ETV Bharat / politics

পুরুলিয়ায় প্রার্থী দিয়ে কংগ্রেসকে কোচবিহারের পালটা জবাব দিতে চায় ফরওয়ার্ড ব্লক - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে আসন সমঝোতা করেছে বাম ও কংগ্রেস ৷ সেই সমঝোতা অনুযায়ী বামেরা 30টিতে ও কংগ্রেস 12টিতে লড়াই করবে ৷ কিন্তু শুরুতেই দ্বন্দ্ব তৈরি হয় কোচবিহারে ৷ সেখানে বাম ও কংগ্রেস উভয়ের প্রার্থী রয়েছে ৷ এবার সেই দ্বন্দ্বের আঁচ পড়তে পারে পুরুলিয়াতেও ৷ সেখানে পালটা জবাব হিসেবে কংগ্রেসের বিরুদ্ধে লড়তে পারে ফরওয়ার্ড ব্লক ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 1:27 PM IST

কলকাতা, 8 এপ্রিল: বাম-কংগ্রেস চূড়ান্ত সমঝোতার পরেও বামেদের কোচবিহার আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস । এবার কংগ্রেসকে ছেড়ে দেওয়া পুরুলিয়া আসনে সেই ‘বদলা’ নিতে প্রার্থী দেবে বাম শরিক ফরওয়ার্ড ব্লক ৷ এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ধীরেন মাহাতো ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন ৷ এমনটাই জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের নেতা তথা প্রাক্তন বিধায়ক জীবনপ্রকাশ সাহা ৷

উল্লেখ্য, বামফ্রন্ট ও কংগ্রেসের আসন সমঝোতা হওয়ার আগে থেকেই পুরুলিয়া ও কোচবিহার নিয়ে বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের দড়ি টানাটানি চলছে । প্রার্থীর নাম না চূড়ান্ত করলেও দুই পক্ষ তাদের দলীয় প্রতীক দিয়ে দেওয়াল লিখন শুরু করেছিল ।

পরে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আলোচনায় ঠিক হয় যে রাজ্যের 42 আসনের মধ্যে বামফ্রন্ট 30টিতে আর প্রদেশ কংগ্রেস 12টিতে প্রার্থী দেবে । তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, সেই লক্ষ্যেই এই সমঝোতা বলে জানানো হয়েছিল । তবে সেই সমঝোতার পরও কোচবিহার আসন নিয়ে শুরুতে দ্বন্দ্ব তৈরি হয় ৷ বামফ্রন্টের তরফে শরিক দল ফরওয়ার্ড ব্লককে ওই আসন ছাড়া হয় ৷ প্রার্থীর নামও ঘোষণা করা হয় ৷ সেখানে আচমকাই কংগ্রেস প্রার্থী দেয় । এই আসনে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায় । উলটোদিকে কংগ্রেস পিয়া রায়চৌধুীরকে প্রার্থী করে ।

কংগ্রেসকে প্রার্থী প্রত্যাহারে আবেদন করা হয় বামফ্রন্টের তরফে । সেই অনুসারে পরে সমঝোতার স্বার্থে প্রদেশ নেতৃত্ব প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে আবেদন করেন । তবে প্রার্থী সেই মনোনয়ন প্রত্যাহার করেননি । মনোনয়ন প্রত্যাহার করার শেষদিন অতিক্রান্ত হওয়াতে সেখানে সরকারি ভাবে কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরীই । ফলে ওই আসনে সিপিএম-সহ বামফ্রন্ট বাকি শরিকরা সিদ্ধান্ত নিয়েছে যে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকেই তারা সমর্থন করবেন ।

এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক নেতারা ৷ তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আসন সমঝোতা হওয়ার পরেও কোচবিহারে যে কর্মকাণ্ড কংগ্রেস করেছে, তার পালটা জবাব তারা দেবেন পুরুলিয়া আসনে । পুরুলিয়া আসনে ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী হিসেবে নেপাল মাহাতোর নাম ঘোষণা করেছে । বাম-কংগ্রেস আসন সমঝোতা অনুসারে এই আসন বামেরা কংগ্রেসকে ছেড়ে দিয়েছে । তবে সেখানে কোচবিহারে কংগ্রেস যেভাবে আসন সমঝোতা উপেক্ষা করে প্রার্থী দিয়েছে, সেভাবে বাম শরিক ফরওয়ার্ড ব্লক তাদের প্রার্থী দেবে পুরুলিয়ায় । সেই প্রার্থী হবেন ধীরেন মাহাতো ৷ জেলাস্তরে ফরওয়ার্ড ব্লক নেতা-কর্মীরা তাঁকে সামনে প্রচারের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ৷

এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় এখনও অপেক্ষায় বামফ্রন্ট বিশেষ করে প্রধান শরিক সিপিএম ৷ তবে তেমনটা হলে আসন সমঝোতার সূত্র মেনে চলবে সিপিএম ৷ অর্থাৎ তারা কোচবিহারে যেমন শরিক ফরওয়ার্ড ব্লককেই সমর্থন করছে, তেমনই পুরুলিয়া আসনে তারা সমঝোতা মেনে কংগ্রেসকে সমর্থন করবে ।

গত লোকসভা নির্বাচনে এই আসন থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়লাভ করেন । 49.33 শতাংশ ভোট পান তিনি । এবারও তিনি বিজেপির প্রার্থী । এবার তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো । কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো ।

কংগ্রেস এই আসন দাবি করার পিছনে যুক্তি হল, গতবার তারা একা লড়ে বামফ্রন্টের থেকে বেশি ভোট পেয়েছে । অন্যদিকে 32 বছর ধরে এই আসনে জিতেছিল ফরওয়ার্ড ব্লক ৷ তাই তারা পুরুলিয়ায় লড়তে চেয়েছিল । তবে পুরুলিয়া কেন্দ্রের ভোট যেহেতু অনেকটা দেরিতে, তাই এখনও ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঘোষণা করেনি । তবে দ্রুতই তারা এই আসনে প্রার্থী নাম ঘোষণা করবে বলেই দাবি ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের ।

আরও পড়ুন:

  1. অধীরের নির্দেশই সার, বাংলার বহু জায়গায় বামপ্রার্থীর পাশে নেই কংগ্রেস
  2. কোচবিহার নিয়ে কংগ্রেসকে জোট-বার্তা, আলোচনার দরজা খোলা রাখার বার্তা বিমানের
  3. নেতাজির তৈরি দলে ভাঙন, বামফ্রন্টের সঙ্গে যুক্ত হতে চেয়ে চিঠি পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের

কলকাতা, 8 এপ্রিল: বাম-কংগ্রেস চূড়ান্ত সমঝোতার পরেও বামেদের কোচবিহার আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস । এবার কংগ্রেসকে ছেড়ে দেওয়া পুরুলিয়া আসনে সেই ‘বদলা’ নিতে প্রার্থী দেবে বাম শরিক ফরওয়ার্ড ব্লক ৷ এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ধীরেন মাহাতো ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন ৷ এমনটাই জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের নেতা তথা প্রাক্তন বিধায়ক জীবনপ্রকাশ সাহা ৷

উল্লেখ্য, বামফ্রন্ট ও কংগ্রেসের আসন সমঝোতা হওয়ার আগে থেকেই পুরুলিয়া ও কোচবিহার নিয়ে বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের দড়ি টানাটানি চলছে । প্রার্থীর নাম না চূড়ান্ত করলেও দুই পক্ষ তাদের দলীয় প্রতীক দিয়ে দেওয়াল লিখন শুরু করেছিল ।

পরে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আলোচনায় ঠিক হয় যে রাজ্যের 42 আসনের মধ্যে বামফ্রন্ট 30টিতে আর প্রদেশ কংগ্রেস 12টিতে প্রার্থী দেবে । তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, সেই লক্ষ্যেই এই সমঝোতা বলে জানানো হয়েছিল । তবে সেই সমঝোতার পরও কোচবিহার আসন নিয়ে শুরুতে দ্বন্দ্ব তৈরি হয় ৷ বামফ্রন্টের তরফে শরিক দল ফরওয়ার্ড ব্লককে ওই আসন ছাড়া হয় ৷ প্রার্থীর নামও ঘোষণা করা হয় ৷ সেখানে আচমকাই কংগ্রেস প্রার্থী দেয় । এই আসনে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায় । উলটোদিকে কংগ্রেস পিয়া রায়চৌধুীরকে প্রার্থী করে ।

কংগ্রেসকে প্রার্থী প্রত্যাহারে আবেদন করা হয় বামফ্রন্টের তরফে । সেই অনুসারে পরে সমঝোতার স্বার্থে প্রদেশ নেতৃত্ব প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে আবেদন করেন । তবে প্রার্থী সেই মনোনয়ন প্রত্যাহার করেননি । মনোনয়ন প্রত্যাহার করার শেষদিন অতিক্রান্ত হওয়াতে সেখানে সরকারি ভাবে কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরীই । ফলে ওই আসনে সিপিএম-সহ বামফ্রন্ট বাকি শরিকরা সিদ্ধান্ত নিয়েছে যে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকেই তারা সমর্থন করবেন ।

এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক নেতারা ৷ তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আসন সমঝোতা হওয়ার পরেও কোচবিহারে যে কর্মকাণ্ড কংগ্রেস করেছে, তার পালটা জবাব তারা দেবেন পুরুলিয়া আসনে । পুরুলিয়া আসনে ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী হিসেবে নেপাল মাহাতোর নাম ঘোষণা করেছে । বাম-কংগ্রেস আসন সমঝোতা অনুসারে এই আসন বামেরা কংগ্রেসকে ছেড়ে দিয়েছে । তবে সেখানে কোচবিহারে কংগ্রেস যেভাবে আসন সমঝোতা উপেক্ষা করে প্রার্থী দিয়েছে, সেভাবে বাম শরিক ফরওয়ার্ড ব্লক তাদের প্রার্থী দেবে পুরুলিয়ায় । সেই প্রার্থী হবেন ধীরেন মাহাতো ৷ জেলাস্তরে ফরওয়ার্ড ব্লক নেতা-কর্মীরা তাঁকে সামনে প্রচারের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ৷

এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় এখনও অপেক্ষায় বামফ্রন্ট বিশেষ করে প্রধান শরিক সিপিএম ৷ তবে তেমনটা হলে আসন সমঝোতার সূত্র মেনে চলবে সিপিএম ৷ অর্থাৎ তারা কোচবিহারে যেমন শরিক ফরওয়ার্ড ব্লককেই সমর্থন করছে, তেমনই পুরুলিয়া আসনে তারা সমঝোতা মেনে কংগ্রেসকে সমর্থন করবে ।

গত লোকসভা নির্বাচনে এই আসন থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়লাভ করেন । 49.33 শতাংশ ভোট পান তিনি । এবারও তিনি বিজেপির প্রার্থী । এবার তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো । কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো ।

কংগ্রেস এই আসন দাবি করার পিছনে যুক্তি হল, গতবার তারা একা লড়ে বামফ্রন্টের থেকে বেশি ভোট পেয়েছে । অন্যদিকে 32 বছর ধরে এই আসনে জিতেছিল ফরওয়ার্ড ব্লক ৷ তাই তারা পুরুলিয়ায় লড়তে চেয়েছিল । তবে পুরুলিয়া কেন্দ্রের ভোট যেহেতু অনেকটা দেরিতে, তাই এখনও ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঘোষণা করেনি । তবে দ্রুতই তারা এই আসনে প্রার্থী নাম ঘোষণা করবে বলেই দাবি ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের ।

আরও পড়ুন:

  1. অধীরের নির্দেশই সার, বাংলার বহু জায়গায় বামপ্রার্থীর পাশে নেই কংগ্রেস
  2. কোচবিহার নিয়ে কংগ্রেসকে জোট-বার্তা, আলোচনার দরজা খোলা রাখার বার্তা বিমানের
  3. নেতাজির তৈরি দলে ভাঙন, বামফ্রন্টের সঙ্গে যুক্ত হতে চেয়ে চিঠি পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.