মালদা, 13 মার্চ: শুধু দক্ষিণ মালদাই নয়, বিজেপির আইটি সেলের নজরে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ৷ পদ্ম শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে নিয়েও তাঁর এক্স হ্যান্ডেলে বিরুপ মন্তব্য করেছেন ৷ মালব্য’র খোঁচায় দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান ইটিভি ভারতকে তাঁর প্রতিক্রিয়া দিলেও সে পথে হাঁটেননি প্রসূন ৷ এনিয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানান তিনি ৷
সম্প্রতি বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলের স্ক্রিনশট শেয়ার করেন ৷ সেখানে মালব্য লেখেন, “উত্তর মালদা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচিত হন ৷ যদি একজন মহিলা হয়েও তৃণমূলের প্রধান এই ধরনের কুৎসিত পুরুষকে প্রার্থী করেন তবে বাংলার মহিলারা কি কখনও নিরাপদে থাকতে পারেন ? মনে রাখবেন, সন্দেশখালি নামটি পশ্চিমবঙ্গে কোনও বিভ্রান্তি তৈরি করেনি ৷ বরং বর্তমানে সন্দেশখালিই পশ্চিমবঙ্গের আদর্শ ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এমন শেখ শাহজাহানকে সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন ৷”
এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা ৷ তাঁর প্রথম টুইটের পর উত্তর মালদার তৃণমূল প্রার্থী তাঁর এক্স হ্যান্ডেল থেকে লগ আউট করেন ৷ এনিয়ে মালব্য লেখেন, “তাঁর যৌনতা প্রকাশ্যে আনার পর উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় টুইটার (এক্স) থেকে লগ আউট করেছেন ৷ কিন্তু তাঁর মতো প্রতিনিধিরা নির্বাচিত হলে উত্তর মালদার মহিলাদের নিরাপদ পরিবেশ দিতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এমন বিকৃত প্রার্থীদের কেন ভোটের ময়দানে নামিয়েছেন ? তিনি কি উত্তর মালদাকে আরেকটি সন্দেশখালি বানাতে চান ?”
মালব্যের টুইটের প্রতিক্রিয়া পেতে প্রসূন বন্দ্যোপাধ্যায়য়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি ৷ শেষ পর্যন্ত তাঁকে পাওয়া গেল মালদা কলেজ অডিটোরিয়ামে ৷ এদিন সেখানে এক কর্মীসভার আয়োজন করেছে জেলা তৃণমূল ৷ এনিয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে একটি কথাও বলতে রাজি হননি ৷ শুধু জানান, “শুধুমাত্র ভয় থেকেই এসব ফালতু কথা বলা হচ্ছে ৷”
আরও পড়ুন: