খড়গপুর, 2 মার্চ: রাজ্যের পরিস্থিতি দেখে চাপের মুখেই মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা ৷ রাজভবনে মোদি-মমতার বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ ৷ শুক্রবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওইদিন আরামবাগের সভা থেকে তৃণমূল ও রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে বিদ্ধ করেন তিনি ৷ তবে পরে রাজভবনে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন প্রধানমন্ত্রী ৷ সাক্ষাৎ শেষে বেরিয়ে মমতা দু'জনের শুধু গল্প হয়েছে বলে জানান ৷ কিন্তু তা মানতে নারাজ বিরোধী শিবির ৷ লোকসভা নির্বাচনের আগে মোদির সঙ্গে সাক্ষাৎ নিয়ে তাই মমতার বিরুদ্ধে তোপ দাগলন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷
তিনি বলেন, "এর আগেও প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন ৷ সেসময় কলাইকুণ্ডায় যাননি মুখ্যমন্ত্রী । নিজের সেক্রেটারিকেও যেতে দেননি । কিন্তু যখন ভোট সামনে আসছে তখন তিনি প্রধানমন্ত্রীকে বলতে গিয়েছেন, দেখবেন বেশি চাপাচাপি করবেন না । ইডিকে একটু সামলান, যা হওয়ার তা হয়ে গিয়েছে । এতদিন প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করতে তিনি যাননি ৷ কিন্তু এখন তিনি দৌড়ে বেড়াচ্ছেন, কী এমন দায় পড়েছে ! যেমন কথায় আছে না বিড়াল ঠেলায় না পড়লে গাছে ওঠে না । ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলায় পড়েছেন, তাই গাছে উঠছেন । নির্বাচন যত এগিয়ে আসবে তত টাইট হবেন, অবস্থা আরও খারাপ হবে । অনেক সন্দেশখালি হবে এবং ওঁনাকে বাঁচার জন্য প্রধানমন্ত্রীর হাতে-পায়ে ধরতেই হবে ।"
শনিবার সকালে খড়গপুর স্টেশন সংলগ্ন বোগদা এলাকায় চা চক্রে এসেছিলেন দিলীপ ঘোষ । সেখানেই একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করেন বিজেপি সাংসদ । এর আগে মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করা হয়েছিল ৷ এখন আবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক মা দুর্গার সঙ্গে মমতার তুলনা করেছেন ৷ এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, "এর আগেও অনেকে মা দুর্গা-কালীর সঙ্গে তুলনা করেছেন ওঁনার, তাদের অবস্থা কী সকলেই জানেন । উনি দুর্গা, কালী সবই । চাকরি করতে গেলে অনেককে এরকম করতে হয়, প্রয়োজনে হাত পাও টিপে দিতে হয় । তাবেদারের রাজনীতিতে ওঁনাকে পুজো করে অনেকেই নিজের দোকান চালাচ্ছেন ।"
শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেতা বক্তব্য, "সিআইডি কী বললো তাতে কিছু যায় আসে না, যতক্ষণ না ইডির হাতে পড়ে ততক্ষণ সত্য উদঘাটিত হবে না ।"
আরও পড়ুন: