ETV Bharat / politics

ভূপতিনগরে বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা, অভিযোগ অমিত শাহের - Amit Shah - AMIT SHAH

Amit Shah: ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে দিনকয়েক আগে বালুরঘাটের সভা থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে পালটা জবাব দিতে বালুরঘাটকেই বেছে নিলেন অমিত শাহ ৷ অভিযোগ করলেন, বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা ৷

LOK SABHA ELECTION 2024
LOK SABHA ELECTION 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 3:19 PM IST

Updated : Apr 10, 2024, 8:12 PM IST

বালুরঘাট, 10 এপ্রিল: এনআইএ-র উপর হামলার অভিযোগকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সরাসরি অভিযোগ করলেন, বোমা বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এর জন্য মমতার লজ্জিত হওয়া উচিত বলেও দাবি করেছেন অমিত শাহ ৷

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে 2022 সালের ডিসেম্বরে বিস্ফোরণ হয়েছিল ৷ সেই ঘটনার তদন্তে সম্প্রতি সেখানে যায় এনআইএ ৷ অভিযোগ, এনআইএ-র উপর হামলা করা হয়েছে ৷ পালটা এনআইএ-র বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে ৷ এই নিয়ে গত কয়েকদিনে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে৷ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলেছেন ৷

সেই নিয়েই বুধবার পালটা সরব হন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘ভূপতিনগরে যারা বিস্ফোরণে জড়িত, তাদের জেলে পাঠানো উচিত ৷ তদন্তের দায়িত্ব হাইকোর্ট এনআইএ-কে দিয়েছে ৷ মমতাদিদি বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচাতে এনআইএ-র বিরুদ্ধে অভিযোগ করছে ৷ লজ্জা হওয়া উচিত মমতার ৷’’ একই সঙ্গে অমিত শাহ অভিযুক্তদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারিও দেন ৷

বালুরঘাটে বিজেপির প্রার্থী স্থানীয় সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর সমর্থনে প্রচার দিয়েই বাংলায় নির্বাচনী প্রচার শুরু করলেন অমিত শাহ ৷ আত্মবিশ্বাসের সঙ্গে বলে গেলেন যে বালুরঘাটে আবার বিজেপিকেই সমর্থন করবেন ভোটাররা ৷ তাঁর কথায়, ‘‘ভিড় দেখেই সভাপতিকে বলেছি যে বিজেপি এখানে জিতেই গিয়েছে ৷’’ পাশাপাশি তিনি বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বালুরঘাটের উন্নয়ন না করার জন্য ৷ তাঁর কথায়, বালুরঘাটের উন্নয়নের জন্য বাংলাতেও বিজেপির সরকার দরকার ৷

বালুরঘাটের পাশাপাশি বাংলার উন্নয়নের কথাও বারবার ফিরে এসেছে, তাঁর ভাষণে ৷ বারবার তিনি দাবি করেছেন যে বিজেপিই একমাত্র পারে বাংলার প্রকৃত উন্নয়ন করতে ৷ আর তৃণমূলকে ভোট দিলে বাংলার সব জায়গাতেই সন্দেশখালির মতো পরিস্থিতি তৈরি হবে বলে তিনি দাবি করেছেন ৷ তৃণমূলের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও রাজনীতি করছেন ?

অমিত শাহ অভিযোগ করেন, তোষণের রাজনীতি করে ভোটের জন্য সন্দেশখালির অভিযুক্তদের বাঁচাতে চাইছেন মমতা ৷ বাংলার মা-বোনেরা দেখছেন যে কারা সন্দেশখালির অভিযুক্তদের সঙ্গে ৷ তৃণমূলকে জেতালে আরও সন্দেশখালি হবে ৷ মোদিকে জেতালে সোনার বাংলা হবে বলেও তিনি দাবি করেন ৷

সেই কারণে তিনি বাংলার মানুষের কাছে বারবার তিরিশের বেশি আসনে বিজেপিকে জেতানোর আবেদন করেছেন ৷ তিনি বলেন, ‘‘শক্তিশালী ভারত গঠনের জন্য শক্তিশালী বাংলা গড়তে হবে ৷’’

আরও পড়ুন:

  1. অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক, সিএএ নিয়ে ফের তোপ অমিত শাহের
  2. আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, লড়াই শত্রুঘ্নর সঙ্গে
  3. তাপস-শীলভদ্রর প্রচারে একইদিনে শহরে মোদি-শাহ, কবে ?

বালুরঘাট, 10 এপ্রিল: এনআইএ-র উপর হামলার অভিযোগকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সরাসরি অভিযোগ করলেন, বোমা বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এর জন্য মমতার লজ্জিত হওয়া উচিত বলেও দাবি করেছেন অমিত শাহ ৷

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে 2022 সালের ডিসেম্বরে বিস্ফোরণ হয়েছিল ৷ সেই ঘটনার তদন্তে সম্প্রতি সেখানে যায় এনআইএ ৷ অভিযোগ, এনআইএ-র উপর হামলা করা হয়েছে ৷ পালটা এনআইএ-র বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে ৷ এই নিয়ে গত কয়েকদিনে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে৷ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলেছেন ৷

সেই নিয়েই বুধবার পালটা সরব হন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘ভূপতিনগরে যারা বিস্ফোরণে জড়িত, তাদের জেলে পাঠানো উচিত ৷ তদন্তের দায়িত্ব হাইকোর্ট এনআইএ-কে দিয়েছে ৷ মমতাদিদি বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচাতে এনআইএ-র বিরুদ্ধে অভিযোগ করছে ৷ লজ্জা হওয়া উচিত মমতার ৷’’ একই সঙ্গে অমিত শাহ অভিযুক্তদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারিও দেন ৷

বালুরঘাটে বিজেপির প্রার্থী স্থানীয় সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর সমর্থনে প্রচার দিয়েই বাংলায় নির্বাচনী প্রচার শুরু করলেন অমিত শাহ ৷ আত্মবিশ্বাসের সঙ্গে বলে গেলেন যে বালুরঘাটে আবার বিজেপিকেই সমর্থন করবেন ভোটাররা ৷ তাঁর কথায়, ‘‘ভিড় দেখেই সভাপতিকে বলেছি যে বিজেপি এখানে জিতেই গিয়েছে ৷’’ পাশাপাশি তিনি বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বালুরঘাটের উন্নয়ন না করার জন্য ৷ তাঁর কথায়, বালুরঘাটের উন্নয়নের জন্য বাংলাতেও বিজেপির সরকার দরকার ৷

বালুরঘাটের পাশাপাশি বাংলার উন্নয়নের কথাও বারবার ফিরে এসেছে, তাঁর ভাষণে ৷ বারবার তিনি দাবি করেছেন যে বিজেপিই একমাত্র পারে বাংলার প্রকৃত উন্নয়ন করতে ৷ আর তৃণমূলকে ভোট দিলে বাংলার সব জায়গাতেই সন্দেশখালির মতো পরিস্থিতি তৈরি হবে বলে তিনি দাবি করেছেন ৷ তৃণমূলের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও রাজনীতি করছেন ?

অমিত শাহ অভিযোগ করেন, তোষণের রাজনীতি করে ভোটের জন্য সন্দেশখালির অভিযুক্তদের বাঁচাতে চাইছেন মমতা ৷ বাংলার মা-বোনেরা দেখছেন যে কারা সন্দেশখালির অভিযুক্তদের সঙ্গে ৷ তৃণমূলকে জেতালে আরও সন্দেশখালি হবে ৷ মোদিকে জেতালে সোনার বাংলা হবে বলেও তিনি দাবি করেন ৷

সেই কারণে তিনি বাংলার মানুষের কাছে বারবার তিরিশের বেশি আসনে বিজেপিকে জেতানোর আবেদন করেছেন ৷ তিনি বলেন, ‘‘শক্তিশালী ভারত গঠনের জন্য শক্তিশালী বাংলা গড়তে হবে ৷’’

আরও পড়ুন:

  1. অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক, সিএএ নিয়ে ফের তোপ অমিত শাহের
  2. আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, লড়াই শত্রুঘ্নর সঙ্গে
  3. তাপস-শীলভদ্রর প্রচারে একইদিনে শহরে মোদি-শাহ, কবে ?
Last Updated : Apr 10, 2024, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.