ETV Bharat / politics

বীরভূম সফরে মমতা, ফের কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা - Birbhum District TMC

Birbhum District TMC: 18 ফেব্রুয়ারি বীরভূম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বৈঠকের পরই জেলা তৃণমূলের কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 5:43 PM IST

বীরভূম তৃণমূলের কোর কমিটিতে রদবলের সম্ভাবনা

বোলপুর, 16 ফেব্রুয়ারি: জেলে অনুব্রত । এরই মধ্যে বীরভূম জেলার কোর কমিটি রদবদলের সম্ভাবনা সামনে আসছে, এই নিয়ে দ্বীতিয়বার বলেই খবর। লোকসভা ভোটের আগে অনুব্রতর গড়ে পরিস্থিতি খতিয়ে দেখতে ফের সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেই সফরেই বৈঠক করার কথা মমতার। সেই বৈঠকেই জেলা কোর কমিটি রদবদলের সম্ভাবনা জোরালো হয়ে উঠছে।

মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্বল্প দৈর্ঘ্যের সফর সূচি তৈরি করা হয়েছে । পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে এসেই জেলার সাংসদ-বিধায়ক সহ কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । 18 ফেব্রুয়ারি সিউড়িতে প্রশাসনিক সভা থেকে জল প্রকল্প-সহ রাস্তা ও দেউচা-পাচামির জমিদাতাদের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে ৷ ইতিমধ্যে সফরের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে ।

গরুপাচার ও আর্থিক তছরূপ মামলায় তিহারে বন্দি অনুব্রত মণ্ডল । ফের অনুব্রতহীন বীরভূম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল-কংগ্রেস ও বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 17 ফেব্রুয়ারি বিকেলে সড়কপথে পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় । বল্লভপুরের রাঙাবিতান গেস্ট হাউসে থাকবেন তিনি ৷ সেখানেই জেলার বিধায়ক, সাংসদ ও কোর কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে । এই বৈঠকে কোর কমিটিতে ফের রদবদলের সম্ভাবনা রয়েছে । 5 জনের কোর কমিটিতে নতুন সদস্য সংযোজন হতে পারে বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে ৷

18 ফেব্রুয়ারি সিউড়ির চাঁদমারির মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে প্রায় 137 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের শিলান্যাস করবেন । শহরের বিভিন্ন জায়গায় 6 একর জমিজুড়ে বসবে রিফাইল ওয়াটার মেশিন ৷ এছাড়া, সতীপীঠের অন্যতম ফুল্লরাতলা ও নন্দকেশরীতলার নব সংস্কারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি, জেলাজুড়ে একাধিক পথশ্রী প্রকল্পের রাস্তা, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের রাস্তা, জেলা পরিষদের রাস্তা ও পূর্ত বিভাগের রাস্তার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

একইসঙ্গে দেউচা-পাচামির খোলা মুখ কয়লাখনি প্রকল্পের জন্য জমিদাতা 500 জনের হাতে গ্রুপ ডি ও জুনিয়র পুলিশ কনস্টেবল পদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে ৷ ওই দিনই হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী । উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় স্বল্প দৈর্ঘ্যের সফরসূচি তৈরি করা হয়েছে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরসূচির চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ।

আরও পড়ুন :

  1. বীরভূম লোকসভা কেন্দ্রে প্রশাসনিক সভা, ফের অনুব্রত গড়ে মুখ্যমন্ত্রী
  2. তুমি কত বড় নেতা যে চেয়ার ছেড়ে উঠে যাও, কাজল শেখকে ধমক মমতার
  3. পরিদর্শনের পর কোপাই তীরে বেআইনি নির্মাণ বন্ধ করল জেলা প্রশাসন

বীরভূম তৃণমূলের কোর কমিটিতে রদবলের সম্ভাবনা

বোলপুর, 16 ফেব্রুয়ারি: জেলে অনুব্রত । এরই মধ্যে বীরভূম জেলার কোর কমিটি রদবদলের সম্ভাবনা সামনে আসছে, এই নিয়ে দ্বীতিয়বার বলেই খবর। লোকসভা ভোটের আগে অনুব্রতর গড়ে পরিস্থিতি খতিয়ে দেখতে ফের সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেই সফরেই বৈঠক করার কথা মমতার। সেই বৈঠকেই জেলা কোর কমিটি রদবদলের সম্ভাবনা জোরালো হয়ে উঠছে।

মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্বল্প দৈর্ঘ্যের সফর সূচি তৈরি করা হয়েছে । পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে এসেই জেলার সাংসদ-বিধায়ক সহ কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । 18 ফেব্রুয়ারি সিউড়িতে প্রশাসনিক সভা থেকে জল প্রকল্প-সহ রাস্তা ও দেউচা-পাচামির জমিদাতাদের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে ৷ ইতিমধ্যে সফরের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে ।

গরুপাচার ও আর্থিক তছরূপ মামলায় তিহারে বন্দি অনুব্রত মণ্ডল । ফের অনুব্রতহীন বীরভূম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল-কংগ্রেস ও বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 17 ফেব্রুয়ারি বিকেলে সড়কপথে পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় । বল্লভপুরের রাঙাবিতান গেস্ট হাউসে থাকবেন তিনি ৷ সেখানেই জেলার বিধায়ক, সাংসদ ও কোর কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে । এই বৈঠকে কোর কমিটিতে ফের রদবদলের সম্ভাবনা রয়েছে । 5 জনের কোর কমিটিতে নতুন সদস্য সংযোজন হতে পারে বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে ৷

18 ফেব্রুয়ারি সিউড়ির চাঁদমারির মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে প্রায় 137 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের শিলান্যাস করবেন । শহরের বিভিন্ন জায়গায় 6 একর জমিজুড়ে বসবে রিফাইল ওয়াটার মেশিন ৷ এছাড়া, সতীপীঠের অন্যতম ফুল্লরাতলা ও নন্দকেশরীতলার নব সংস্কারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি, জেলাজুড়ে একাধিক পথশ্রী প্রকল্পের রাস্তা, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের রাস্তা, জেলা পরিষদের রাস্তা ও পূর্ত বিভাগের রাস্তার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

একইসঙ্গে দেউচা-পাচামির খোলা মুখ কয়লাখনি প্রকল্পের জন্য জমিদাতা 500 জনের হাতে গ্রুপ ডি ও জুনিয়র পুলিশ কনস্টেবল পদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে ৷ ওই দিনই হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী । উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় স্বল্প দৈর্ঘ্যের সফরসূচি তৈরি করা হয়েছে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরসূচির চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ।

আরও পড়ুন :

  1. বীরভূম লোকসভা কেন্দ্রে প্রশাসনিক সভা, ফের অনুব্রত গড়ে মুখ্যমন্ত্রী
  2. তুমি কত বড় নেতা যে চেয়ার ছেড়ে উঠে যাও, কাজল শেখকে ধমক মমতার
  3. পরিদর্শনের পর কোপাই তীরে বেআইনি নির্মাণ বন্ধ করল জেলা প্রশাসন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.