বোলপুর, 16 ফেব্রুয়ারি: জেলে অনুব্রত । এরই মধ্যে বীরভূম জেলার কোর কমিটি রদবদলের সম্ভাবনা সামনে আসছে, এই নিয়ে দ্বীতিয়বার বলেই খবর। লোকসভা ভোটের আগে অনুব্রতর গড়ে পরিস্থিতি খতিয়ে দেখতে ফের সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেই সফরেই বৈঠক করার কথা মমতার। সেই বৈঠকেই জেলা কোর কমিটি রদবদলের সম্ভাবনা জোরালো হয়ে উঠছে।
মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্বল্প দৈর্ঘ্যের সফর সূচি তৈরি করা হয়েছে । পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে এসেই জেলার সাংসদ-বিধায়ক সহ কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । 18 ফেব্রুয়ারি সিউড়িতে প্রশাসনিক সভা থেকে জল প্রকল্প-সহ রাস্তা ও দেউচা-পাচামির জমিদাতাদের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে ৷ ইতিমধ্যে সফরের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে ।
গরুপাচার ও আর্থিক তছরূপ মামলায় তিহারে বন্দি অনুব্রত মণ্ডল । ফের অনুব্রতহীন বীরভূম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল-কংগ্রেস ও বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 17 ফেব্রুয়ারি বিকেলে সড়কপথে পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় । বল্লভপুরের রাঙাবিতান গেস্ট হাউসে থাকবেন তিনি ৷ সেখানেই জেলার বিধায়ক, সাংসদ ও কোর কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে । এই বৈঠকে কোর কমিটিতে ফের রদবদলের সম্ভাবনা রয়েছে । 5 জনের কোর কমিটিতে নতুন সদস্য সংযোজন হতে পারে বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে ৷
18 ফেব্রুয়ারি সিউড়ির চাঁদমারির মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে প্রায় 137 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের শিলান্যাস করবেন । শহরের বিভিন্ন জায়গায় 6 একর জমিজুড়ে বসবে রিফাইল ওয়াটার মেশিন ৷ এছাড়া, সতীপীঠের অন্যতম ফুল্লরাতলা ও নন্দকেশরীতলার নব সংস্কারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি, জেলাজুড়ে একাধিক পথশ্রী প্রকল্পের রাস্তা, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের রাস্তা, জেলা পরিষদের রাস্তা ও পূর্ত বিভাগের রাস্তার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
একইসঙ্গে দেউচা-পাচামির খোলা মুখ কয়লাখনি প্রকল্পের জন্য জমিদাতা 500 জনের হাতে গ্রুপ ডি ও জুনিয়র পুলিশ কনস্টেবল পদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে ৷ ওই দিনই হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী । উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় স্বল্প দৈর্ঘ্যের সফরসূচি তৈরি করা হয়েছে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরসূচির চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ।
আরও পড়ুন :