ডায়মন্ড হারবার, 28 মে: সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে সাংবাদিক সম্মেলন ৷ সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন, লোকসভা নির্বাচনে কত আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস । সে সময় প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । অবশেষে আজ ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে জবাব দিলেন অভিষেক । লোকসভার নির্বাচনের এক দফার ভোট বাকি থাকতেই অভিষেকের দাবি, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস 23টি আসন পেয়ে গিয়েছে ।
প্রসঙ্গত ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনায় গতকাল থেকেই একের পর এক কর্মসূচি করছেন অভিষেক । গোটা রাজ্যে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচারের পর শেষ বেলায় নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে জনতার দরবারে পৌঁছে গিয়েছিলেন তিনি । আজ দক্ষিণ 24 পরগনার জনসভা থেকে অভিষেক বলেন, ‘‘আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে গত ছ’দফায় 33টি লোকসভা আসনে ভোট হয়েছে । 9টি আসন এখনও বাকি আছে । তৃণমূল গত ছ’পর্বেই 23টি আসন অতিক্রম করে গিয়েছে । এটা আমার চ্যালেঞ্জ । 4 জুন আমার দাবি মিলিয়ে নেবেন ।’’
বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালেই তাঁর বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়ালেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, ভোটের সময় রাজ্যে এলেও কোনও বিপর্যয় বা উন্নয়নের সময় প্রধানমন্ত্রী বা তাঁর মন্ত্রিসভার কেউ রাজ্যে আসেননি ৷
প্রাকৃতিক বিপর্যয় কেটে যাওয়ার পর নিজের লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ বিষ্ণুপুর বিধানসভার সেঞ্চুরি প্লাইউডের পার্কিং-এর মাঠে নির্বাচনী জনসভা থেকে রাজ্যের বিরোধী দলগুলি বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তিনি । তিনি বলেন, ভোটের সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ 24 পরগনায় এসে সভা করেন, কিন্তু কোনওরকম প্রাকৃতিক বিপর্যয় বা এলাকার উন্নয়নের জন্য নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রিসভার কোনও মন্ত্রীকে এই এলাকায় পাঠান না ।
অভিষেকের দাবি, "ডায়মন্ড হারবার মডেল দেশে যে ভাবে করোনা মোকাবিলায় প্রশংসিত হয়েছে, তেমনই জয়ের ব্যবধানেও দেশে প্রশংসিত হবে ডায়মন্ড হারবার লোকসভা । যে দলের প্রার্থী খুঁজতেই একমাস লাগে, সেই দলে ভোটের বুথ এজেন্ট খুঁজতে কতদিন লাগবে ? এরাই আবার এজেন্ট না-বসাতে পেরে অভিযোগ করবে যে, তৃণমূল এজেন্ট বসতে দেয়নি বুথগুলিতে । বিরোধীরা বুথে বসানোর জন্য এজেন্ট খুঁজে পাচ্ছে না ৷ এজেন্ট কি তৃণমূল পাঠাবে ?"
এ দিন বামেদের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, "গত বাম জামানায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট কিছুরই উন্নয়ন হয়নি । যখন আমি 2014 সালে প্রথম নির্বাচনে লড়ার জন্য ডায়মন্ড হারবারে আসি, তখন আমি ডায়মন্ড হারবারের বিভিন্ন বুথে বুথে ঘুরে দেখেছি মানুষ কতটা কষ্টে রয়েছেন । এলাকার মানুষদের জন্য পথশ্রী থেকে পানীয় জল সমস্ত ব্যবস্থাই আমরা করেছি । কথা দিয়ে কথা রাখার নামই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় । আমি কারও মতো এখানে মিথ্যা ভাষণ দিতে আসিনি ।"
অভিষেক বলেন, মানুষ বিজেপির পাশে নেই ৷ আর তৃণমূলের কাছে রয়েছে জনসমর্থন ৷ তাঁর কথায়, "ভারতীয় জনতা পার্টির কাছে দেশের সমস্ত কিছু আছে, অর্থবল আছে, আধা সামরিক বাহিনী আছে, ইডি-সিবিআই থেকে শুরু করে সমস্ত কিছু আছে ৷ কিন্তু জনসমর্থন নেই । তৃণমূলের কাছে কিছু না-থেকেও জনসমর্থন রয়েছে । গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ ।"