ETV Bharat / politics

বাড়ল গুরুত্ব, ভোটের মুখে 'কেষ্ট-বিরোধী' কাজল শেখকে কোর কমিটিতে ফেরালেন মমতা - Lok Ssbha Election 2024 - LOK SSBHA ELECTION 2024

Lok Ssbha Election 2024: যে সভায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভামঞ্চ থেকেই তৃণমূলে অনুব্রতর বিরোধী পক্ষের নেতাকে সামনের সারিতে তুলে আনলেন তৃণমূল সুপ্রিমো ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 6:24 PM IST

নির্বাচনের প্রচার মঞ্চেই বীরভূম কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

তারাপীঠ, 23 এপ্রিল: ফের বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে ঢুকে পড়লেন কাজল শেখ ৷ সৌজন্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন, তারাপীঠে লোকসভা নির্বাচনের প্রচার শেষে মঞ্চেই দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূল নেত্রী ৷ জানা গিয়েছে, সেখানে কয়েক মিনিটের আলোচনায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ফের কোর কমিটিতে ফেরানোর নির্দেশ দেন মমতা ৷ অনুব্রতহীন বীরভূমে 5 জনের কোর কমিটিতে যুক্ত হলেন কাজল ৷

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের জেলযাত্রার পর বীরভূম জেলা তৃণমূলে একছত্র আধিপত্য কায়েম করেছিলেন কাজল শেখ ৷ বীরভূম জেলার সংগঠন পরিচালনার জন্য মমতার গঠন করা কোর কমিটির সর্বেসর্বা হয়ে উঠেছিলেন কাজল ৷ পরিস্থিতি এমন হয়েছিল, যে জেলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতারা কোণঠাসা হয়ে পড়েছিলেন ৷ তা তৃণমূল সুপ্রিমোর কানেও যায় ৷

এরপরেই গত মার্চ মাসে কালীঘাটে নিজের বাড়িতে বীরভূমের নেতা-মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় তৃণমূলের একটি সূত্র জানিয়েছিল, সেই বৈঠকে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখকে ব্যাপক ধমক দিয়েছিলেন তিনি ৷ এমনকী তাঁকে কোর কমিটি থেকে সরিয়েও দেওয়া হয়েছিল ৷ 5 জনের কোর কমিটিতে ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ৷ তারপর অনুব্রত মণ্ডল-সহ কোর কমিটির সদস্যদের-ছবি দেওয়া ব্যানারে ছেয়ে গিয়েছিল বীরভূম জেলা ৷ অনব্রত শিবির ফের একবার চাঙ্গা হয়ে ওঠে ৷

এবার কাজল শেখের অন্তর্ভুক্তিতে সেই কোর কমিটি 6 সদস্যের হল ৷ তাৎপর্যের বিষয় হল, যে কাজল শেখকে মমতা আজ কোর কমিটিতে ফেরাতে নির্দেশ দিলেন, তিনি অনুব্রত-বিরোধী শিবিরের নেতা বলে পরিচিত ৷ এদিকে, মমতা আজ প্রচার মঞ্চ থেকে তাঁর 'প্রিয় কেষ্ট'র হয়ে সওয়ালও করলেন ৷ অনুব্রত এবং তাঁর মেয়েকে তিহাড়ে বন্দি করে রাখা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন ৷ আর তার কিছুক্ষণের মধ্যে অনুব্রত-বিরোধী কাজল শেখকে সংগঠনের দায়িত্বে ফিরিয়েও আনলেন ৷ তা নিয়ে বীরভূম জেলা তৃণমূলে এক নয়া সমীকরণ তৈরি করল বলে মনে করা হচ্ছে ৷

এদিন বিধানসভার উপাধ্যক্ষ তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী কাজল শেখকে কোর কমিটিতে নিতে বললেন ৷ সেই মতো আমরা তাঁকে কোর কমিটিতে নিয়ে নিলাম ৷" কোর কমিটিতে ফিরে কাজল শেখের প্রতিক্রিয়া, "আমাকে দলনেত্রী যখন যা দায়িত্ব দিয়েছেন আমি পালন করেছি ৷ আবার কোর কমিটিতে নিয়েছেন, সেই দায়িত্বও পালন করব ৷"

আরও পড়ুন:

  1. অভিষেককে খুন করতে চেয়েছিল বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার
  2. বাংলায় 30-35 আসন জিতে উত্তরবঙ্গে এইমস করবে বিজেপি সরকার, মমতাকে বিঁধে প্রতিশ্রুতি শাহের

নির্বাচনের প্রচার মঞ্চেই বীরভূম কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

তারাপীঠ, 23 এপ্রিল: ফের বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে ঢুকে পড়লেন কাজল শেখ ৷ সৌজন্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন, তারাপীঠে লোকসভা নির্বাচনের প্রচার শেষে মঞ্চেই দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূল নেত্রী ৷ জানা গিয়েছে, সেখানে কয়েক মিনিটের আলোচনায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ফের কোর কমিটিতে ফেরানোর নির্দেশ দেন মমতা ৷ অনুব্রতহীন বীরভূমে 5 জনের কোর কমিটিতে যুক্ত হলেন কাজল ৷

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের জেলযাত্রার পর বীরভূম জেলা তৃণমূলে একছত্র আধিপত্য কায়েম করেছিলেন কাজল শেখ ৷ বীরভূম জেলার সংগঠন পরিচালনার জন্য মমতার গঠন করা কোর কমিটির সর্বেসর্বা হয়ে উঠেছিলেন কাজল ৷ পরিস্থিতি এমন হয়েছিল, যে জেলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতারা কোণঠাসা হয়ে পড়েছিলেন ৷ তা তৃণমূল সুপ্রিমোর কানেও যায় ৷

এরপরেই গত মার্চ মাসে কালীঘাটে নিজের বাড়িতে বীরভূমের নেতা-মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় তৃণমূলের একটি সূত্র জানিয়েছিল, সেই বৈঠকে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখকে ব্যাপক ধমক দিয়েছিলেন তিনি ৷ এমনকী তাঁকে কোর কমিটি থেকে সরিয়েও দেওয়া হয়েছিল ৷ 5 জনের কোর কমিটিতে ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ৷ তারপর অনুব্রত মণ্ডল-সহ কোর কমিটির সদস্যদের-ছবি দেওয়া ব্যানারে ছেয়ে গিয়েছিল বীরভূম জেলা ৷ অনব্রত শিবির ফের একবার চাঙ্গা হয়ে ওঠে ৷

এবার কাজল শেখের অন্তর্ভুক্তিতে সেই কোর কমিটি 6 সদস্যের হল ৷ তাৎপর্যের বিষয় হল, যে কাজল শেখকে মমতা আজ কোর কমিটিতে ফেরাতে নির্দেশ দিলেন, তিনি অনুব্রত-বিরোধী শিবিরের নেতা বলে পরিচিত ৷ এদিকে, মমতা আজ প্রচার মঞ্চ থেকে তাঁর 'প্রিয় কেষ্ট'র হয়ে সওয়ালও করলেন ৷ অনুব্রত এবং তাঁর মেয়েকে তিহাড়ে বন্দি করে রাখা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন ৷ আর তার কিছুক্ষণের মধ্যে অনুব্রত-বিরোধী কাজল শেখকে সংগঠনের দায়িত্বে ফিরিয়েও আনলেন ৷ তা নিয়ে বীরভূম জেলা তৃণমূলে এক নয়া সমীকরণ তৈরি করল বলে মনে করা হচ্ছে ৷

এদিন বিধানসভার উপাধ্যক্ষ তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী কাজল শেখকে কোর কমিটিতে নিতে বললেন ৷ সেই মতো আমরা তাঁকে কোর কমিটিতে নিয়ে নিলাম ৷" কোর কমিটিতে ফিরে কাজল শেখের প্রতিক্রিয়া, "আমাকে দলনেত্রী যখন যা দায়িত্ব দিয়েছেন আমি পালন করেছি ৷ আবার কোর কমিটিতে নিয়েছেন, সেই দায়িত্বও পালন করব ৷"

আরও পড়ুন:

  1. অভিষেককে খুন করতে চেয়েছিল বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার
  2. বাংলায় 30-35 আসন জিতে উত্তরবঙ্গে এইমস করবে বিজেপি সরকার, মমতাকে বিঁধে প্রতিশ্রুতি শাহের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.