ETV Bharat / politics

'এই সরকার বেশিদিন স্থায়ী হবে না', একুশের মঞ্চ থেকে একসুরে বার্তা মমতা-অখিলেশের - TMC 21 JULY RALLY

TMC 21 July Martyrs Diwas: একুশের মঞ্চ থেকে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর বার্তা বেশিদিন ক্ষমতায় থাকবে না নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ৷ মমতার সুরেই সুর মেলালেন একুশের মঞ্চে উপস্থিত 'ইন্ডিয়া' জোটের নেতা তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 2:58 PM IST

Updated : Jul 21, 2024, 3:29 PM IST

ETV BHARAT
তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ছবি- তৃণমূল কংগ্রেস এক্স)

কলকাতা, 21 জুলাই: তৃণমূলের শহিদ দিবসে এলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ 'ইন্ডিয়া' জোটের শরিক তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশকে সঙ্গে নিয়ে রবিবার শহিদ দিবসের মঞ্চে উঠেছিলেন মমতা ৷ সেখানেই তাঁর বার্তা, কেন্দ্রে বিজেপির সরকার বেশিদিন নয় ৷ মমতার অভিযোগ, টাকার জোরে দল কিনে ক্ষমতায় এসেছে বিজেপি ৷ সেইসঙ্গে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তুলেও নরেন্দ্র মোদির সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো ৷

একুশের মঞ্চ থেকে জাতীয় স্তরে এদিন বার্তা দিলেন মমতা ৷ তিনি জানালেন, "অখিলেশকে আমি মুম্বইয়ে বলেছিলাম ৷ ও আমার এককথায় রাজি হয়ে গিয়েছিল আসার জন্য ৷ আপনি আপনার কথা রেখেছেন ৷ আমি বলতে চাই, বাংলার সঙ্গে থেকে দেশে বদল আনার কাজ হবে ৷ আজ অখিলেশ এখানে এসেছে, ওকে দিয়ে সেই যাত্রা শুরু হল ৷ আগামী দিনে বাকিরাও জুড়বে ৷"

এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির ভালো ফলাফল করার জন্য অখিলেশ যাদবকে অভিনন্দনও জানান মমতা ৷ তাঁর কথায়, "আপনাকে অভিনন্দন, উত্তরপ্রদেশে যে খেলা দেখিয়েছেন তার জন্য ৷ আরও সাফল্য আসবে আগামী দিনে ৷ এদের (এনডিএ ও বিজেপি) সরকার গড়ার অধিকার নেই ৷ পদত্যাগ করা উচিত ৷ এই সরকার বেশিদিন স্থায়ী হবে না ৷ যে কোনও দিন ওদের সরকার ভেঙে পড়বে ৷"

এক্ষেত্রে নাম না-করে নীতীশ কুমারকে নিশানা করেন মমতা ৷ তিনি বলেন, "টাকা নিয়ে ক্ষমতার সঙ্গে চলে গিয়েছে ৷ কিন্তু টাকা দিয়েছে শুধু, মন্ত্রী করেনি ৷ টাকা দিয়ে দলটাকে কিনে নিয়েছে ৷ এভাবে বেশিদিন টিকে থাকা যায় না ৷ মানুষের রায়কে অসম্মান করে ক্ষমতায় থাকা যায় না ৷"

উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন আঁতাতের অভিযোগ হামেশাই তুলে থাকে বিরোধীদের একাংশ ৷ সেই দাবি নস্যাৎ করে এদিন এজেন্সিকে ব্যবহারের অভিযোগ নিয়েও বিজেপি'কে নিয়ে বার্তা দিলেন মমতা ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তাঁর মন্তব্য, "লোকসভা নির্বাচন ও উপনির্বাচনগুলিতে আমরা ভালো ফল করেছি ৷ কিন্তু, নির্বাচনের আগে এজেন্সি দিয়ে আমাদের নেতাদের গ্রেফতার করানো হয়েছে ৷ তাও আমাদের রুখতে পারেনি ৷ যতদিন তৃণমূলের বুকে রক্ত থাকবে, ততদিন বিজেপির মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মেলাব না ৷"

উল্লেখ্য, এদিন অখিলেশ যাদবের মুখেও শোনা গেল তৃণমূল সুপ্রিমোর কথার প্রতিফলন ৷ সমাজবাদী পার্টির প্রধান বলেন, "এই সরকার অল্পদিনের অতিথি ৷ কয়েকদিন পরেই দেখবেন দিল্লির সরকার পড়ে গিয়েছে, সেদিন বেশি দূরে নেই ৷ তাড়াতাড়িই সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন ৷"

কলকাতা, 21 জুলাই: তৃণমূলের শহিদ দিবসে এলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ 'ইন্ডিয়া' জোটের শরিক তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশকে সঙ্গে নিয়ে রবিবার শহিদ দিবসের মঞ্চে উঠেছিলেন মমতা ৷ সেখানেই তাঁর বার্তা, কেন্দ্রে বিজেপির সরকার বেশিদিন নয় ৷ মমতার অভিযোগ, টাকার জোরে দল কিনে ক্ষমতায় এসেছে বিজেপি ৷ সেইসঙ্গে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তুলেও নরেন্দ্র মোদির সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো ৷

একুশের মঞ্চ থেকে জাতীয় স্তরে এদিন বার্তা দিলেন মমতা ৷ তিনি জানালেন, "অখিলেশকে আমি মুম্বইয়ে বলেছিলাম ৷ ও আমার এককথায় রাজি হয়ে গিয়েছিল আসার জন্য ৷ আপনি আপনার কথা রেখেছেন ৷ আমি বলতে চাই, বাংলার সঙ্গে থেকে দেশে বদল আনার কাজ হবে ৷ আজ অখিলেশ এখানে এসেছে, ওকে দিয়ে সেই যাত্রা শুরু হল ৷ আগামী দিনে বাকিরাও জুড়বে ৷"

এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির ভালো ফলাফল করার জন্য অখিলেশ যাদবকে অভিনন্দনও জানান মমতা ৷ তাঁর কথায়, "আপনাকে অভিনন্দন, উত্তরপ্রদেশে যে খেলা দেখিয়েছেন তার জন্য ৷ আরও সাফল্য আসবে আগামী দিনে ৷ এদের (এনডিএ ও বিজেপি) সরকার গড়ার অধিকার নেই ৷ পদত্যাগ করা উচিত ৷ এই সরকার বেশিদিন স্থায়ী হবে না ৷ যে কোনও দিন ওদের সরকার ভেঙে পড়বে ৷"

এক্ষেত্রে নাম না-করে নীতীশ কুমারকে নিশানা করেন মমতা ৷ তিনি বলেন, "টাকা নিয়ে ক্ষমতার সঙ্গে চলে গিয়েছে ৷ কিন্তু টাকা দিয়েছে শুধু, মন্ত্রী করেনি ৷ টাকা দিয়ে দলটাকে কিনে নিয়েছে ৷ এভাবে বেশিদিন টিকে থাকা যায় না ৷ মানুষের রায়কে অসম্মান করে ক্ষমতায় থাকা যায় না ৷"

উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন আঁতাতের অভিযোগ হামেশাই তুলে থাকে বিরোধীদের একাংশ ৷ সেই দাবি নস্যাৎ করে এদিন এজেন্সিকে ব্যবহারের অভিযোগ নিয়েও বিজেপি'কে নিয়ে বার্তা দিলেন মমতা ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তাঁর মন্তব্য, "লোকসভা নির্বাচন ও উপনির্বাচনগুলিতে আমরা ভালো ফল করেছি ৷ কিন্তু, নির্বাচনের আগে এজেন্সি দিয়ে আমাদের নেতাদের গ্রেফতার করানো হয়েছে ৷ তাও আমাদের রুখতে পারেনি ৷ যতদিন তৃণমূলের বুকে রক্ত থাকবে, ততদিন বিজেপির মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মেলাব না ৷"

উল্লেখ্য, এদিন অখিলেশ যাদবের মুখেও শোনা গেল তৃণমূল সুপ্রিমোর কথার প্রতিফলন ৷ সমাজবাদী পার্টির প্রধান বলেন, "এই সরকার অল্পদিনের অতিথি ৷ কয়েকদিন পরেই দেখবেন দিল্লির সরকার পড়ে গিয়েছে, সেদিন বেশি দূরে নেই ৷ তাড়াতাড়িই সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন ৷"

Last Updated : Jul 21, 2024, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.