ETV Bharat / politics

ভোটে পরপর ধাক্কা খাওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে বিজেপির রাজ্য কমিটি - BJP State Committee Meeting - BJP STATE COMMITTEE MEETING

BJP State Committee Meeting: লোকসভা নির্বাচন ও বিধানসভার উপ-নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির ৷ তার পর এই প্রথমবার বৈঠকে বসতে চলেছে বিজেপির রাজ্য কমিটি ৷ আগামিকাল বুধবার ওই বৈঠক হবে সায়েন্স সিটিতে ৷

BJP
বিজেপি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 6:23 PM IST

কলকাতা, 16 জুলাই: লোকসভা নির্বাচনে সারা দেশের মতো বাংলাতেও ধাক্কা খেয়েছে বিজেপি ৷ আসন সংখ্যা 18 থেকে কমে 12 হয়েছে ৷ সেই ধাক্কার রেশ কাটার আগেই চারটি বিধানসভা আসনের উপ-নির্বাচনেও ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির ৷ চারটিতেই হেরেছে তারা ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বিজেপির তিনটি আসন হাতছাড়া হয়েছে এই উপ-নির্বাচনে ৷

এই আবহে আগামিকাল বুধবার বৈঠকে বসছে বঙ্গ বিজেপির রাজ্য কমিটি৷ সায়েন্স সিটিতে হতে চলা ওই বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য-সহ একাধিক নেতা উপস্থিত থাকবেন ৷ এছাড়াও থাকবেন রাজ্যে বিজেপির তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সুনীল বনশল ও অমিত মালব্য ।

বিজেপি সূত্রে খবর, বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে ৷ তার মধ্যে অবশ্যই থাকবে লোকসভা নির্বাচনের খারাপ ফলের বিষয়টি ৷ কেন এমন হল, কোথায় খামতি থেকে গিয়েছিল, সেগুলি নিয়ে দলের নেতারা বিস্তারিতভাবে আলোচনা করবেন ৷ পাশাপাশি উঠে আসতে পারে ভোট পরবর্তী হিংসার বিষয়টি ৷

লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পর থেকেই এই নিয়ে সরব বিজেপি ৷ বিভিন্ন জায়গায় তারা এই নিয়ে অভিযোগ করেছে ৷ কেন্দ্রীয় দল ঘুরে গিয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৷ রাজভবনের বাইরে বিজেপি এই নিয়ে ধরনাও দিয়েছে ৷ এই পরিস্থিতিতে কর্মীদের পাশে থাকতে কী কী করা উচিত, তা নিয়ে আলোচনা হবে ৷

তবে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সাংগঠনিক বিষয় নিয়ে ৷ কারণ, আরও কয়েকটি বিধানসভা আসনে উপ-নির্বাচন শিগগিরই হবে ৷ তাছাড়া দু’বছর পরই বিধানসভা ভোট ৷ সেই নির্বাচনে লড়াই করতে সাংগঠনিক শক্তি এখন থেকেই মজবুত করা দরকার বলে মনে করছে গেরুয়া শিবির ৷ তাই স্বাভাবিকভাবেই এই বিষয়টি উঠবে রাজ্য কমিটির বৈঠকে ৷ সেই কারণেই সম্ভবত ওই বৈঠকে জেলা থেকে মণ্ডল, বুথ ও শক্তি কেন্দ্রের সমস্ত সভাপতিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

বিজেপি সূত্রে খবর, আগামিদিনে কিভাবে সংগঠনের কাজ এগোবে, কী কী ইস্যুতে আন্দোলন করা হবে, তা নিয়েও আলোচনা হতে পারে ৷ তাই বৈঠকের শেষে নেতারা কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে গেরুয়া শিবির ৷

কলকাতা, 16 জুলাই: লোকসভা নির্বাচনে সারা দেশের মতো বাংলাতেও ধাক্কা খেয়েছে বিজেপি ৷ আসন সংখ্যা 18 থেকে কমে 12 হয়েছে ৷ সেই ধাক্কার রেশ কাটার আগেই চারটি বিধানসভা আসনের উপ-নির্বাচনেও ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির ৷ চারটিতেই হেরেছে তারা ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বিজেপির তিনটি আসন হাতছাড়া হয়েছে এই উপ-নির্বাচনে ৷

এই আবহে আগামিকাল বুধবার বৈঠকে বসছে বঙ্গ বিজেপির রাজ্য কমিটি৷ সায়েন্স সিটিতে হতে চলা ওই বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য-সহ একাধিক নেতা উপস্থিত থাকবেন ৷ এছাড়াও থাকবেন রাজ্যে বিজেপির তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সুনীল বনশল ও অমিত মালব্য ।

বিজেপি সূত্রে খবর, বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে ৷ তার মধ্যে অবশ্যই থাকবে লোকসভা নির্বাচনের খারাপ ফলের বিষয়টি ৷ কেন এমন হল, কোথায় খামতি থেকে গিয়েছিল, সেগুলি নিয়ে দলের নেতারা বিস্তারিতভাবে আলোচনা করবেন ৷ পাশাপাশি উঠে আসতে পারে ভোট পরবর্তী হিংসার বিষয়টি ৷

লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পর থেকেই এই নিয়ে সরব বিজেপি ৷ বিভিন্ন জায়গায় তারা এই নিয়ে অভিযোগ করেছে ৷ কেন্দ্রীয় দল ঘুরে গিয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৷ রাজভবনের বাইরে বিজেপি এই নিয়ে ধরনাও দিয়েছে ৷ এই পরিস্থিতিতে কর্মীদের পাশে থাকতে কী কী করা উচিত, তা নিয়ে আলোচনা হবে ৷

তবে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সাংগঠনিক বিষয় নিয়ে ৷ কারণ, আরও কয়েকটি বিধানসভা আসনে উপ-নির্বাচন শিগগিরই হবে ৷ তাছাড়া দু’বছর পরই বিধানসভা ভোট ৷ সেই নির্বাচনে লড়াই করতে সাংগঠনিক শক্তি এখন থেকেই মজবুত করা দরকার বলে মনে করছে গেরুয়া শিবির ৷ তাই স্বাভাবিকভাবেই এই বিষয়টি উঠবে রাজ্য কমিটির বৈঠকে ৷ সেই কারণেই সম্ভবত ওই বৈঠকে জেলা থেকে মণ্ডল, বুথ ও শক্তি কেন্দ্রের সমস্ত সভাপতিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

বিজেপি সূত্রে খবর, আগামিদিনে কিভাবে সংগঠনের কাজ এগোবে, কী কী ইস্যুতে আন্দোলন করা হবে, তা নিয়েও আলোচনা হতে পারে ৷ তাই বৈঠকের শেষে নেতারা কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে গেরুয়া শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.