কলকাতা, 23 এপ্রিল: 26 এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন ৷ যেখানে রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ তার আগে 23 এপ্রিল ফের উত্তরবঙ্গে প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রায়গঞ্জ লোকসভার করণদিঘি এবং মালদা দক্ষিণের ইংরেজবাজারে জনসভা করবেন শাহ ৷
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি 2019 সালে বিজেপির দখলে ছিল ৷ রায়গঞ্জের ঘরের মেয়ে দেবশ্রী চৌধুরী তৃণমূলের অর্পিতা ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন ৷ কিন্তু, দেবশ্রী চৌধুরীকে নিয়ে ওই অঞ্চলে বিজেপি নেতৃত্বের মধ্যেই অসন্তোষ জন্মেছিল ৷ ফলে জয়ী আসনেও বাধ্য হয়ে প্রার্থী বদল করতে হয়েছে বিজেপি ৷ এবার রায়গঞ্জ লোকসভার প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে ৷ তাঁর হয়ে করণদিঘির জনসভায় প্রচার করবেন স্বয়ং অমিত শাহ ৷
রায়গঞ্জের পর হেলিকপ্টারে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে প্রচারে অংশ নেবেন শাহ ৷ তবে, মালদা দক্ষিণ লোকসভার ভোট হবে তৃতীয় দফায়, অর্থাৎ 7 মে মঙ্গলবার ৷ উল্লেখ্য, মালদা দক্ষিণের এই আসনটি কংগ্রেস গড় বলে পরিচিত ৷ 2019 সালেও আবু হাসেম খান চৌধুরী এই আসনে জয়লাভ করেছিলেন ৷ এবার তাঁর ছেলে ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস ৷
কিন্তু, মালদার দক্ষিণের এই আসনটিতে নজর রয়েছে তৃণমূল ও বিজেপির ৷ ফলে তৃতীয় দফার প্রচারের শুরুটা মালদা দক্ষিণ দিয়ে করা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷ গতবারেও এই কেন্দ্রে বিজেপি শ্রীরূপা মিত্র চৌধুরীকে প্রার্থী করেছিল ৷ তিনি মাত্র 8 হাজার 222 ভোটে আবু তাহেরের কাছে হারেন ৷ ফলে দ্বিতীয়বারে শ্রীরূপা মিত্র চৌধুরীকে এই আসন থেকে জেতাতে মরিয়া বিজেপি ৷
উল্লেখ্য, গতকাল দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে দার্জিলিং লোকসভা কেন্দ্রের লেবংয়ে সভা করার কথা ছিল অমিত শাহ ৷ কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে দু’বার চেষ্টা করেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করানো যায়নি ৷ ফলে তাঁর সভা বাতিল করতে হয় ৷ বদলে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজু বিস্তার ফোনে নিজের বার্তা পাহাড়ের মানুষের কাছে পৌঁছে দেন শাহ ৷
আরও পড়ুন: