ETV Bharat / politics

সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়ে ফের হাইকোর্টে মামলা শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari moves Calcutta High Court: সন্দেশখালি যেতে বাধা পেয়ে ফের আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী ৷ কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 12:51 PM IST

Updated : Feb 16, 2024, 1:16 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে যেতে বাধা পেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর আইনজীবীর বক্তব্য, আদালত 144 ধারা বাতিল করার পর ফের পুলিশ 144 ধারা জারি করে পথ আটকেছে । শাসকদলের লোকজন সেখানে যাচ্ছেন । কিন্তু বিরোধীদের বারবার সন্দেশখালি যেতে বাধা দেওয়া হচ্ছে । আগামী সোমবার এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে ।

শুভেন্দু অধিকারীর তরফ থেকে আজ এই আবেদন জানানো হলেও, বিচারপতি জয় সেনগুপ্ত এ দিন অনুপস্থিত রয়েছেন । আবার আগামিকাল শনিবার । সেই কারণে আগামী সোমবারের আগে এই মামলার শুনানির সম্ভাবনা নেই ।

উল্লেখ্য, হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম বিশেষ কারণে হাজির হচ্ছেন না আদালতে । সেই জন্য শুক্রবার শুভেন্দুর আবেদনের বিষয়টি বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী । গতকাল সন্দেশখালিতে যাওয়ার পথে বিরোধী দলনেতার বাস ফের আটকায় পুলিশ । এরপর সরবেড়িয়ার কাছে রাস্তায় বসে পড়েন শুভেন্দু । সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে প্রায় ঘণ্টাখানেক ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী ।

তিনি জানান, আদালত 144 ধারা তুলে দেওয়ার পর নিয়ম মেনে চারজন বিধায়ক যাচ্ছিলেন । এরপরেও আটকানো হল । পুলিশ যে আটকেছে, সেটার প্রমাণ রাখছেন । পুরো বিষয়টি নিয়ে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলে গতকালই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী ।

অন্যদিকে, সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলাও দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন আইনজীবী সংযুক্তা সামন্ত । ওই এলাকার পরিস্থিতি দেখে দ্রুত সিআরপিএফ বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন তিনি । মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি । আগামী সোমবার এই মামলাটিরও শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন:

  1. 'আদালতে দেখা হবে', সন্দেশখালি যেতে বাধা পেয়ে সড়বেরিয়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর
  2. কৌশল বদলেও যাওয়া হল না সন্দেশখালি, রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুভেন্দু-সহ তিন বিজেপি বিধায়কের
  3. নন্দীগ্রাম মমতাকে ক্ষমতায় এনেছিল, চেয়ার খালি করবে সন্দেশখালি, তোপ শুভেন্দুর

কলকাতা, 16 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে যেতে বাধা পেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর আইনজীবীর বক্তব্য, আদালত 144 ধারা বাতিল করার পর ফের পুলিশ 144 ধারা জারি করে পথ আটকেছে । শাসকদলের লোকজন সেখানে যাচ্ছেন । কিন্তু বিরোধীদের বারবার সন্দেশখালি যেতে বাধা দেওয়া হচ্ছে । আগামী সোমবার এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে ।

শুভেন্দু অধিকারীর তরফ থেকে আজ এই আবেদন জানানো হলেও, বিচারপতি জয় সেনগুপ্ত এ দিন অনুপস্থিত রয়েছেন । আবার আগামিকাল শনিবার । সেই কারণে আগামী সোমবারের আগে এই মামলার শুনানির সম্ভাবনা নেই ।

উল্লেখ্য, হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম বিশেষ কারণে হাজির হচ্ছেন না আদালতে । সেই জন্য শুক্রবার শুভেন্দুর আবেদনের বিষয়টি বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী । গতকাল সন্দেশখালিতে যাওয়ার পথে বিরোধী দলনেতার বাস ফের আটকায় পুলিশ । এরপর সরবেড়িয়ার কাছে রাস্তায় বসে পড়েন শুভেন্দু । সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে প্রায় ঘণ্টাখানেক ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী ।

তিনি জানান, আদালত 144 ধারা তুলে দেওয়ার পর নিয়ম মেনে চারজন বিধায়ক যাচ্ছিলেন । এরপরেও আটকানো হল । পুলিশ যে আটকেছে, সেটার প্রমাণ রাখছেন । পুরো বিষয়টি নিয়ে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলে গতকালই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী ।

অন্যদিকে, সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলাও দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন আইনজীবী সংযুক্তা সামন্ত । ওই এলাকার পরিস্থিতি দেখে দ্রুত সিআরপিএফ বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন তিনি । মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি । আগামী সোমবার এই মামলাটিরও শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন:

  1. 'আদালতে দেখা হবে', সন্দেশখালি যেতে বাধা পেয়ে সড়বেরিয়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর
  2. কৌশল বদলেও যাওয়া হল না সন্দেশখালি, রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুভেন্দু-সহ তিন বিজেপি বিধায়কের
  3. নন্দীগ্রাম মমতাকে ক্ষমতায় এনেছিল, চেয়ার খালি করবে সন্দেশখালি, তোপ শুভেন্দুর
Last Updated : Feb 16, 2024, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.