ETV Bharat / politics

ধরনামঞ্চ থেকেই হেমন্ত সোরেনের 'পাশে দাঁড়ানোর শপথ' মমতার - রেড রোডের ধরনামঞ্চ

Mamata Banerjee Tweets in Support of Hemant Soren: রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 48 ঘণ্টার ধরনা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই ধরনা চলাকালীন এবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সমর্থনে টুইট করলেন মমতা ৷ পাশে থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 4:20 PM IST

Updated : Feb 2, 2024, 4:38 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: গত বুধবার রাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ তা নিয়ে গত দু’দিনে সরাসরি মুখ খোলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, আজ তৃণমূলের ধরনামঞ্চ থেকে হেমন্ত সোরেনের পাশে থাকার বার্তা দিলেন মমতা ৷ শুক্রবার ধরনা চলাকালীন মমতা তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানেই তিনি জানিয়েছেন, "হেমন্ত আমার ঘনিষ্ঠ বন্ধু ৷ এই কঠিন সময়ে আমি তাঁর পাশে দাঁড়ানোর শপথ করছি ৷" মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, হেমন্তের গ্রেফতারির নেপথ্যে নির্বাচিত সরকারকে দুর্বল করার প্রয়াস দেখছেন তিনি ৷

এর আগে এই গ্রেফতারি নিয়ে ঘুরপথে বার্তা দিলেও সরাসরি মুখ খোলেননি মমতা। এবার নাম করেই হেমন্তের পাশে থাকার বার্তা দিলেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ মমতা তাঁর পোস্টে লিখেছেন, "আদিবাসী নেতা হেমন্ত সোরেনের অন্যায় গ্রেফতারির তীব্র নিন্দা করছি ৷ বিজেপি-সমর্থিত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে প্রতিহিংসামূলকভাবে একটি জনপ্রিয় নির্বাচিত সরকারকে দুর্বল করার পরিকল্পিত ষড়যন্ত্র এটা ৷" মমতা বলেছেন, ঝাড়খণ্ডের মানুষ এই অন্যায়ের যোগ্য জবাব দেবে ৷ তিনি লেখেন, "ও আমার খুব কাছের বন্ধু ৷ এই কঠিন সময়ে গণতন্ত্র রক্ষাযর এই লড়াই আমি তাঁর পাশে দাঁড়ানোর শপথ করছি ৷ এই কঠিন লড়াইয়ে ঝাড়খণ্ডের মানুষ এর যোগ্য জবাব দেবে ও এই গুরুত্বপূর্ণ যুদ্ধে আপনাকে জয়ী করবে ৷"

প্রসঙ্গত গতকালও নাম না করে, হেমন্ত প্রসঙ্গ তুলেছিলেন মমতা ৷ শান্তিপুরের সভা থেকে এজেন্সি-রাজনীতির অভিযোগে সরব হয়েছিলেন তিনি ৷ সেই সভা থেকে তিনি বলেছিলেন, "তোমরা ভোটের আগে ধরে ধরে সবাইকে গ্রেফতার করছ ৷ মনে রেখো, আমাকে জেলে পুরলেও, আামি জেল ফুটো করে বেরিয়ে আসব ৷" তবে, আজ আর কোনও রাখ ঢাক করলেন না মমতা ৷ রেড রোডের ধরনামঞ্চ থেকে সরাসরি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন ৷ সঙ্গে বিজেপিকে নিশানা করলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ধরনামঞ্চ থেকেই প্রশাসনিক কাজকর্ম, আম জনতার ভোগান্তি চান না মমতা
  2. হেমন্ত সোরেনকে 5 দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত
  3. বকেয়ার দাবিতে আজ থেকে রেড রোডে 48 ঘণ্টার ধরনায় মুখ্যমন্ত্রী

কলকাতা, 2 ফেব্রুয়ারি: গত বুধবার রাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ তা নিয়ে গত দু’দিনে সরাসরি মুখ খোলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, আজ তৃণমূলের ধরনামঞ্চ থেকে হেমন্ত সোরেনের পাশে থাকার বার্তা দিলেন মমতা ৷ শুক্রবার ধরনা চলাকালীন মমতা তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানেই তিনি জানিয়েছেন, "হেমন্ত আমার ঘনিষ্ঠ বন্ধু ৷ এই কঠিন সময়ে আমি তাঁর পাশে দাঁড়ানোর শপথ করছি ৷" মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, হেমন্তের গ্রেফতারির নেপথ্যে নির্বাচিত সরকারকে দুর্বল করার প্রয়াস দেখছেন তিনি ৷

এর আগে এই গ্রেফতারি নিয়ে ঘুরপথে বার্তা দিলেও সরাসরি মুখ খোলেননি মমতা। এবার নাম করেই হেমন্তের পাশে থাকার বার্তা দিলেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ মমতা তাঁর পোস্টে লিখেছেন, "আদিবাসী নেতা হেমন্ত সোরেনের অন্যায় গ্রেফতারির তীব্র নিন্দা করছি ৷ বিজেপি-সমর্থিত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে প্রতিহিংসামূলকভাবে একটি জনপ্রিয় নির্বাচিত সরকারকে দুর্বল করার পরিকল্পিত ষড়যন্ত্র এটা ৷" মমতা বলেছেন, ঝাড়খণ্ডের মানুষ এই অন্যায়ের যোগ্য জবাব দেবে ৷ তিনি লেখেন, "ও আমার খুব কাছের বন্ধু ৷ এই কঠিন সময়ে গণতন্ত্র রক্ষাযর এই লড়াই আমি তাঁর পাশে দাঁড়ানোর শপথ করছি ৷ এই কঠিন লড়াইয়ে ঝাড়খণ্ডের মানুষ এর যোগ্য জবাব দেবে ও এই গুরুত্বপূর্ণ যুদ্ধে আপনাকে জয়ী করবে ৷"

প্রসঙ্গত গতকালও নাম না করে, হেমন্ত প্রসঙ্গ তুলেছিলেন মমতা ৷ শান্তিপুরের সভা থেকে এজেন্সি-রাজনীতির অভিযোগে সরব হয়েছিলেন তিনি ৷ সেই সভা থেকে তিনি বলেছিলেন, "তোমরা ভোটের আগে ধরে ধরে সবাইকে গ্রেফতার করছ ৷ মনে রেখো, আমাকে জেলে পুরলেও, আামি জেল ফুটো করে বেরিয়ে আসব ৷" তবে, আজ আর কোনও রাখ ঢাক করলেন না মমতা ৷ রেড রোডের ধরনামঞ্চ থেকে সরাসরি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন ৷ সঙ্গে বিজেপিকে নিশানা করলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ধরনামঞ্চ থেকেই প্রশাসনিক কাজকর্ম, আম জনতার ভোগান্তি চান না মমতা
  2. হেমন্ত সোরেনকে 5 দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত
  3. বকেয়ার দাবিতে আজ থেকে রেড রোডে 48 ঘণ্টার ধরনায় মুখ্যমন্ত্রী
Last Updated : Feb 2, 2024, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.