ETV Bharat / politics

আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টের ভর্ৎসনায় প্রকাশ্য়ে রাজ্যের ব্যর্থতা, দাবি বিজেপির - BJP Slams West Bengal Government

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 7:48 PM IST

BJP Slams West Bengal Government: আরজি কর-কাণ্ড নিয়ে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার ৷ এই নিয়ে একাধিক নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত ৷ তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ৷

BJP Slams West Bengal Government
আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টের ভর্ৎসনায় প্রকাশ্য়ে রাজ্যের ব্যর্থতা, দাবি বিজেপির (ইটিভি ভারত)

কলকাতা, 20 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতে বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে ৷ যা এই ঘটনায় রাজ্য প্রশাসনের ব্যর্থতার ছবিকেই তুলে ধরছে বলে মনে করছে বিজেপি ৷

সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের বিষয়টি সামনে আসার পরই এই নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা জানান, একটা হাসপাতালে সুরক্ষা দিতে রাজ্য সরকার ব্যর্থ । এটা চরম লজ্জার । যে কলকাতা পুলিশকে আগে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, সেই রাজ্যে সরকারি হাসপাতালকে পাহারা দিতে হবে সিআইএসএফকে । এর থেকে লজ্জা আর কিছুই হতে পারে না ।

তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করে এসেছেন । অথচ ভাগ্যের এমন পরিহাস যে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলায় আরজি কর হাসপাতালে সিআইএসএফ মোতায়েন করার কথা বলেছে ৷ সুপ্রিম কোর্টের এ দিনের পর্যবেক্ষণ রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ।

অতীতে অনেক মামলার ক্ষেত্রেই দেখা গিয়েছে যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ এক্ষেত্রে সেই উপায়ও নেই বলেই মন্তব্য করেছেন রাহুল সিনহা ৷ তাঁর অভিযোগ, আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের আড়াল করতে চাইছেন ৷

তিনি প্রশ্ন তুলেছেন, কেন মুখ্যমন্ত্রীকে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছেন ? কী করে একটা হত্যাকে আত্মহত্যায় রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন তিনি ? রাহুল সিনহার দাবি, এর থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে সমস্ত ঘটনা মুখ্যমন্ত্রী জানতেন । কিন্তু এখনও রাজ্য সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করে বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিতে চাইছে ।

পাশাপাশি বিজেপির লিগাল সেলের অন্যতম সদস্য আইনজীবী তরুণজোতি তিওয়ারির দাবি, সুপ্রিম কোর্টে এ দিনের শুনানির পর স্পষ্ট যে রাজ্য এতদিন ধরে যেটা করছিল, সেটা শুধুমাত্র প্রহসন । সেটা তদন্ত নয় । এফআইআর দায়ের করার থেকে তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া, এই সব কিছুতেই চূড়ান্ত ঢিলেমি দেখিয়েছে রাজ্য সরকার । আরেকটি বিষয় হল শান্তিপূর্ণ মিছিলে রাজ্য ক্ষমতা প্রয়োগ করতে পারবে না ৷ এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আগামী শুনানির দিকে সারাদেশ তাকিয়ে রয়েছে ।

কলকাতা, 20 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতে বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে ৷ যা এই ঘটনায় রাজ্য প্রশাসনের ব্যর্থতার ছবিকেই তুলে ধরছে বলে মনে করছে বিজেপি ৷

সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের বিষয়টি সামনে আসার পরই এই নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা জানান, একটা হাসপাতালে সুরক্ষা দিতে রাজ্য সরকার ব্যর্থ । এটা চরম লজ্জার । যে কলকাতা পুলিশকে আগে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, সেই রাজ্যে সরকারি হাসপাতালকে পাহারা দিতে হবে সিআইএসএফকে । এর থেকে লজ্জা আর কিছুই হতে পারে না ।

তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করে এসেছেন । অথচ ভাগ্যের এমন পরিহাস যে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলায় আরজি কর হাসপাতালে সিআইএসএফ মোতায়েন করার কথা বলেছে ৷ সুপ্রিম কোর্টের এ দিনের পর্যবেক্ষণ রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ।

অতীতে অনেক মামলার ক্ষেত্রেই দেখা গিয়েছে যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ এক্ষেত্রে সেই উপায়ও নেই বলেই মন্তব্য করেছেন রাহুল সিনহা ৷ তাঁর অভিযোগ, আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের আড়াল করতে চাইছেন ৷

তিনি প্রশ্ন তুলেছেন, কেন মুখ্যমন্ত্রীকে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছেন ? কী করে একটা হত্যাকে আত্মহত্যায় রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন তিনি ? রাহুল সিনহার দাবি, এর থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে সমস্ত ঘটনা মুখ্যমন্ত্রী জানতেন । কিন্তু এখনও রাজ্য সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করে বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিতে চাইছে ।

পাশাপাশি বিজেপির লিগাল সেলের অন্যতম সদস্য আইনজীবী তরুণজোতি তিওয়ারির দাবি, সুপ্রিম কোর্টে এ দিনের শুনানির পর স্পষ্ট যে রাজ্য এতদিন ধরে যেটা করছিল, সেটা শুধুমাত্র প্রহসন । সেটা তদন্ত নয় । এফআইআর দায়ের করার থেকে তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া, এই সব কিছুতেই চূড়ান্ত ঢিলেমি দেখিয়েছে রাজ্য সরকার । আরেকটি বিষয় হল শান্তিপূর্ণ মিছিলে রাজ্য ক্ষমতা প্রয়োগ করতে পারবে না ৷ এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আগামী শুনানির দিকে সারাদেশ তাকিয়ে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.