কলকাতা, 11 ফেব্রুয়ারি: আটকের সাড়ে পাঁচ ঘণ্টা পর গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা নিরাপদ সর্দারকে । কলকাতার বাঁশদ্রোণী থানা থেকে সন্দেশখালিতে নিয়ে যাওয়া হয়েছে এই প্রাক্তন সিপিএম বিধায়ককে । এই ঘটনায় পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজ্যজুড়ে বাম কর্মী সমর্থকদের প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ এই বিষয়ে রবিবার এক প্রেস বিবৃতি জারি করেন তিনি।
তাতে তিনি উল্লেখ করেছেন, "পুলিশের খাতায় ফেরার শিবু হাজরার এফআইআরের ভিত্তিতে বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে । কোটি কোটি টাকার লুঠেরা শেখ শাহাজাহান, শিবু হাজরা ও উত্তম সর্দার-সহ অন্যান মূল অপরাধীদের গ্রেফতার না করে রাজ্যের ক্ষেতমজুর আন্দোলনের নেতা নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ! এই ঘটনায় বামফ্রন্ট রাজ্যব্যাপী প্রতিবাদী কর্মসূচি পালনের আবেদন জানাচ্ছে ।"
প্রসঙ্গত, সন্দেশখালির তৃণমূল নেতা শিবু হাজরার পোল্ট্রি ফার্ম ও বাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনার দিন কলকাতাতেই ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দার। রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এ কথা স্পষ্ট জানিয়েছেন মহম্মদ সেলিম । তাই, তিনি রাজ্য কমিটির সদস্যর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন । একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন সমস্ত রকম আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ।
এদিনই বিমান বসু প্রেস বিবৃতিতে বলেন, "সন্দেশখালি এলাকায় গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিশেষ করে জেলা পরিষদের সদস্য শেখ শাহাজাহান, শিবু হাজরা ও উত্তম সর্দারদের জমি লুঠ এবং অত্যাচার বন্ধ ও গ্রেফতারের দাবিতে ব্যাপক অংশের মহিলা-সহ সন্দেশখালিবাসীর স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং প্রতিবাদ রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন।"
আরও বলা হয়েছে, "স্বতঃস্ফূর্ত বিক্ষোভ-প্রতিবাদ প্রশমিত করতে না পেরে পুলিশ সমস্ত সন্দেশখালি এলাকায় 144 ধারা জারি এবং ইন্টারনেট বন্ধ করে নাগরিকদের জীবন বিপর্যস্ত করেছে । রাজ্য বামফ্রন্ট দাবি জানাচ্ছে, অবিলম্বে সন্দেশখালিতে 144 ধারা প্রত্যাহার ও ইন্টারনেট পরিষেবা চালু করতে হবে । রাজ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অন্যা বোর্ডের পরীক্ষা থাকায় বামফ্রন্ট রাজ্যের সব জেলায় সম্ভবপর সমস্ত থানা এলাকায় মাইক্রোফোন ব্যবহার না করে আসামীদের গ্রেফতার, নিরাপদ সর্দারের মুক্তির দাবি এবং সন্দেশখালিতে 144 ধারা প্রত্যাহার-সহ ইন্টারনেট চালুর দাবিতে অবস্থান বিক্ষোভে গর্জে ওঠার আহ্বান জানাচ্ছে ।"
আরও পড়ুন :