ETV Bharat / politics

বকেয়ার দাবিতে আজ থেকে রেড রোডে 48 ঘণ্টার ধরনায় মুখ্যমন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়

CM Mamata Banerjee will on 48 Hours Dharna at Red Road: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ও রাজ্যের প্রাপ্য বকেয়ার দাবিতে ফের একবার ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বেলা 1টা থেকে রেড রোডে টানা দু’দিনের সেই ধরনা কর্মসূচি পালন করবেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 10:17 AM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: রাজ্যের বকেয়া মেটানোর জন্য কেন্দ্রকে 7 দিনের সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে কেন্দ্রের কাছ থেকে কোনও সদুত্তর পাননি ৷ আর তার পরেই ধরনায় বসার কথা ঘোষণা করেন তিনি ৷ শুক্রবার থেকে 48 ঘণ্টার ধরনা কর্মসূচিতে রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থানে বসছেন মমতা ৷

তাঁর এই অবস্থান 100 দিনের কাজের কেন্দ্রীয় বঞ্চনা ও বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা না দেওয়ার অভিযোগকে সামনে রেখেই ৷ আজ বেলা 1টা থেকে 48 ঘণ্টা চলবে মমতার ধরনা কর্মসূচি ৷ যেখানে ধরনার শেষদিন শনিবার, একশোদিনের কাজের বঞ্চিত শ্রমিক ও আবাস যোজনার বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করবেন তিনি ৷ বিভিন্ন জেলা থেকে মানুষজনকে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস ৷

তবে তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী আটচল্লিশ ঘণ্টা ধরনায় বসবেন ৷ কিন্তু, তার পরেও এই কর্মসূচি চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের তরফ থেকে এই ধরনের কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়া হবে ৷ প্রয়োজনে জেলায় জেলায় এই কর্মসূচিকে ছড়িয়ে দেওয়া হবে বলে ঠিক করেছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব ৷

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই জানিয়েছিলেন, আজ অর্থাৎ শুক্রবার থেকে 100 দিনের প্রকল্পে বঞ্চিত এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘর পায়নি, তাঁদের হয়ে 48 ঘণ্টার ধরনায় বসবেন তিনি ৷ তারপর তৃণমূলের শাখা সংগঠনের তরফে এই ধরনা লাগাতার চালিয়ে যাওয়া হবে ৷ একইসঙ্গে জেলার নেতাদের তিনি নির্দেশ দিয়েছেন, নিজেদের এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য ৷

সামনেই লোকসভা ভোট ৷ হাতে মাত্রা কয়েকমাসের সময় ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চাপ তৈরির নানান কৌশল নেওয়া শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ যেখানে তাঁর বড় হাতিয়ার প্রায় গত 2 বছর ধরে বকেয়া থাকা একশোদিনের টাকা, আবাস ও গ্রাম সড়ক যোজনার বকেয়া টাকা ৷ যা নিয়ে দীর্ঘসময় ধরে কেন্দ্রের শাসকদলের সঙ্গে টানাপোড়েন লেগে রয়েছে তৃণমূলের ৷

উল্লেখ্য, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ তা সে, একশোদিনের হোক বা আবাস যোজনা, এমনকি মিড-ডে মিলের টাকার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে ৷ এই ইস্যুতে রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা একাধিকবার বলেছেন, কেন্দ্রের তরফে আগের দেওয়া টাকার সব হিসেব দিতে হবে রাজ্য সরকারকে ৷ তারপরেই বকেয়া টাকা পাবে রাজ্য সরকার ৷

আরও পড়ুন:

  1. ধরনায় বসছেন মমতা, গান্ধিমূর্তির পাদদেশ থেকে চাকরিপ্রার্থীদের সরতে নির্দেশ
  2. রাজ্য বাজেট মিটতেই দিল্লিতে মমতা, কার কার সঙ্গে দেখা হবে নেত্রীর?
  3. 'চোর হলে তাদের তাড়িয়ে দিন, তৃণমূলকে চোর বলবেন না'; দলীয় কর্মীদের বার্তা মুখ্যমন্ত্রী

কলকাতা, 2 ফেব্রুয়ারি: রাজ্যের বকেয়া মেটানোর জন্য কেন্দ্রকে 7 দিনের সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে কেন্দ্রের কাছ থেকে কোনও সদুত্তর পাননি ৷ আর তার পরেই ধরনায় বসার কথা ঘোষণা করেন তিনি ৷ শুক্রবার থেকে 48 ঘণ্টার ধরনা কর্মসূচিতে রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থানে বসছেন মমতা ৷

তাঁর এই অবস্থান 100 দিনের কাজের কেন্দ্রীয় বঞ্চনা ও বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা না দেওয়ার অভিযোগকে সামনে রেখেই ৷ আজ বেলা 1টা থেকে 48 ঘণ্টা চলবে মমতার ধরনা কর্মসূচি ৷ যেখানে ধরনার শেষদিন শনিবার, একশোদিনের কাজের বঞ্চিত শ্রমিক ও আবাস যোজনার বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করবেন তিনি ৷ বিভিন্ন জেলা থেকে মানুষজনকে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস ৷

তবে তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী আটচল্লিশ ঘণ্টা ধরনায় বসবেন ৷ কিন্তু, তার পরেও এই কর্মসূচি চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের তরফ থেকে এই ধরনের কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়া হবে ৷ প্রয়োজনে জেলায় জেলায় এই কর্মসূচিকে ছড়িয়ে দেওয়া হবে বলে ঠিক করেছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব ৷

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই জানিয়েছিলেন, আজ অর্থাৎ শুক্রবার থেকে 100 দিনের প্রকল্পে বঞ্চিত এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘর পায়নি, তাঁদের হয়ে 48 ঘণ্টার ধরনায় বসবেন তিনি ৷ তারপর তৃণমূলের শাখা সংগঠনের তরফে এই ধরনা লাগাতার চালিয়ে যাওয়া হবে ৷ একইসঙ্গে জেলার নেতাদের তিনি নির্দেশ দিয়েছেন, নিজেদের এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য ৷

সামনেই লোকসভা ভোট ৷ হাতে মাত্রা কয়েকমাসের সময় ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চাপ তৈরির নানান কৌশল নেওয়া শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ যেখানে তাঁর বড় হাতিয়ার প্রায় গত 2 বছর ধরে বকেয়া থাকা একশোদিনের টাকা, আবাস ও গ্রাম সড়ক যোজনার বকেয়া টাকা ৷ যা নিয়ে দীর্ঘসময় ধরে কেন্দ্রের শাসকদলের সঙ্গে টানাপোড়েন লেগে রয়েছে তৃণমূলের ৷

উল্লেখ্য, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ তা সে, একশোদিনের হোক বা আবাস যোজনা, এমনকি মিড-ডে মিলের টাকার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে ৷ এই ইস্যুতে রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা একাধিকবার বলেছেন, কেন্দ্রের তরফে আগের দেওয়া টাকার সব হিসেব দিতে হবে রাজ্য সরকারকে ৷ তারপরেই বকেয়া টাকা পাবে রাজ্য সরকার ৷

আরও পড়ুন:

  1. ধরনায় বসছেন মমতা, গান্ধিমূর্তির পাদদেশ থেকে চাকরিপ্রার্থীদের সরতে নির্দেশ
  2. রাজ্য বাজেট মিটতেই দিল্লিতে মমতা, কার কার সঙ্গে দেখা হবে নেত্রীর?
  3. 'চোর হলে তাদের তাড়িয়ে দিন, তৃণমূলকে চোর বলবেন না'; দলীয় কর্মীদের বার্তা মুখ্যমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.