ব্যারাকপুর, 15 মার্চ: বন্ধুত্ব ভুলে প্রতিপক্ষ পার্থ ভৌমিকের বিরুদ্ধে আগেই অল-আউট অ্যাটাকে গিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তা করতে গিয়ে কখনও শেখ শাহজাহানের সঙ্গে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের যোগসাজশের অভিযোগ তুলেছেন, আবার কখনও নৈহাটিতে শাহজাহানের জমি কেনার পিছনে সরাসরি রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের হাত রয়েছে বলেও দাবি করেছেন অর্জুন সিং। এবার আরও এক ধাপ এগিয়ে নৈহাটিতে মন্ত্রী পার্থ ভৌমিকের 'দুয়ারে' কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পৌঁছে যাবে বলে হুঁশিয়ারি দিলেন অর্জুন ৷
কার্যত হুঙ্কারের সুরে অর্জুন সিং বলেন, "আপনারা নিশ্চিন্তে থাকুন ! ঘাবড়াবেন না ৷ নৈহাটিতেও ইডি আসার জন্য প্রস্তুত রয়েছে। কার থেকে কে, কত টাকা নিয়েছে, দু-নম্বরি যত টাকা হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে এখানে এসেছে, সবটাই তদন্তের আওতায় আসবে। যে কোনও মুহূর্তে ইডি নৈহাটিতে পৌঁছবে তদন্ত করার জন্য। আমার কাছে সব তথ্য আছে। সময় হলেই সব সামনে আসবে।"
বৃহস্পতিবারই নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ত্যাগের কথা ঘোষণা করেন ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর পুরনো দল বিজেপিতেই ফের তিনি যাচ্ছেন। দলবদলের পরই অর্জুন সিং রীতিমতো তাঁর প্রতিদ্বন্দ্বী পার্থ ভৌমিককে নিশানা করে একের পর এক বিস্ফোরক দাবি করতে থাকেন। সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ধৃত শেখ শাহজাহানের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও তুলে ধরে মন্ত্রী পার্থ ভৌমিকের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধেও এদিন সরব হতে দেখা যায় ব্যারাকপুরের সাংসদকে। এর কয়েকঘন্টার মধ্যেই মন্ত্রী পার্থ ভৌমিককে 'দুর্নীতি' এবং 'সন্ত্রাস-এর নায়ক অ্যাখা দিয়ে তাঁর দুয়ারে ইডি পৌঁছানোর হুঁশিয়ারি দেন সাংসদ অর্জুন সিং।
শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন অর্জুন ৷ তার আগে ব্যারাকপুরের সাংসদ 2019 সালের লোকসভা ভোটে নিজের জয়ের কথা উল্লেখ করে বলেন, "সেই সময় বিজেপির কোনও পদেই ছিলাম না। তা সত্বেও বিজেপির প্রতীকে জয়লাভ করি আমি। 2021 সালের বিধানসভা ভোটে নৈহাটিতে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সন্ত্রাস করে জয়ী হয়েছিল। 2024 সালে বিজেপি যদি ফের আমাকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে, তাহলে সমস্ত সন্ত্রাস ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। যেভাবে 2021 সালের পর মানুষের ওপর অত্যাচার, ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল তার জবাব মানুষ এবারে ব্যালটে বুঝিয়ে দেবে।"
এরপরই পার্থ ভৌমিকের উদ্দেশ্যে অর্জুন সিং বলেন, "ওনাকে বলব মন্ত্রীত্ব, বিধায়ক পদের অপব্যবহার না-করে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন! পুলিশকে লেলিয়ে তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো থেকে বিরত থাকুন। না-হলে মানুষই আপনাকে উপযুক্ত জবাব দেবে।" এদিকে, রাজারহাটে শেখ শাহজাহানের 13 কাটা জমির সঙ্গে মন্ত্রী পার্থ ভৌমিকের যোগ রয়েছে বলে এদিন বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের সাংসদ। শুধু যোগ নয়, শেখ শাহজাহানের সম্পত্তির যৌথ অংশীদারও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলে দাবি করেছেন অর্জুন সিং ৷
অন্যদিকে, অর্জুনের অভিযোগের পালটা জবাব দিয়ে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "দল আমাকে সন্দেশখালিতে পাঠিয়েছিল সেচ দফতরের কিছু কাজ দেখার জন্য। যে কাজ নিয়ে মানুষের অভিযোগ ছিল, সেই অভিযোগের সমাধান করতেই সেখানে গিয়েছিলাম। আর কার কোথায় জমি কিংবা ফ্ল্যাট আছে তা বারাকপুরের মানুষ ভালোমতো জানে। আমি কোনও দিনই এই সম্পর্কে কোনও খোঁজ খবর রাখি না। এই ব্যাপারে যিনি 'মাস্টার' তাঁর নাম অর্জুন সিং।" অর্জুনের দলবদলকে ব্যারাকপুরের মানুষ ভালোভাবে নেবে না বলেও মনে করেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।
আরও পড়ুন
পিছন থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারল কে? তদন্তে সিট গঠন লালবাজারের
দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অর্জুন, সঙ্গী দিব্যেন্দু; শুক্রেই বিজেপিতে যোগদান !