ETV Bharat / politics

লোকসভা নির্বাচনের আগে আশীর্বাদ নিতে মুকুলের বাড়িতে অর্জুন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Arjun Singh: মুকুল রায়ের বাড়িতে অর্জুন সিং ৷ শুক্রবার সকালে তিনি মুকুলের বাড়িতে যান ৷ ব্যারাকপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী ভোটের আগে আশীর্বাদ নিতেই মুকুলের বাড়িতে হাজির হয়েছিলেন বলে জানা গিয়েছে ৷

ARJUN SINGH MEETS MUKUL ROY
ARJUN SINGH MEETS MUKUL ROY
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 2:08 PM IST

Updated : Mar 29, 2024, 2:33 PM IST

কলকাতা, 29 মার্চ: বেশ কয়েকদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন একদা তৃণমূল কংগ্রেসের চাণক্য বলে পরিচিত মুকুল রায় । শারীরিকভাবে যথেষ্টই অসুস্থ তিনি । লোকসভা নির্বাচনের আগে তাঁর বাড়িতেই পৌঁছালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং । শুক্রবার সকাল 11টা নাগাদ অর্জুন সিং মুকুল রায়ের বাড়ি পৌঁছান ।

যতদূর জানা যাচ্ছে, বিজেপি প্রার্থীকে দেখে তাকে চিনতেও পেরেছেন মুকুল রায় । এ দিন মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের পর অর্জুন সিং নিজে বলেন, ‘‘দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন তিনি । অনেকেই তাঁর খোঁজ নেন না । আমি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম । তিনি আমাকে দেখে চিনতে পেরেছেন । এবং বলেছেন আসন্ন নির্বাচনের তুইই জিতবি । 2019 এ ও তুই জয় পেয়েছিলিস । এই অঞ্চলে তোর জনসংযোগ ভালো ।’’

উল্লেখ্য, 2017 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায় ৷ তার প্রায় বছর দেড়েক পর 2019-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে যান ৷ ওই বছর লোকসভা নির্বাচনে জিতে ব্যারাকপুরের সাংসদ হন অর্জুন সিং ৷ এর দু’বছর পর 2021 সালে বিধানসভা ভোটে লড়ে প্রথমবার জয়ী হন মুকুল রায় ৷ জয়ী হন কৃষ্ণনগর উত্তর আসন থেকে ৷

কিন্তু বিধানসভা নির্বাচনের পরপরই তৃণমূলে ফেরেন মুকুল রায় ৷ তার বছরখানেক পর অর্জুনও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন ৷ এর পর আরও দু’বছর সময় পেরিয়ে গিয়েছে ৷ চলে এসেছে আরও একটা লোকসভা নির্বাচন ৷ এই সময়ের মধ্যে সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে মুকুল রায় ৷ শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন কার্যত ঘরবন্দি ৷ বীজপুরের বাড়িতেই থাকেন বেশিরভাগ সময় ৷

অন্যদিকে অর্জুনও লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে না পেরে আবার বিজেপিতে ফিরেছেন ৷ ব্যারাকপুর থেকে তাঁকেই প্রার্থী করা হয়েছে ৷ আর প্রার্থী হওয়ার পর সোজা তিনি চলে গেলেন মুকুল রায়ের বাড়িতে ৷ ফিরলেন আশীর্বাদ নিয়ে ৷ ভোটের আবহে এই ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ৷

যদিও তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর কয়েকদিন আগেই তড়িৎ তোপদারে বাড়ি গিয়েছিলেন অর্জুন । তড়িৎ তোপদার ব্যারাকপুর অঞ্চলে একসময় দোর্দণ্ডপ্রতাপ রাজনৈতিক নেতা ছিলেন ৷ 1989 থেকে 2009, টানা 20 বছর ওই কেন্দ্রে তিনি সাংসদ ছিলেন ৷ 2004 সালে তৃণমূলের প্রার্থী হয়ে তড়িৎ তোপদারের বিরুদ্ধে লড়েও ছিলেন অর্জুন সিং ৷

আরও পড়ুন:

  1. তিনি 'রাজা', শাহজাহানকে জমি কিনতে সাহায্য করেছেন; পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন
  2. পুরনো তৃণমূলীদের কোণঠাসা করে লুঠপাটকারীদের গুরুত্ব দিয়েছে পার্থ, তোপ অর্জুনের
  3. বারবার দলবদলে নেতার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়, অর্জুনকে দিলীপ-বাণ; বোধোদয় বলছেন সুকান্ত

কলকাতা, 29 মার্চ: বেশ কয়েকদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন একদা তৃণমূল কংগ্রেসের চাণক্য বলে পরিচিত মুকুল রায় । শারীরিকভাবে যথেষ্টই অসুস্থ তিনি । লোকসভা নির্বাচনের আগে তাঁর বাড়িতেই পৌঁছালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং । শুক্রবার সকাল 11টা নাগাদ অর্জুন সিং মুকুল রায়ের বাড়ি পৌঁছান ।

যতদূর জানা যাচ্ছে, বিজেপি প্রার্থীকে দেখে তাকে চিনতেও পেরেছেন মুকুল রায় । এ দিন মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের পর অর্জুন সিং নিজে বলেন, ‘‘দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন তিনি । অনেকেই তাঁর খোঁজ নেন না । আমি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম । তিনি আমাকে দেখে চিনতে পেরেছেন । এবং বলেছেন আসন্ন নির্বাচনের তুইই জিতবি । 2019 এ ও তুই জয় পেয়েছিলিস । এই অঞ্চলে তোর জনসংযোগ ভালো ।’’

উল্লেখ্য, 2017 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায় ৷ তার প্রায় বছর দেড়েক পর 2019-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে যান ৷ ওই বছর লোকসভা নির্বাচনে জিতে ব্যারাকপুরের সাংসদ হন অর্জুন সিং ৷ এর দু’বছর পর 2021 সালে বিধানসভা ভোটে লড়ে প্রথমবার জয়ী হন মুকুল রায় ৷ জয়ী হন কৃষ্ণনগর উত্তর আসন থেকে ৷

কিন্তু বিধানসভা নির্বাচনের পরপরই তৃণমূলে ফেরেন মুকুল রায় ৷ তার বছরখানেক পর অর্জুনও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন ৷ এর পর আরও দু’বছর সময় পেরিয়ে গিয়েছে ৷ চলে এসেছে আরও একটা লোকসভা নির্বাচন ৷ এই সময়ের মধ্যে সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে মুকুল রায় ৷ শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন কার্যত ঘরবন্দি ৷ বীজপুরের বাড়িতেই থাকেন বেশিরভাগ সময় ৷

অন্যদিকে অর্জুনও লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে না পেরে আবার বিজেপিতে ফিরেছেন ৷ ব্যারাকপুর থেকে তাঁকেই প্রার্থী করা হয়েছে ৷ আর প্রার্থী হওয়ার পর সোজা তিনি চলে গেলেন মুকুল রায়ের বাড়িতে ৷ ফিরলেন আশীর্বাদ নিয়ে ৷ ভোটের আবহে এই ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ৷

যদিও তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর কয়েকদিন আগেই তড়িৎ তোপদারে বাড়ি গিয়েছিলেন অর্জুন । তড়িৎ তোপদার ব্যারাকপুর অঞ্চলে একসময় দোর্দণ্ডপ্রতাপ রাজনৈতিক নেতা ছিলেন ৷ 1989 থেকে 2009, টানা 20 বছর ওই কেন্দ্রে তিনি সাংসদ ছিলেন ৷ 2004 সালে তৃণমূলের প্রার্থী হয়ে তড়িৎ তোপদারের বিরুদ্ধে লড়েও ছিলেন অর্জুন সিং ৷

আরও পড়ুন:

  1. তিনি 'রাজা', শাহজাহানকে জমি কিনতে সাহায্য করেছেন; পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন
  2. পুরনো তৃণমূলীদের কোণঠাসা করে লুঠপাটকারীদের গুরুত্ব দিয়েছে পার্থ, তোপ অর্জুনের
  3. বারবার দলবদলে নেতার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়, অর্জুনকে দিলীপ-বাণ; বোধোদয় বলছেন সুকান্ত
Last Updated : Mar 29, 2024, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.