ETV Bharat / politics

লোকসভাতে পাহাড়ে বদলের ডাক অনিত থাপার, পালটা 'কমিশন-খোর' বলে নিশানা রাজু বিস্তার - Raju Bista

Lok Sabha Elections in Hill: গত তিন লোকসভা নির্বাচনে পাহাড়ের ভোট গিয়েছে বিজেপির দখলে ৷ 2009 লোকসভা নির্বাচন থেকে রাজ্যে তৃণমূলের শক্তি বাড়লেও, পাহাড়ে দাঁত ফোটাতে পারেনি শাসকশিবির ৷ এবার সেই পরিসংখ্যান বদলাবে বলে দাবি করলেন বিজিপিএম সভাপতি তথা জিটিএ চিফ এগজিকিউটিভ অনিত থাপা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 6:01 PM IST

দার্জিলিং লোকসভা জয়ের লড়াইয়ে তরজায় অনিত থাপা-রাজু বিস্তা

দার্জিলিং, 27 ফেব্রুয়ারি: পাহাড়ের রাজনীতিতে দার্জিলিং লোকসভা এমন একটি কেন্দ্র, যেখানে গত দু’দশকে রাজ্যের শাসকদলের কোনও প্রার্থী জয়ী হয়নি ৷ শেষবার 1999 সালে সিপিআইএম প্রার্থী হিসেবে এসপি লেপচা ওই আসনে জেতে ৷ 2004 সাল থেকে চলে আসা সেই ট্রেন্ড বদলাতে বদ্ধপরিকর তৃণমূল ও পাহাড়ে তার শরিক ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷

মঙ্গলবার অনিত থাপা দাবি করলেন, পাহাড়ের মানুষ বহুবছর কেন্দ্রের দলকে সমর্থন করেছে উন্নয়নের আশায় ৷ কিন্তু, প্রতিবার পাহাড়ের ভোটাররা হতাশ হয়েছেন বলে মনে করেন তিনি ৷ তাই তাঁর বিশ্বাস রাজ্য সরকারের উন্নয়নের জেরে 2024 লোকসভা নির্বাচনে পাহাড়ের মানুষ তাদের সমর্থন করবে ৷ দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজিপিএম ও তৃণমূল একসঙ্গে লড়াই করবে বলে জানিয়েছেন অনিত থাপা ৷ তেমনটা হলে বিজেপির বিরুদ্ধে পাহাড় দখলের লড়াইয়ে তৃণমূল না বিজিপিএম কাদের প্রার্থী দাঁড়াবে, সেটা সময় বলবে ৷

তবে, পাহাড় দখলের লড়াইয়ে অনিত থাপা আত্মবিশ্বাসী ৷ তাঁর দাবি, "পাহাড়বাসী বহু বছর ধরে কেন্দ্রের দলকে সমর্থন করে এসেছে ৷ এই আশায় যে, তাদের দাবিদাওয়া পূরণ করা হবে ৷ পাহাড়ের মানুষের জন্য বিজেপির সরকার কিছু করবে ৷ কিন্তু, পাঁচ বছর পর পাহাড় ও এখানকার গোর্খাবাসীদের কথা ভাবেনি বিজেপি ৷ বরং রাজ্য সরকারের সঙ্গে জিটিএ পাহাড়ের উন্নয়নে কাজ করেছে ৷ পাহাড়ের মানুষ উপকৃত হয়েছে ৷ তাই এবারের লোকসভা ভোটে ফল বদলাবে ৷"

তবে, অনিত থাপার এই ধারনা ভ্রান্ত বলে মনে করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ৷ তাঁর দাবি, "বিজেপি গোর্খাদের দাবি মেটায়নি, সেটা পরের বিষয় ৷ কিন্তু, অনিত থাপা বা তৃণমূল গোর্খা তথা পাহাড়ের উন্নয়নে কী কাজ করেছে ? কীসের ভরসায় তারা বলছে, পাহাড়বাসী তাদের ভোট দেবে ? রাজ্য সরকার বা জিটিএ পাহাড়ের জন্য কোন প্রকল্পটা করেছে ? বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জিটিএর বকেয়া 350 কোটি টাকা আটকে রেখেছে ৷ অনিত থাপা সব উন্নয়নমূলক প্রকল্পে 10 শতাংশ কাটমানি খেয়েছেন ৷ একথা অস্বীকার করতে পারবেন উনি ?"

রাজু বিস্তার দাবি, দার্জিলিংয়ের উন্নয়নমূলক সব প্রকল্প কেন্দ্রের বরাদ্দ টাকায় হয়েছে ৷ যেখানে জাতীয় সড়ক প্রশস্ত করা, শিলিগুড়ি পৌরনিগমে জলপ্রকল্পে 500 কোটি টাকা এবং দার্জিলিংয়ের পানীয় জলের পাইপলাইন বসানোর জন্যও কেন্দ্র টাকা দিয়েছে বলে জানান দার্জিলিংয়ের সাংসদ ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটে কোথায়, কীভাবে মোতায়ন কেন্দ্রীয় বাহিনী ? বুধে বৈঠক কমিশনের
  2. অল্প ব্যবধানে হারা আরামবাগে জিততে বিজেপির বাজি মোদি, কাজ হবে না; দাবি অপরূপার

দার্জিলিং লোকসভা জয়ের লড়াইয়ে তরজায় অনিত থাপা-রাজু বিস্তা

দার্জিলিং, 27 ফেব্রুয়ারি: পাহাড়ের রাজনীতিতে দার্জিলিং লোকসভা এমন একটি কেন্দ্র, যেখানে গত দু’দশকে রাজ্যের শাসকদলের কোনও প্রার্থী জয়ী হয়নি ৷ শেষবার 1999 সালে সিপিআইএম প্রার্থী হিসেবে এসপি লেপচা ওই আসনে জেতে ৷ 2004 সাল থেকে চলে আসা সেই ট্রেন্ড বদলাতে বদ্ধপরিকর তৃণমূল ও পাহাড়ে তার শরিক ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷

মঙ্গলবার অনিত থাপা দাবি করলেন, পাহাড়ের মানুষ বহুবছর কেন্দ্রের দলকে সমর্থন করেছে উন্নয়নের আশায় ৷ কিন্তু, প্রতিবার পাহাড়ের ভোটাররা হতাশ হয়েছেন বলে মনে করেন তিনি ৷ তাই তাঁর বিশ্বাস রাজ্য সরকারের উন্নয়নের জেরে 2024 লোকসভা নির্বাচনে পাহাড়ের মানুষ তাদের সমর্থন করবে ৷ দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজিপিএম ও তৃণমূল একসঙ্গে লড়াই করবে বলে জানিয়েছেন অনিত থাপা ৷ তেমনটা হলে বিজেপির বিরুদ্ধে পাহাড় দখলের লড়াইয়ে তৃণমূল না বিজিপিএম কাদের প্রার্থী দাঁড়াবে, সেটা সময় বলবে ৷

তবে, পাহাড় দখলের লড়াইয়ে অনিত থাপা আত্মবিশ্বাসী ৷ তাঁর দাবি, "পাহাড়বাসী বহু বছর ধরে কেন্দ্রের দলকে সমর্থন করে এসেছে ৷ এই আশায় যে, তাদের দাবিদাওয়া পূরণ করা হবে ৷ পাহাড়ের মানুষের জন্য বিজেপির সরকার কিছু করবে ৷ কিন্তু, পাঁচ বছর পর পাহাড় ও এখানকার গোর্খাবাসীদের কথা ভাবেনি বিজেপি ৷ বরং রাজ্য সরকারের সঙ্গে জিটিএ পাহাড়ের উন্নয়নে কাজ করেছে ৷ পাহাড়ের মানুষ উপকৃত হয়েছে ৷ তাই এবারের লোকসভা ভোটে ফল বদলাবে ৷"

তবে, অনিত থাপার এই ধারনা ভ্রান্ত বলে মনে করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ৷ তাঁর দাবি, "বিজেপি গোর্খাদের দাবি মেটায়নি, সেটা পরের বিষয় ৷ কিন্তু, অনিত থাপা বা তৃণমূল গোর্খা তথা পাহাড়ের উন্নয়নে কী কাজ করেছে ? কীসের ভরসায় তারা বলছে, পাহাড়বাসী তাদের ভোট দেবে ? রাজ্য সরকার বা জিটিএ পাহাড়ের জন্য কোন প্রকল্পটা করেছে ? বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জিটিএর বকেয়া 350 কোটি টাকা আটকে রেখেছে ৷ অনিত থাপা সব উন্নয়নমূলক প্রকল্পে 10 শতাংশ কাটমানি খেয়েছেন ৷ একথা অস্বীকার করতে পারবেন উনি ?"

রাজু বিস্তার দাবি, দার্জিলিংয়ের উন্নয়নমূলক সব প্রকল্প কেন্দ্রের বরাদ্দ টাকায় হয়েছে ৷ যেখানে জাতীয় সড়ক প্রশস্ত করা, শিলিগুড়ি পৌরনিগমে জলপ্রকল্পে 500 কোটি টাকা এবং দার্জিলিংয়ের পানীয় জলের পাইপলাইন বসানোর জন্যও কেন্দ্র টাকা দিয়েছে বলে জানান দার্জিলিংয়ের সাংসদ ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটে কোথায়, কীভাবে মোতায়ন কেন্দ্রীয় বাহিনী ? বুধে বৈঠক কমিশনের
  2. অল্প ব্যবধানে হারা আরামবাগে জিততে বিজেপির বাজি মোদি, কাজ হবে না; দাবি অপরূপার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.