নয়াদিল্লি, 3 এপ্রিল: লোকসভা ভোটের মুখে দলবদলের হিড়িক ৷ এবার সেই তালিকায় যুক্ত হল বক্সিংয়ে ভারতের হয়ে প্রথম অলিম্পিক পদক জয়ী বিজেন্দর সিংয়ের নাম ৷ বুধবার কংগ্রের ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এই পেশাদার বক্সার ৷ এদিন কংগ্রেস নেতা হিসাবে পদত্যাগ করার পরেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি ।
আসন্ন লোকসভা নির্বাচনে মথুরা থেকে কংগ্রেস প্রার্থী করতে পারে তাঁকে ৷ এমনই জল্পনা গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ৷ এদিকে বর্তমান সাংসদ হেমা মালিনীকে আবার ওই আসনে প্রার্থী করেছে বিজেপি । 2019 লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে বিজেন্দর সিংকে প্রার্থী করেছিল হাত শিবির ৷ তবে তিনি দলকে জেতাতে পারেননি ৷ এরপর নির্বাচনের আগে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে এই বক্সার বিজেপিতে যোগ দিলেন ৷
গেরুয়া শিবিরে নাম লিখিয়ে বিজেন্দর সিং বলেন, "এটি আমার জন্য পাঁচ বছর পর বাড়িতে ফেরার মোত ৷ কারণ আমি 2019 সালে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি ৷ বিজেপি সরকার খেলোয়াড়দের যে সম্মান দিয়েছে তাতে আমি অনুপ্রাণিত হয়েছি ৷" গত সপ্তাহে এক্সের একটি পোস্টে বক্সার লিখেছিলেন, "জনগণ যা চায় আমি তাই করতে প্রস্তুত।"
বিজেন্দর সিংকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় যোগ দিতে দেখা গিয়েছিল ৷ তিনি প্রথমে মধ্যপ্রদেশের খারগোনে এবং পরে হরিয়ানার কারনাল জেলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে হাঁটেন । মধ্যপ্রদেশে দু'জনকে একে অপরের সঙ্গে কথা বলতে ও হরিয়ানার ধাঁচে গোঁফ পাকাতে দেখা গিয়েছিল ৷ সেই ভিডিয়ো কংগ্রেসের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়াওর করেছিল । হরিয়ানায় ভারত জোড়ো ন্যায় যাত্রা'র ছবি শেয়ার করেন বিজেন্দর সিং এবং কংগ্রেসও ।
হরিয়ানার প্রভাবশালী জাট সম্প্রদায়ের থেকে আসেন বিজেন্দর সিং ৷ তাঁর এই পদক্ষেপ ভোটে পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো অঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে । তিনি হরিয়ানার ভিওয়ানি জেলার বাসিন্দা ৷ তবে দক্ষিণ দিল্লি থেকে গত লোকসভা নির্বাচনে লড়েছিলেন এবং হেরে গিয়েছিলেন । কমনওয়েলথ গেমসে তিনি দুটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছেন ।
আরও পড়ুন: