ETV Bharat / politics

সিপিএমের সভার দিনই সন্দেশখালির তিন জায়গায় ফের 144 ধারা জারি, অশান্তির আশংকা বাড়ছে - 144 imposed in Sandeshkhali

144 imposed in Sandeshkhali: সোমবার সিপিএমের সভার দিনই উত্তর 24 পরগনার সন্দেশখালির তিনটি জায়গায় নতুন করে 144 ধারা জারি করল প্রশাসন । ফলে সভাস্থলে যাওয়ার পথে আটকে যেতে পারেন সিপিএমের কর্মী-সমর্থকরা ৷ সুজন চক্রবর্তী হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশ আটকালেও সভা হবে ৷ তাঁর হুঁশিয়ারিতে বাড়ছে অশান্তির সম্ভবনা !

144 imposed in Sandeshkhali
144 imposed in Sandeshkhali
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 1:32 PM IST

সন্দেশখালি, 11 মার্চ: সিপিএমের সন্দেশখালি অভিযানের দিনই নতুন করে বেশ কিছু জায়গায় 144 ধারা জারি করেছে প্রশাসন । আর প্রশাসনের এই ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । যদিও অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রশাসন সূত্রে । জানা গিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা এই তিনদিন সন্দেশখালির তিনটি জায়গায় আপাতত 144 ধারা জারি থাকবে । এগুলো হল - ধামাখালি ঘাট, সরবেড়িয়া বাজার ও রাজবাড়ি মোড় । যার জেরে এই তিনটি এলাকায় ইতিমধ্যে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে পুলিশের তরফে । তা সত্ত্বেও অশান্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সিপিএমের সন্দেশখালি অভিযান ঘিরে ।

কারণ, সিপিএম নেতৃত্বও নাছোড়বান্দা তাঁদের কর্মসূচি সফল করতে । ইতিমধ্যে তাঁরা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পুলিশ বাধা দিলেও সেই বাধা টপকে সন্দেশখালির দিকে যাবেন দলের কর্মী-সমর্থকরা । ফলে, কোনও অশান্তির পরিবেশ তৈরি হলে, তা কিভাবে সামাল দেন পুলিশ কর্তারা, এখন সেটাই দেখার ৷

144 imposed in Sandeshkhali
সিপিএমের সভার দিনই সন্দেশখালির তিন জায়গায় ফের 144 ধারা জারি

লোকসভা ভোটের আগে রাজনীতির হটস্পট যে সন্দেশখালি হতে চলেছে, তা বারেবারে স্পষ্ট হয়েছে বিরোধী শিবিরের লাগাতার কর্মসূচি থেকে । সন্দেশখালি-কাণ্ডকে হাতিয়ার করে ভোটের সুফল পেতে একপ্রকার মরিয়া তারা । সেই কারণে সন্দেশখালির পরিস্থিতি তুলে ধরতে কোনও খামতি রাখছে না বিরোধী রাজনৈতিক দলগুলি । তা করতে গিয়ে কখনও পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে তাদের । আবার কখনও হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালির উপদ্রুত এলাকায় পৌঁছে গিয়েছেন বিরোধী দলের নেতারা ।

144 imposed in Sandeshkhali
সিপিএমের সভার দিনই সন্দেশখালির তিন জায়গায় ফের 144 ধারা জারি

সেই আবহে এবার সন্দেশখালি অভিযান করতে চলেছে সিপিএম নেতৃত্ব । সূত্রের খবর, সোমবার দুপুর 2টো নাগাদ সন্দেশখালির সামাজিক শিক্ষাকেন্দ্রের মাঠে সভা করবেন তাঁরা । সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম-সহ আরও অনেকে । মূলত সেই সভায় উত্তর 24 পরগনা জেলার কর্মী-সমর্থকদেরই উপস্থিত থাকার কথা রয়েছে । তার জন্য নির্দিষ্ট রুটও ঠিক করে দেওয়া হয়েছে দলের তরফ থেকে । সায়েন্স সিটি থেকে ধামাখালি হয়ে ফেরিঘাটে যেতে বলা হয়েছে সিপিএম কর্মী-সমর্থকদের । সন্দেশখালি ঘাট থেকে সভাস্থল মিনিট তিনেকের হাঁটা পথ ।

144 imposed in Sandeshkhali
সিপিএমের সভার দিনই সন্দেশখালির তিন জায়গায় ফের 144 ধারা জারি

কিন্তু, তার আগেই ধামাখালি ঘাটে আটকে দেওয়া হতে পারে সিপিএম কর্মী-সমর্থকদের । এমনটাই আশঙ্কা করা হচ্ছে দলীয় নেতৃত্বের তরফে । এই বিষয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "পুলিশ আটকালেও সভা হবেই । ঘোষিত কর্মসূচিতে প্রশাসন কিভাবে 144 ধারা জারি করতে পারে ? আসলে পুলিশ দুষ্কৃতীদের মতো আচরণ করছে ! গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব প্রশাসনের । তারা যদি সেই দায়িত্ব পালন না করে, তাহলে জনসাধারণই সেই দায়িত্ব পালন করবে নিজের উদ্যোগে । আমরা চাই না কোনও অশান্তি হোক । কিন্তু, পুলিশ সেই অশান্তি তৈরি করার চেষ্টা করলে আমরা তা রুখব ।"

144 imposed in Sandeshkhali
সিপিএমের সভার দিনই সন্দেশখালির তিন জায়গায় ফের 144 ধারা জারি

এদিকে, পুলিশের তরফে 144 ধারা জারি হওয়ার তিনটি জায়গায় জমায়েত না করার আবেদন জানানো হয়েছে । ফলে দলীয় সভায় যোগ দিতে এ দিন সিপিএম কর্মী-সমর্থকরা জমায়েত হলে কি হয়, সেই দিকেই লক্ষ্য রয়েছে সকলের ।

আরও পড়ুন:

  1. ভোটের 'দশে দশ' কর্মসূচি সিপিএমের, প্রার্থী তালিকা ঘোষণার আগে স্লোগান বেঁধে দিল আলিমুদ্দিন স্ট্রিট
  2. ভোটের আগে 'জনতার কেসবুক' চালু সিপিএমের
  3. যুব সমাজকে মিথ্যে মামলায় জেলে ভরেছেন মমতা, ইটিভি ভারতের সামনে অকপট নিরাপদ সরদার

সন্দেশখালি, 11 মার্চ: সিপিএমের সন্দেশখালি অভিযানের দিনই নতুন করে বেশ কিছু জায়গায় 144 ধারা জারি করেছে প্রশাসন । আর প্রশাসনের এই ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । যদিও অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রশাসন সূত্রে । জানা গিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা এই তিনদিন সন্দেশখালির তিনটি জায়গায় আপাতত 144 ধারা জারি থাকবে । এগুলো হল - ধামাখালি ঘাট, সরবেড়িয়া বাজার ও রাজবাড়ি মোড় । যার জেরে এই তিনটি এলাকায় ইতিমধ্যে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে পুলিশের তরফে । তা সত্ত্বেও অশান্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সিপিএমের সন্দেশখালি অভিযান ঘিরে ।

কারণ, সিপিএম নেতৃত্বও নাছোড়বান্দা তাঁদের কর্মসূচি সফল করতে । ইতিমধ্যে তাঁরা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পুলিশ বাধা দিলেও সেই বাধা টপকে সন্দেশখালির দিকে যাবেন দলের কর্মী-সমর্থকরা । ফলে, কোনও অশান্তির পরিবেশ তৈরি হলে, তা কিভাবে সামাল দেন পুলিশ কর্তারা, এখন সেটাই দেখার ৷

144 imposed in Sandeshkhali
সিপিএমের সভার দিনই সন্দেশখালির তিন জায়গায় ফের 144 ধারা জারি

লোকসভা ভোটের আগে রাজনীতির হটস্পট যে সন্দেশখালি হতে চলেছে, তা বারেবারে স্পষ্ট হয়েছে বিরোধী শিবিরের লাগাতার কর্মসূচি থেকে । সন্দেশখালি-কাণ্ডকে হাতিয়ার করে ভোটের সুফল পেতে একপ্রকার মরিয়া তারা । সেই কারণে সন্দেশখালির পরিস্থিতি তুলে ধরতে কোনও খামতি রাখছে না বিরোধী রাজনৈতিক দলগুলি । তা করতে গিয়ে কখনও পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে তাদের । আবার কখনও হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালির উপদ্রুত এলাকায় পৌঁছে গিয়েছেন বিরোধী দলের নেতারা ।

144 imposed in Sandeshkhali
সিপিএমের সভার দিনই সন্দেশখালির তিন জায়গায় ফের 144 ধারা জারি

সেই আবহে এবার সন্দেশখালি অভিযান করতে চলেছে সিপিএম নেতৃত্ব । সূত্রের খবর, সোমবার দুপুর 2টো নাগাদ সন্দেশখালির সামাজিক শিক্ষাকেন্দ্রের মাঠে সভা করবেন তাঁরা । সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম-সহ আরও অনেকে । মূলত সেই সভায় উত্তর 24 পরগনা জেলার কর্মী-সমর্থকদেরই উপস্থিত থাকার কথা রয়েছে । তার জন্য নির্দিষ্ট রুটও ঠিক করে দেওয়া হয়েছে দলের তরফ থেকে । সায়েন্স সিটি থেকে ধামাখালি হয়ে ফেরিঘাটে যেতে বলা হয়েছে সিপিএম কর্মী-সমর্থকদের । সন্দেশখালি ঘাট থেকে সভাস্থল মিনিট তিনেকের হাঁটা পথ ।

144 imposed in Sandeshkhali
সিপিএমের সভার দিনই সন্দেশখালির তিন জায়গায় ফের 144 ধারা জারি

কিন্তু, তার আগেই ধামাখালি ঘাটে আটকে দেওয়া হতে পারে সিপিএম কর্মী-সমর্থকদের । এমনটাই আশঙ্কা করা হচ্ছে দলীয় নেতৃত্বের তরফে । এই বিষয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "পুলিশ আটকালেও সভা হবেই । ঘোষিত কর্মসূচিতে প্রশাসন কিভাবে 144 ধারা জারি করতে পারে ? আসলে পুলিশ দুষ্কৃতীদের মতো আচরণ করছে ! গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব প্রশাসনের । তারা যদি সেই দায়িত্ব পালন না করে, তাহলে জনসাধারণই সেই দায়িত্ব পালন করবে নিজের উদ্যোগে । আমরা চাই না কোনও অশান্তি হোক । কিন্তু, পুলিশ সেই অশান্তি তৈরি করার চেষ্টা করলে আমরা তা রুখব ।"

144 imposed in Sandeshkhali
সিপিএমের সভার দিনই সন্দেশখালির তিন জায়গায় ফের 144 ধারা জারি

এদিকে, পুলিশের তরফে 144 ধারা জারি হওয়ার তিনটি জায়গায় জমায়েত না করার আবেদন জানানো হয়েছে । ফলে দলীয় সভায় যোগ দিতে এ দিন সিপিএম কর্মী-সমর্থকরা জমায়েত হলে কি হয়, সেই দিকেই লক্ষ্য রয়েছে সকলের ।

আরও পড়ুন:

  1. ভোটের 'দশে দশ' কর্মসূচি সিপিএমের, প্রার্থী তালিকা ঘোষণার আগে স্লোগান বেঁধে দিল আলিমুদ্দিন স্ট্রিট
  2. ভোটের আগে 'জনতার কেসবুক' চালু সিপিএমের
  3. যুব সমাজকে মিথ্যে মামলায় জেলে ভরেছেন মমতা, ইটিভি ভারতের সামনে অকপট নিরাপদ সরদার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.