কলকাতা, 15 মে: 2025 সালে ভারতের প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ ৷ সম্প্রতি এমনই দাবি করে জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ কিন্তু আম আদমি পার্টি (আপ)-এর আহ্বায়কের ওই দাবি নস্যাৎ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহ ৷ বুধবার তিনি জানালেন, 2029 সালের পরও দেশকে নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদি ৷
এ দিন সংবাদসংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছেন অমিত শাহ ৷ সেখানেই তাঁর সামনে কেজরিওয়ালের দাবির বিষয়টি তুলে ধরা হয় ৷ তখনই এই নিয়ে পালটা জবাব দেন অমিত শাহ ৷ জানিয়েদেন, 2029 সালের পরও দেশের প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদি ৷
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি 2029 সাল পর্যন্ত থাকবেন, এবং অরবিন্দ কেজরিওয়াল আমার কাছে আপনার জন্য খারাপ খবর আছে... এমনকি 2029 সালের পরেও প্রধানমন্ত্রী মোদি আমাদের নেতৃত্ব দেবেন ৷’’
এ দিন ওই সাক্ষাৎকারে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা থেকে এক দেশ এক ভোটের বিষয়টি নিয়ে উত্তর দিয়েছেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘আমরা ইউসিসি (অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড) আনব... আমরা 'এক দেশ, এক নির্বাচন'ও আনতে চাই । এটা নিয়েও আলোচনা করা উচিত ৷ আমাদের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী বিষয় হল যে আগামিদিনে আমরা কোনও পার্সোনাল ল আসতে দেব না ।"
মঙ্গলবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ দাবি করেছিলেন যে প্রথম চার দফায় যে 380টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে 270টিতে বিজেপির জয় নিশ্চিত ৷ এই প্রসঙ্গে এ দিনের সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে সরকারই নির্বাচিত হোক না কেন, তাকে দেশের প্রতিটি অংশ থেকে সমর্থন পাওয়া উচিত ৷ আর স্থিতিশীল সরকার তৈরি হওয়া উচিত ৷ তাহলেই দেশ মজবুত হয়৷ দেশ মজবুত হলে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় ৷ বিজেপি এটাই চায় ৷ সেই কারণেই 400 আসন জয়ের স্লোগান দেওয়া হয়েছে ৷ এর সঙ্গে সংরক্ষণ শেষ করা বা এমন কোনও বিষয় নেই ৷ তা করতে চাইলে বিজেপি গত দশ বছরের শাসনকালেই করতে পারত ৷
কিন্তু বিজেপি কি পাবে 400 আসন ? বিরোধীরা তো বলছে, দক্ষিণে বিজেপি সাফ আর উত্তরে বিজেপি হাফ ৷ এই নিয়ে অমিত শাহের বক্তব্য, ‘‘4 জুন বিজেপি দক্ষিণ ভারতে সবচেয়ে বড় দল হিসাবে আবির্ভূত হবে ৷ আমি আমার বক্তব্যে অটল । কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, কেরালা ও তামিলনাড়ু- এই পাঁচটি রাজ্যের আসন মিলিয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে বিজেপি ।’’
একই সঙ্গে তিনি জানান যে উত্তরপ্রদেশেও বিজেপি এবার গতবারের চেয়ে বেশি আসন জিতবে ৷ গতবার সেখানে বিজেপি 65টি আসনে জিতেছিল ৷ পশ্চিমবঙ্গেও বিজেপি 24-30টি আসনে জিতবে বলে দাবি অমিত শাহের ৷ আর বাংলার প্রসঙ্গে তিনি আরও একবার সন্দেশখালি নিয়ে সরব হয়েছেন ৷
এই নিয়ে শাহের বক্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় একটি মোডাস অপারেন্ডি তৈরি করেছেন । আগে নৃশংসতা করো, মানুষ একবার এ নিয়ে কথা বললে তা আড়াল করতে আবার নৃশংসতা চালাও । সন্দেশখালি এর একটি উদাহরণ । একজন মহিলা মুখ্যমন্ত্রীর নাকের নিচে ধর্ম অনুযায়ী নারীদের উপর অত্যাচার হয়... তিনি কেন চুপ ? পুলিশ কোনও তদন্ত করেনি বলে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হল ৷ তারপরে মামলাটি সিবিআইয়ের কাছে গেল...তাঁর (মমতা) তো লজ্জিত হওয়া উচিত ৷’’
এছাড়া এ দিন অমিত শাহ আরও একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন ৷ তিনি অভিযোগ, সংখ্যালঘু ভোট ব্যাংক বাঁচাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যায়নি ‘ইন্ডিয়া’র দলগুলি ৷ তাঁর দাবি, কেজরিওয়ালকে জামিন দেওয়ার ক্ষেত্রে বিশেষ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে বলে দেশের অনেকে মনে করেন ৷ এটা রুটিন রায় নয় ৷ পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে তিনি জানান ৷
আরও পড়ুন: