কৃষ্ণনগর, 10 মে: সন্দেসকালি ইস্যুতে এবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ বিজেপি রাজ্য সভাপতির কথায়, "একজন মহিলা এবং রাজ্যের মন্ত্রী, তিনি কেন মূর্খের মতো কথা বলছেন বুঝতে পারছি না ! সময়ের জন্য অপেক্ষা করুন, সব পরিষ্কার হয়ে যাবে ৷" সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
শুক্রবার নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করেন সুকান্ত মজুমদার। ভীমপুর থানার আসাননগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় এই রোড শো। প্রায় দুই কিলোমিটার দূরত্বে ভীমপুর বাজারে শেষ হয়। এদিনের রোড-শোয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার থাকার কথা থাকলেও, প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি অবশ্য আসতে পারেননি। এদিন সুকান্ত মজুমদারের এই রোড শোয়ে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাতে গোনা কয়েক ঘন্টা বাকি রয়েছে প্রচারের সময়সীমার। আগামী 13 মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই কারণেই শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দলই। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে এবার বিজেপি কিছুটা চমক দিয়ে প্রার্থী করেছেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশের বধূ অমৃতা রায়কে। এবারের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনেকটাই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলে।
এদিন রোড শো শুরু করার আগে সাংবাদিকদের সন্দেশখালি নিয়ে প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার বলেন, "সময়ের জন্য অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে। ওখানে কোথা থেকে টাকা আসছে সবাই তা জানে। তৃণমূল নিজেদের দোষ ঢাকতে মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে।" পাশাপাশি শশী পাঁজা প্রসঙ্গে তিনি বলেন, "তিনি একজন মহিলা এবং রাজ্যের মন্ত্রী হয়ে কীভাবে মুর্খের মতো কথা বলতে পারেন ? সেখানে রাজ্য পুলিশ 144 ধারা বলবৎ করেছে। সেখানকার মহিলারা পুলিশের সামনেই আদালতে ধর্ষনের ঘটনা কথা অভিযোগ করেছিলেন। এখানে বিজেপির কোনও সম্পর্কই নেই। সন্দেশখালির ঘটনা নিয়ে যে নোংরামি চলছে, তা সময়ে এলেই পরিষ্কার হয়ে যাবে ৷"
আরও পড়ুন