ETV Bharat / politics

বঙ্গে তিরিশের বেশি আসন জিতলে বাড়ি-বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবেন শান্তনু, বনগাঁয় শাহী প্রতিশ্রুতি - Amit Shah - AMIT SHAH

Amit Shah: আগামী 20 মে পঞ্চম দফায় উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা আসনে ভোট ৷ তার আগে মঙ্গলবার বনগাঁয় সভা করলেন অমিত শাহ ৷ সেই সভা থেকে সিএএ-সহ একাধিক ইস্যুতে তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমালোচনায় সরব হলেন ৷

Amit Shah
অমিত শাহ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 5:04 PM IST

বনগাঁ, 14 মে: পশ্চিমবঙ্গে এবার তিরিশেরও বেশি লোকসভা আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি ৷ সেই কারণে দলের নেতাদের ভাষণে, বিশেষ করে অমিত শাহের বক্তব্য়ে বারবার ফিরে আসছে তিরিশ সংখ্যাটি ৷ এই সংখ্যা বা তার বেশি আসন জিতলে বিজেপি কী করতে চায়, সেই প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি ৷ মঙ্গলবার যেমন উত্তর 24 পরগনার বনগাঁয় দাঁড়িয়ে তিনি জানালেন, বাংলায় 30 আসনের বেশি জিতলে শান্তনু ঠাকুর বাড়ি বাড়ি গিয়ে সিএএ-তে গিয়ে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবেন ৷

এ দিন বনগাঁয় বিজেপির নির্বাচনী জনসভায় অংশ নেন অমিত শাহ ৷ ওই আসনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর ৷ তাঁর সমর্থনেই সভা করতে এসেছিলেন অমিত শাহ ৷ শান্তনু নিজে মতুয়াদের ধর্মগুরু ৷ তাছাড়া বনগাঁয় মতুয়া ভোট বড় ফ্যাক্টর ৷ আর এই মতুয়াদের একটা বড় অংশের জন্য় সিএএ চালু করা হয়েছে বলে বারবার বিজেপির তরফে দাবি করা হয় ৷ সেই কারণে এ দিন অমিত শাহের ভাষণে বারবার সিএএ-র প্রসঙ্গ ফিরে এসেছে ৷

যদিও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বারবার জানাচ্ছেন যে সিএএ-তে নাগরিকত্বের আবেদন করলে নাগরিকত্ব পাওয়ার বদলে চলে যাবে ৷ কিন্তু এ দিন অমিত শাহ দাবি করেন যে, সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছে ৷ কারও কোনও সমস্যা হবে না এই আইনের মাধ্যমে ৷ পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি কেন্দ্রের অধীনে৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় চাইলেও এই আইন আটকাতে পারবেন না ৷ সেই কারণে অমিত শাহর পরামর্শ, সিএএ-র অধীনে নাগরিকত্ব নিয়ে আবেদনের ক্ষেত্রে কারও কোনও সমস্যা হলে, তাঁরা যেন শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন ৷ শান্তনুই সব সমস্যার সমাধান করে দেবেন ৷

এ দিন অনুপ্রবেশ ইস্যুতেও মমতার বিরুদ্ধে সরব হন অমিত শাহ ৷ তাঁর দাবি, ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য অনুপ্রবেশকারীদের এনে ভোটার কার্ড দেয় তৃণমূল ৷ কিন্তু মতুয়ারা যাঁরা শরণার্থী, তাঁদের নাগরিকত্ব দিতে চায় না ৷ ওই ভোট ব্যাংক বাঁচাতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মমতা-অভিষেক যাননি বলে অভিযোগ অমিত শাহের ৷

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি-অপশাসনের অভিযোগ তোলেন অমিত শাহ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই একমাত্র বাংলাকে দুর্নীতি মুক্ত করতে পারে বলে তাঁর দাবি ৷ একই সঙ্গে তিনি জানান, চার দফায় দেশে 380 আসনে ভোট শেষ ৷ বাংলায় 18টি আসনের ভোট হয়েছে ৷ এই 380 আসনের মধ্যে বিজেপি 270 আসনে জিততে চলেছে ৷ এবার লড়াই 400 আসন পার করার ৷ তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, বাংলায় 30টির বেশি আসন জেতাবেন তো ? অমিত শাহের দাবি, বাংলায় 30-এর বেশি লোকসভা আসনে বিজেপি জিতলে মমতার জমানাও অচিরে শেষ হবে ৷

পাশাপাশি তিনি ইভিএম ইস্যুতেও মমতাকে নিশানা করেন ৷ তাঁর বক্তব্য, ইভিএম নিয়ে অভিযোগ করছেন মমতা ৷ কিন্তু মমতা যখন মুখ্যমন্ত্রী হন, তখনও তো ইভিএম ছিল ৷ এখন হেরে যাবেন বলে ইভিএমের নামে অভিযোগ করছেন মমতা ৷

আরও পড়ুন:

  1. শর্ত সাপেক্ষে তিনিও সিএএ মানতে রাজি, স্পষ্ট করলেন মমতা
  2. 'মোদির হর ঘর জল, ওদের হর ঘর বম্ব'! পাণ্ডুয়া বিস্ফোরণে তৃণমূলকে কটাক্ষ মোদির
  3. অবাধে দুর্নীতি চালায় তৃণমূল, বাংলার ভবিষ্যৎ বদলাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মোদির

বনগাঁ, 14 মে: পশ্চিমবঙ্গে এবার তিরিশেরও বেশি লোকসভা আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি ৷ সেই কারণে দলের নেতাদের ভাষণে, বিশেষ করে অমিত শাহের বক্তব্য়ে বারবার ফিরে আসছে তিরিশ সংখ্যাটি ৷ এই সংখ্যা বা তার বেশি আসন জিতলে বিজেপি কী করতে চায়, সেই প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি ৷ মঙ্গলবার যেমন উত্তর 24 পরগনার বনগাঁয় দাঁড়িয়ে তিনি জানালেন, বাংলায় 30 আসনের বেশি জিতলে শান্তনু ঠাকুর বাড়ি বাড়ি গিয়ে সিএএ-তে গিয়ে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবেন ৷

এ দিন বনগাঁয় বিজেপির নির্বাচনী জনসভায় অংশ নেন অমিত শাহ ৷ ওই আসনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর ৷ তাঁর সমর্থনেই সভা করতে এসেছিলেন অমিত শাহ ৷ শান্তনু নিজে মতুয়াদের ধর্মগুরু ৷ তাছাড়া বনগাঁয় মতুয়া ভোট বড় ফ্যাক্টর ৷ আর এই মতুয়াদের একটা বড় অংশের জন্য় সিএএ চালু করা হয়েছে বলে বারবার বিজেপির তরফে দাবি করা হয় ৷ সেই কারণে এ দিন অমিত শাহের ভাষণে বারবার সিএএ-র প্রসঙ্গ ফিরে এসেছে ৷

যদিও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বারবার জানাচ্ছেন যে সিএএ-তে নাগরিকত্বের আবেদন করলে নাগরিকত্ব পাওয়ার বদলে চলে যাবে ৷ কিন্তু এ দিন অমিত শাহ দাবি করেন যে, সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছে ৷ কারও কোনও সমস্যা হবে না এই আইনের মাধ্যমে ৷ পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি কেন্দ্রের অধীনে৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় চাইলেও এই আইন আটকাতে পারবেন না ৷ সেই কারণে অমিত শাহর পরামর্শ, সিএএ-র অধীনে নাগরিকত্ব নিয়ে আবেদনের ক্ষেত্রে কারও কোনও সমস্যা হলে, তাঁরা যেন শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন ৷ শান্তনুই সব সমস্যার সমাধান করে দেবেন ৷

এ দিন অনুপ্রবেশ ইস্যুতেও মমতার বিরুদ্ধে সরব হন অমিত শাহ ৷ তাঁর দাবি, ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য অনুপ্রবেশকারীদের এনে ভোটার কার্ড দেয় তৃণমূল ৷ কিন্তু মতুয়ারা যাঁরা শরণার্থী, তাঁদের নাগরিকত্ব দিতে চায় না ৷ ওই ভোট ব্যাংক বাঁচাতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মমতা-অভিষেক যাননি বলে অভিযোগ অমিত শাহের ৷

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি-অপশাসনের অভিযোগ তোলেন অমিত শাহ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই একমাত্র বাংলাকে দুর্নীতি মুক্ত করতে পারে বলে তাঁর দাবি ৷ একই সঙ্গে তিনি জানান, চার দফায় দেশে 380 আসনে ভোট শেষ ৷ বাংলায় 18টি আসনের ভোট হয়েছে ৷ এই 380 আসনের মধ্যে বিজেপি 270 আসনে জিততে চলেছে ৷ এবার লড়াই 400 আসন পার করার ৷ তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, বাংলায় 30টির বেশি আসন জেতাবেন তো ? অমিত শাহের দাবি, বাংলায় 30-এর বেশি লোকসভা আসনে বিজেপি জিতলে মমতার জমানাও অচিরে শেষ হবে ৷

পাশাপাশি তিনি ইভিএম ইস্যুতেও মমতাকে নিশানা করেন ৷ তাঁর বক্তব্য, ইভিএম নিয়ে অভিযোগ করছেন মমতা ৷ কিন্তু মমতা যখন মুখ্যমন্ত্রী হন, তখনও তো ইভিএম ছিল ৷ এখন হেরে যাবেন বলে ইভিএমের নামে অভিযোগ করছেন মমতা ৷

আরও পড়ুন:

  1. শর্ত সাপেক্ষে তিনিও সিএএ মানতে রাজি, স্পষ্ট করলেন মমতা
  2. 'মোদির হর ঘর জল, ওদের হর ঘর বম্ব'! পাণ্ডুয়া বিস্ফোরণে তৃণমূলকে কটাক্ষ মোদির
  3. অবাধে দুর্নীতি চালায় তৃণমূল, বাংলার ভবিষ্যৎ বদলাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.