ETV Bharat / politics

সিএএ আবেদনে নেই নাগরিকত্বের নিশ্চয়তা, মোদির বিরুদ্ধে মতুয়াদের সঙ্গে মিথ্যাচারের অভিযোগ মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: রানাঘাট লোকসভা মতুয়া অধ্য়ুষিত কেন্দ্র ৷ সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হওয়ার পর এখানে এটি বড় ইস্যু ৷ সেখানেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব প্রদানের নামে মিথ্যাচারের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
সিএএ-র নামে মতুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 5:30 PM IST

চাকদা, 4 মে: মতুয়া অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলির একটি নদিয়ার রানাঘাট ৷ আর মতুয়াদের ভোট ব্যাংকে টানতে উঠেপড়ে লেগেছে রাজ্যের শাসক ও বিরোধী দল ৷ মতুয়া সমাজের সঙ্গে নরেন্দ্র মোদি মিথ্যাচার করেছেন বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কারণ, সিএএ লাগু হওয়া ও আবেদনপত্রে সই করার অর্থ নাগরিকত্ব প্রদান নয় ৷ সেখানে নাগরিকত্ব লাভে অনিশ্চয়তাও থাকছে বলে দাবি করলেন মমতা ৷

ঠিক কী বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী ? মমতার কথায়, "পাঁচ বছর আগে সিএএ-র নামে মতুয়াদের ভোট গিয়েছিল বিজেপির দিকে ৷ বিজেপির তরফে বলা হয়েছিল, সিএএ লাগু করে নাগরিকত্ব দেবে ৷ সব মিথ্যে কথা ৷ আজকে বলছে, ক্যা (সিএএ)-তে তোমাদের আবেদন করতে হবে ৷ আর ক্যা-তে আবেদন করলেই আপনি নাগরিকত্ব পাবেন না ৷ কোনও নিশ্চয়তা নেই যে, আপনি নাগরিকত্ব পাবেন ৷ আর না পেলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে ৷"

মতুয়াদের উদ্দেশ্যে মমতা বলেন, "সিএএ ফর্ম আসলে, এনআরসি-র আগের ধাপ ৷ এখানে আপনি সিএএ ফর্মে সই করলেন, আর ওখানে ওরা আপনাকে বিদেশি বলে দেগে দেবে৷ তারপর সোজা ডিটেনশন ক্যাম্পে ৷ যা করেছিল আসামে ৷ আমি বেঁচে থাকাকালীন বাংলায় সিএএ করতে দেব না ৷"

উল্লেখ্য, এই সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগে 2014 সালের আগে ভারতে আসা হিন্দু, শিখ, জৈনদের নাগরিকত্ব প্রদান করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কিন্তু, সেক্ষেত্রে বৈধ নথি থাকা বাধ্যতামূলক ৷ আর এটিকেই হাতিয়ার করছেন মমতা ৷ তাঁর বক্তব্য, যে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বিজেপি বলছে, তা আদতে ঘুরপথে দেশের নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার কৌশল ৷

এই ইস্যুতে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও মোদি-শাহকে কটাক্ষ করেন মমতা ৷ ইউসিসি-র মাধ্যমে একটি পারিবারিক আইনের আওতায় ভারতের সকল নাগরিককে নিয়ে আসার প্রস্তাব পেশ করেছে বিজেপির সরকার ৷ উল্লেখ্য, বিবাহ, বিবাহবিচ্ছেদ, দত্তক ও উত্তরাধিকারের মতো বিষয়গুলিতে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদের 25-28, নাগরিকদের ধর্ম ভিত্তিক আইন পালনের অনুমতি দেয় ৷ তা লাঘব করে এক আইনের ছাতারতলায় নাগরিকদের আনাই হল অভিন্ন দেওয়ানি বিধি ৷ আর তারই বিরুদ্ধে এদিন মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভায় সরব হয়েছেন মমতা ৷ নাম না-করে মমতার অভিযোগ, "এই দেশে শুধু 'মধু-বিধু' দুই ভাই থাকবে ৷ আদিবাসী, তপশিলিদের কোনও অস্তিত্ব থাকবে না ৷"

আরও পড়ুন:

  1. 'সন্দেশখালি বিজেপির তৈরি নাটক', ভাইরাল স্টিং অপারেশনকে হাতিয়ার করে নিশানা মমতার
  2. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা

চাকদা, 4 মে: মতুয়া অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলির একটি নদিয়ার রানাঘাট ৷ আর মতুয়াদের ভোট ব্যাংকে টানতে উঠেপড়ে লেগেছে রাজ্যের শাসক ও বিরোধী দল ৷ মতুয়া সমাজের সঙ্গে নরেন্দ্র মোদি মিথ্যাচার করেছেন বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কারণ, সিএএ লাগু হওয়া ও আবেদনপত্রে সই করার অর্থ নাগরিকত্ব প্রদান নয় ৷ সেখানে নাগরিকত্ব লাভে অনিশ্চয়তাও থাকছে বলে দাবি করলেন মমতা ৷

ঠিক কী বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী ? মমতার কথায়, "পাঁচ বছর আগে সিএএ-র নামে মতুয়াদের ভোট গিয়েছিল বিজেপির দিকে ৷ বিজেপির তরফে বলা হয়েছিল, সিএএ লাগু করে নাগরিকত্ব দেবে ৷ সব মিথ্যে কথা ৷ আজকে বলছে, ক্যা (সিএএ)-তে তোমাদের আবেদন করতে হবে ৷ আর ক্যা-তে আবেদন করলেই আপনি নাগরিকত্ব পাবেন না ৷ কোনও নিশ্চয়তা নেই যে, আপনি নাগরিকত্ব পাবেন ৷ আর না পেলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে ৷"

মতুয়াদের উদ্দেশ্যে মমতা বলেন, "সিএএ ফর্ম আসলে, এনআরসি-র আগের ধাপ ৷ এখানে আপনি সিএএ ফর্মে সই করলেন, আর ওখানে ওরা আপনাকে বিদেশি বলে দেগে দেবে৷ তারপর সোজা ডিটেনশন ক্যাম্পে ৷ যা করেছিল আসামে ৷ আমি বেঁচে থাকাকালীন বাংলায় সিএএ করতে দেব না ৷"

উল্লেখ্য, এই সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগে 2014 সালের আগে ভারতে আসা হিন্দু, শিখ, জৈনদের নাগরিকত্ব প্রদান করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কিন্তু, সেক্ষেত্রে বৈধ নথি থাকা বাধ্যতামূলক ৷ আর এটিকেই হাতিয়ার করছেন মমতা ৷ তাঁর বক্তব্য, যে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বিজেপি বলছে, তা আদতে ঘুরপথে দেশের নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার কৌশল ৷

এই ইস্যুতে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও মোদি-শাহকে কটাক্ষ করেন মমতা ৷ ইউসিসি-র মাধ্যমে একটি পারিবারিক আইনের আওতায় ভারতের সকল নাগরিককে নিয়ে আসার প্রস্তাব পেশ করেছে বিজেপির সরকার ৷ উল্লেখ্য, বিবাহ, বিবাহবিচ্ছেদ, দত্তক ও উত্তরাধিকারের মতো বিষয়গুলিতে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদের 25-28, নাগরিকদের ধর্ম ভিত্তিক আইন পালনের অনুমতি দেয় ৷ তা লাঘব করে এক আইনের ছাতারতলায় নাগরিকদের আনাই হল অভিন্ন দেওয়ানি বিধি ৷ আর তারই বিরুদ্ধে এদিন মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভায় সরব হয়েছেন মমতা ৷ নাম না-করে মমতার অভিযোগ, "এই দেশে শুধু 'মধু-বিধু' দুই ভাই থাকবে ৷ আদিবাসী, তপশিলিদের কোনও অস্তিত্ব থাকবে না ৷"

আরও পড়ুন:

  1. 'সন্দেশখালি বিজেপির তৈরি নাটক', ভাইরাল স্টিং অপারেশনকে হাতিয়ার করে নিশানা মমতার
  2. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.