ETV Bharat / politics

294টি কাজের ফলক তৈরি করেছেন নিজেই, বাস্তবে কতটা কী করলেন এসএস আলুওয়ালিয়া ? - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 8:43 AM IST

Etv Bharat
Etv Bharat

Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র মানেই শিল্পনগরী দুর্গাপুর ৷ এই কেন্দ্রে গত পাঁচবছর সাংসদ ছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ এই পাঁচবছরে সাংসদ হিসেবে আলুওয়ালিয়া কতটা সফল ? আর কতটাই বা ব্যর্থ ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

বাস্তবে কতটা কী করলেন এসএস আলুওয়ালিয়া ?

দুর্গাপুর, 30 এপ্রিল: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র ৷ এই কেন্দ্রের বিদায়ী সাংসদ এসএস আলুওয়ালিয়া ৷ এবার তিনি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র নয় বিজেপির টিকিটে পাশের আসানসোল লোকসভার প্রার্থী হয়েছেন ৷ কিন্তু, পশ্চিমবঙ্গের শিল্পনগরীর অন্তর্গত বর্ধমান-দুর্গাপুর লোকসভার গুরুত্ব আলাদাই ৷ হিন্দি বলয়ের এই অঞ্চলে কতটা কাজ করেছেন বিদায়ী সাংসদ আলুওয়ালিয়া ? আর কী কী কাজ করতে পারেননি তিনি ? তারই রিপোর্ট কার্ড তৈরি করল ইটিভি ভারত ৷

দার্জিলিং লোকসভা থেকে 2019 সালে তাঁকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি ৷ মাত্র আড়াই হাজার ভোটে সুরিন্দর সিং আলুওয়ালিয়া তৃণমূলের বিদায়ী সাংসদ মমতাজ সংঘমিতাকে পরাজিত করেন ৷ উল্লেখ্য, সেবার নির্বাচনের মাত্র 15 দিন আগে তাঁকে বর্ধমান-দুর্গাপুর লোকসভার প্রার্থী করেছিল বিজেপি ৷ তা সত্ত্বেও, তাঁর জয় রাজনৈতিকমহলকে চমকে দিয়েছিল ৷ কিন্তু প্রশ্নটা হল, সাংসদ হিসেবে এই পাঁচ বছরে তিনি কতটা সফল ?

বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার দাবি, তিনি পশ্চিমবঙ্গের 42টি লোকসভার মধ্যে একমাত্র সাংসদ, যিনি কেন্দ্রীয় সরকারের বরাদ্দের থেকে বেশি টাকা খরচ করেছেন ৷ 2019 থেকে 2024 সাল পর্যন্ত সাংসদ তহবিলে মোট 17 কোটি বরাদ্দ হয়েছিল ৷ যার মধ্যে তিনি 16 কোটি 80 লক্ষ 91 হাজার 932 টাকা খরচ করেছেন ৷ এর বাইরে 15 তম লোকসভার সিপিআইএমের সাংসদ সাইদুল হক এবং 16তম লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতাজ সংঘমিতার মোট 4 কোটি 18 লক্ষ 12 হাজার 573 টাকা খরচ করেছেন বলে দাবি করেন এসএস আলুওয়ালিয়া ৷

মাঝে করোনার কারণে 2020-21 সালে 5 কোটি ও 2021-22 সালে 3 কোটি টাকা পিএম কেয়ার ফান্ডে নেওয়া হয়েছিল ৷ সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া জানান মোট 20 কোটি 99 লক্ষ 4 হাজার 505 টাকার কাজ করেছেন ৷ এর বাইরে পরে আরও কিছু টাকা কেন্দ্রের কাছ থেকে বরাদ্দ করিয়ে মোট 22 কোটি 5 লক্ষ 81 হাজার 590 টাকার কাজ করেছেন বলে দাবি আলুওয়ালিয়ার ৷ তাঁর কাজের খতিয়ান বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিদায়ী সাংসদ দিয়েছেন ৷

  • দুরারোগ্য ক্যান্সার, হৃদরোগ জনিত সমস্যা, কিডনি ট্রান্সপ্লান্ট এই ধরনের 57 জন মানুষকে প্রতি মাসে বিনামূল্যে ওষুধ পৌঁছেছেন গত পাঁচ বছরে ৷
  • 304 জন দরিদ্র মানুষের চিকিৎসার জন্য তিনি সুপারিশ করেছেন ৷
  • 120 জন মানুষকে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 2 কোটি 25 লক্ষ 81 হাজার 590 টাকার সহায়তা করেছেন ৷
  • সবচেয়ে উল্লেখযোগ্য কাজ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তারামণ্ডলের আধুনিকীকরণ ৷
  • 41টি শ্মশান চুল্লি তৈরি করা, আটটি কমিউনিটি হল, 23টি ক্লাসরুম, একটি হাসপাতাল ভবন নির্মাণ, 171টি হাইমাস্ট সোলার লাইট, 9টি অ্যাম্বুলেন্স-সহ 312 টি প্রকল্পের কাজ করেছেন সাংসদ ৷
  • এর বাইরে, বর্ধমান ও পানাগড় রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুুক্ত করে ঢেলে সাজানোর কাজ চলছে ৷
  • দুর্গাপুর ইস্পাত কারখানা সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকে দরবার ৷
  • ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন ইউনিট প্রতিস্থাপনের জন্য আবেদন ৷

তবে এস এস আলুওয়ালিয়ার অভিযোগ, "জেলা প্রশাসন, পঞ্চায়েত 294টি প্রকল্পে আমার নামাঙ্কিত ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে, শুধু এই কারণে অনেক কাজ করতে দেয়নি ৷ বর্ধমান মেডিক্যাল কলেজ ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল-সহ বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিলাম ৷ আমাকে তা করতে দেওয়া হয়নি ৷"

সাংসদের দাবি সত্যি না মিথ্যে, তা নিয়ে দু’ভাগে বিভক্ত বর্ধমান-দুর্গাপুর লোকসভার ভোটাররা ৷ একাংশের দাবি, করোনা অতিমারির সময় সাংসদকে তাঁরা পাশে পাননি ৷ কীভাবে অতিমারির প্রভাব থেকে বেরিয়ে আসবে মানুষ ? এই চিন্তা যখন সবাইকে তাড়া করছিল, তখন সাংসদের দেখা সাধারণ মানুষ পাননি বলে অভিযোগ ৷ পাশাপাশি, বাতিস্তম্ভ লাগানো ও অ্যাম্বুল্যান্স দেওয়ার অভিযোগও পুরোপুরি মিথ্যে বলে অভিযোগ করেছে তারা ৷ আবার একাংশের দাবি, সাংসদ হিসেবে এসএস আলুওয়ালিয়া যথেষ্ঠ কাজ করেছেন ৷ বাতিস্তম্ভ, পরিবহণ ও স্বাস্থ্য ক্ষেত্রে সাংসদের থেকে মানুষ সবসময় সাহায্য পেয়েছে, বলে জানিয়েছে অনেকেই ৷

আরও পড়ুন:

  1. রেল ও সড়ক উন্নয়ন ও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ; জ্যোতির্ময় সিং মাহাতোর 5 বছরের খতিয়ান
  2. শুধু মর্নিং ওয়াকই করেছেন ? দিলীপের দাবি খরচ হয়েছে সব টাকা ! কী বলছে রিপোর্ট কার্ড
  3. অতীতের শেফিল্ড থেকে বর্তমানের রুগ্ন শিল্পনগরী হাওড়া, কতটা কাজ করেছেন সাংসদ প্রসূন ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.