোগ উঠেছে ৷ কংগ্রেস নেতার বাড়িতে হামলার ঘটনায় ইংরেজবাজার থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ এ দিকে ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদে পুরাতন মালদায় শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ বিজেপির দিকে আঙুল তুলেছে তারা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷

গতকাল রাতে মালদা শহরের হায়দারপুরে হানা দেয় রাজনৈতিক দুষ্কৃতীরা ৷ এই পাড়াতেই থাকেন শহর কংগ্রেস সভাপতি নুর ইসলাম মহালদার ৷ তাঁর অভিযোগ, রাত 12টা নাগাদ এলাকার দুই দুষ্কৃতী রিয়াজুল মহালদার ও তাঁর ছেলে মোবারক মহালদারের নেতৃত্বে বেশ কিছু মদ্যপ তাঁর বাড়িতে হামলা চালায় ৷ তাঁকে ও তাঁর ছেলেকে লাঠি আর লোহার রড দিয়ে মারধর করে ৷ তাঁর অফিস ঘরে ভাঙচুর করে ৷ সৌভাগ্যবশত ওই খবর পেয়ে পুলিশ তাঁদের বাড়িতে চলে এলে তাঁরা প্রাণে রক্ষা পান ৷ দুষ্কৃতীরা তখনকার মতো পালিয়ে গেলেও শনিবার সকাল থেকে দুষ্কৃতীরা তাঁকে খুনের হুমকি দিতে শুরু করে ৷ তিনি গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

এ দিকে গতকাল রাতে মোটর বাইক আরোহী দুই দুষ্কৃতী ইংরেজবাজার পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের হায়দারপুর এলাকায় থাকা কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীর সমর্থনে লাগানো সমস্ত ফ্লেক্স ছিঁড়ে ফেলে বলে অভিযোগ ৷ সেই ছবি সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে ৷ রাত থেকেই এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ এ দিন সকালে ঘটনাস্থলে যায় বাম ও কংগ্রেসের জেলা নেতৃত্ব ৷ এই ঘটনায় দুই দলের নেতৃত্ব নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে ৷ একইভাবে পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পালপাড়ায় তৃণমূলের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে ৷ এর প্রতিবাদে পুরাতন মালদা-কালুয়াদিঘি রাজ্য সড়কের জামতলি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন ঘাসফুলের নেতা-কর্মীরা ৷ অবশেষে মালদা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

এ নিয়ে দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী বলেন, "গতকাল শুধু নয়, পরশু রাতে দুষ্কৃতীরা আমাদের পোস্টার-ফ্লেক্স ছিঁড়েছে ৷ দলের তরফে আমরা সব কিছু জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছি ৷ কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সেভাবে তৎপরতা দেখায়নি ৷ পুলিশের কাছে আমাদের দাবি, এদের দ্রুত ধরতে হবে এবং শহর কংগ্রেস সভাপতির নিরাপত্তায় পুলিশি ব্যবস্থার বন্দোবস্ত করতে হবে৷ আসলে দুই শহরে কংগ্রেসের পালে হাওয়া বইতে শুরু করেছে ৷ তাতেই দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটাচ্ছে ৷"

ফ্লেক্স-পোস্টার ছেঁড়ার ঘটনায় অবশ্য সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন পুরাতন মালদা পৌরসভার তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা ৷ তিনি বলেন, "আজ সকালে বিষয়টি আমাদের নজরে আসে ৷ গতকাল খগেন মুর্মু মনোনয়ন জমা দিয়েছেন ৷ তিনি বুঝতে পেরেছিলেন, তিনি এই এলাকায় ভোট পাবেন না ৷ তাই তাঁদের দুষ্কৃতীরা পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে এসব কাজ করছে৷ অশান্তি ছড়িয়ে, ধর্মের সুড়সুড়ি দিয়ে ওরা ভোট বৈতরণী পেরোনোর চেষ্টা করছে ৷ ঊনিশ আর একুশের ভোটেও একই ঘটনা ঘটেছিল ৷ পুলিশ ও প্রশাসনের কাছে আমাদের আবেদন, সিসিটিভির ফুটেজ দেখে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক ৷"

যদিও বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্তের দাবি, "গতকাল আমাদের প্রার্থীর মনোনয়ন পর্বে মানুষের উচ্ছ্বাস দেখে তৃণমূল ভীত ৷ মানুষের মুখ যাতে কিছুটা বিজেপি থেকে ঘোরাতে পারে, তার জন্য ওরা এই কৌশল নিয়েছে ৷ পোস্টার-ফ্লেক্স তো ওরাই ছিঁড়ছে ৷ বুলবুলচণ্ডীতে বিজেপির সমস্ত ফ্ল্যাগ-ফেস্টন সরিয়ে দেওয়া হয়েছিল ৷ আমরা পুলিশ, বিডিওকে অভিযোগ জানিয়েছি ৷ কাজ হয়নি ৷ আর পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে ওরা বিজেপিকে প্রচারই করতে দেয়নি ৷ ওরা সরকারি জায়গায় পোস্টার-ফ্ল্যাগ লাগিয়েছে ৷ আমরা কমিশনকে জানিয়েছি ৷ ওরা আগে এসব অবৈধ পোস্টার-ফ্লেক্স সরাক, তারপর বিজেপির দিকে আঙুল তুলবে ৷"

আরও পড়ুন:

  1. 'ছাড় আমায় ছাড়', মোদির সঙ্গে রামের কার্টুন ঘিরে সরগরম শিলিগুড়ি
  2. রাম-নামে ‘কুরুচিকর’ দেওয়াল লিখন, হিরাপুর থানা ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চের
  3. ভোটের জন্য দেওয়াল চুরিতে অভিযুক্ত তৃণমূল, মুছে ফের লেখার হুঁশিয়ারি বিজেপির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.